মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রভাবের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। আবার প্রতিদিন এই রোগের নতুন নতুন লক্ষণ প্রকাশ পাচ্ছে যা দেখে চিকিৎসক ও বিশেষজ্ঞরাও অবাক হচ্ছেন।
এর ফলে দেশজুড়ে আতঙ্ক ক্রমেই দ্রুত গতিতে বেড়ে চলেছে। মানুষ যতটা না শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন তার থেকেও বেশি তারা মানসিকভাবে চিন্তিত হয়ে পড়েছেন।
আবার প্রকাশ্যে এল এর আরো ক্ষতিকারক প্রভাব। করোনায় আক্রান্তের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এর কথা এতদিন আমরা সকলেই জানতাম। কিন্তু এবার বলা হচ্ছে ফুসফুস ছাড়াও আরও বেশ কিছু অঙ্গ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আক্রান্তদের শরীরে।
১. হৃদয় ক্ষতিগ্রস্ত (heart ailments): যেসব ব্যক্তিরা মহামারীতে আক্রান্ত হওয়ার আগে থেকে হৃদরোগ সংক্রান্ত সমস্যায় রয়েছেন অথবা মেটাবলিক সিস্টেম নিয়ে কিছু সমস্যা রয়েছে, তাদের মধ্যে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি।
এই ভাইরাস আক্রান্তদের শরীরের হৃদযন্ত্রের মাংসপেশিগুলিকে ফুলিয়ে দেয়।
গবেষণা বলছে যে করোনায় আক্রান্ত অন্তত চার ভাগের এক ভাগ হাসপাতালে ভর্তি হওয়া যে রোগীদের মধ্যে গুরুতর লক্ষণগুলো প্রকাশ পেয়েছে তাদের মধ্যে হৃদযন্ত্রের সমস্যা বেশি দেখা গেছে। পালস রেট খুবই কম থাকা, হার্ট রেট খুব বেশি হওয়া, হৃদয়ের যন্ত্রণা এবং দ্রুত ক্লান্তিভাবের মতো কিছু লক্ষণ তাদের মধ্যে দেখা যায়।
২. স্নায়ুতন্ত্রের সমস্যা (neurological disease): নতুন এক সমীক্ষা বলছে যে উহানের (wuhan) এক হাসপাতালে ভর্তি ২১৪ জন করোনা আক্রান্তদের মধ্যে এক-তৃতীয়াংশের মধ্যে কিছু স্নায়তন্ত্র সম্পর্কিত সমস্যা (neurological disease) লক্ষ্য করা গেছে যেখানে বারবার স্ট্রোক হতে দেখা গেছে রোগীদের।
এই সমীক্ষা থেকে এও বলা হয়েছে যে মহামারীর প্রভাব এতটাই গুরুতর হতে পারে যে সুস্থ হওয়ার পরবর্তী সময়েও আলজাইমার (alzheimer) ও পারকিনসন্স- এর মত রোগ (parkinson’s disease) হতে পারে আক্রান্তের শরীরে।
৩. কিডনি বিকল হওয়া (kidney failure): অন্যান্য সমস্যার পাশাপাশি আক্রান্তদের মধ্যে কিডনির নানা সমস্যা দেখা গেছে। কিডনির বেশ কিছু কোষ সংক্রমিত হতে পারে এই ভাইরাসের দ্বারা।
ফলে কিডনি কাজ করা বন্ধ (kidney failure) করে দিতে পারে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-30 20:19:29
Source link
Leave a Reply