শরীরের উচ্চতার চেয়ে তরুণদের ‘অতিরিক্ত ওজনের’ পরিমাণ একটু বেশি হলেই করোনায় গুরুত্বর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন ব্রিটেনের গবেষকেরা।
ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, তরুণ ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা গেছে। করোনা জটিলতায় কারা বেশি ঝুঁকিতে সেটি বুঝতে গিয়ে এমন ফলাফল পাওয়া গেছে।
বারবার লকডাউন ফিরে আসা এবং করোনা সংক্রান্ত বিধিনিষেধ ক্রমাগত বাড়তে থাকার দিনগুলো গবেষণাটি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাদের বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই ২৩ তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে।
কার ওজন কত হওয়া উচিত, তার সূচককে বিএমআই বা বডি ম্যাস ইনডেক্স বলে।
গবেষণায় দেখা গেছে, বিএমআই এক পয়েন্ট বাড়লে হাসপাতালে ভর্তির শঙ্কা ৫ শতাংশ বেড়ে যায়। একই সঙ্গে আইসিইউতে যাওয়ার শঙ্কা বাড়ে ১০ শতাংশ।
ইংল্যান্ডের ৭ মিলিয়ন মানুষকে নিয়ে করা গবেষণায় দেখা গেছে, যাদের বয়স ৪০ বছরের কম তাদের ক্ষেত্রে এই প্রভাব সবচেয়ে বেশি।
তাদের বয়স আবার ৮০ বছরের বেশি তাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজনের প্রভাব কম দেখা গেছে।
বিএমআই পদ্ধতিতে আদর্শ ওজন বের করার সূত্র:
বিএমআই = ওজন ÷ উচ্চতা২
(এখানে ওজন ‘কেজি’ এবং উচ্চতা ‘মিটারে’ হিসাব করতে হবে।)
যেমন-একজন পুরুষের ওজন ৮০ কেজি, তার উচ্চতা ১.৮ মিটার।
তাহলে বিএমআই = ৮০ ÷ ১.৮২
বা ৮০ ÷ ১.৮–১.৮ = ২৪.৭।
এম এন / ৩০ এপ্রিল
স্বাস্থ্য | DesheBideshe
2021-04-30 19:10:17
Source link
Leave a Reply