নয়াদিল্লি: গোটা দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সুনামির মত আছড়ে পড়েছে। হাসপাতালে বেড নেই, অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছে। তবে সংক্রমণ বেড়েই চলেছে। স্বাস্থ্য ব্যবস্থার উপর(Health System) মারাত্মক রকমের চাপ পড়েছে। হালকা লক্ষণযুক্ত করোনা রোগীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তিকে কত দিন হোম আইসোলেশন থাকতে হবে ?শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের করোনার ভাইরাস সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাব দিয়েছে এইমসের(AIIMS) পরিচালক রণদীপ গুলেরিয়া দিয়েছেন।
এইমসের (AIIMS) প্রধান জনিয়েছেন, যদি দশ দিন হোম আইসোলেশনে(Home Isolation) থাকার পরে, আক্রান্ত রোগীর কোনও লক্ষণ না থাকে এবং তিন দিন যদি জ্বর না থাকে তবে হোম আইসোলেশন প্রক্রিয়া শেষ করা যেতে পারে। তিনি আরও বলেন যে, হোম আইসোলেশনের সময়সীমা শেষ হয়ে গেলে কোনও পরীক্ষা করার দরকার নেই।এবং চিকিৎসকের পরামর্শ ব্যতীত রেমডেসিভির ব্যবহার করা উচিত নয় এবং এটি কেবল হাসপাতালে ব্যবহার করা উচিত।
তিনি আরোও বলেন, কোনো রকম গুজবে কান দেবেন না। মাস্ক পড়তে হবে। করোনাবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোভিড রোগীদের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সমস্ত করোনা আক্রান্ত রোগীরা বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তাঁদের জন্য থ্রি লেয়ার যুক্ত মেডিক্যাল মাস্ক আবশ্যক। এছাড়াও যে ঘরে রোগী থাকছেন সেই ঘরে যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেইদিকেও খেয়াল রাখা জরুরি। এই সময় মাস্ক ব্যবহার ও তা জীবাণুমুক্ত করার দিকেও নজর রাখা উচিত।
উল্লেখ্য, গত একদিনে করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। করোনায় মৃত্যুর সংখ্যা এদিনও ৩ হাজারের উপর। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-30 21:16:26
Source link
Leave a Reply