সমস্যাঃ আমার বয়স ৬০ বছর। চার বছর আগে আমি পুরুষাঙ্গের ডান পার্শ্বে ভেরিকোসিল রোগে আক্রান্ত হই। দুই বছর আগে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ভেরিকোসিল অপারেশন করিয়ে নিই। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। অপারেশনের আগে যে অসুবিধা ছিল বর্তমানেও তা-ই। বর্তমানে ডান অণ্ডকোষ বাঁ অণ্ডকোষের চেয়ে সামান্য একটু বড় এবং এটাতে সব সময় ব্যথা করে। আলট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী ডান অণ্ডকোষের মাপ প্রায় ৩·২/১·৬ সেমি এবং বাম অণ্ডকোষের মাপ প্রায় ২·৬/১·৫ সেমি। বহু পরীক্ষা-নিরীক্ষা করে অনেক ওষুধ সেবন করেও ডান অণ্ডকোষের বড়ত্ব ও ব্যথা নিরাময় হচ্ছে না। সঙ্গে পুরুষাঙ্গের ডান দিকেও ব্যথা করে। বাম পার্শ্বে কোনো ব্যথা নেই। আমার কোনো ডায়াবেটিস ও হৃদরোগ নেই। আমার ডান অণ্ডকোষের বড়ত্ব ও ব্যথার জন্য প্রয়োজনীয় পরামর্শ কামনা করছি। আশা করি পরামর্শ দেবেন।
শাসসুল হুদা, সীতাকুণ্ড, চট্টগ্রাম
পরামর্শঃ আপনার সমস্যাটি হচ্ছে ক্রনিক অরকালজিয়া। আর এর উপসর্গটি হচ্ছে ক্রনিক জেনিটাল পেইন। এটা জীবনসংহারক রোগ নয়। তাই খুব বেশি দুশ্চিন্তা করবেন না। আসলে এ ধরনের সমস্যা অপারেশনের পরও খুব অল্প সময়ে ভালো হতে চায় না। তবে তার অর্থ এই নয় যে সারাজীবনই এটা বয়ে বেড়াতে হবে। সাধারণ মূত্রতন্ত্র বিশেষজ্ঞরা ওষুধপত্রের একটা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকেন। যেমন ব্যথানাশক ও বিভিন্ন ধরনের ট্রাংকুুলাইজার ও যেসব ওষুধ মূত্রনালি ও মূত্রথলির সংকোচন-প্রসারণ কমায়। আপনার যে অপারেশন করা হয়েছিল তা ঠিকই ছিল। তখন কনজারভেটিভ ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো চিকিৎসা করতে গেলে দেখতে হবে আপনার অন্য কোনো সেকেন্ডারি ধরনের সমস্যা আছে কি না। যেমন অণ্ডকোষে হঠাৎ পানি আসা কিংবা প্রদাহ হওয়া প্রভৃতি। আপনি অভিজ্ঞ মূত্রতন্ত্র বিশেষজ্ঞের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· এম এ সালাম
অধ্যাপক, ইউরোঅনকোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্রঃ প্রথম আলো, অক্টোবর ২২, ২০০৮
স্যার ২থেকে৩ দিন যবত্ আমার ডান পাশের অন্ডকোষে ব্যাথা করছে ব্যাথাটা অন্ডকোষের ১-২ ইন্চি উপর থেকে আসে এটা ৫মিনিট পর পর ১সেকেন্ট এর জন্য । আমি ৬মাস হবে বিয়ে করেছি আমার বয়স ২৪ এর জন্য আমি কি করতে পারি?
এটা কি শুধু মিলনের সময় বা উত্তেজিত অবস্থায় হয়, নাকি সবসময়?
খুব সম্ভবত এটা সমস্যার কিছু নয়। কোন কারণে শরীরটা এভাবে রিএক্ট করছে। আরো কিছুদিন দেখেন। যদি ব্যথা চলতে থাকে তাহলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেবেন।
উত্তেজিত হলে পরে পচন্ঠ অন্ডকোষে বাথা
উত্তেজিত হয়ে যদি বীর্য আউট না করেন তাহলে ব্যথা হওয়াটা স্বাভাবিক।
আমার অন্ডকোষ অতিরিক্ত ২৪ঘন্টা ঝুলে থাকে। শুধু বাতরুম সময় ঠিক থাকে। চিৎসক ভাষায় এটা কি রোগ বলা হয়???প্লিজ বলেনএই সমস্য টা প্রাই ছয় মাস হচ্ছে ১ম কিছু মনে না করলে এখন দেখছি এটা একটা সমস্যা। প্রাই চারবছর ধরে হস্তমৈথুনের করছি বর্তমান মান রানিং ১১ দিন হস্তমৈথুন বন্ধ রাখছি
আমার বাম অন্ডকোষে মাঝে মাঝে একটু ব্যাথা করে আর সেই ব্যাথা মাঝে মাঝে বাম তলপেটে আর কোমরেও করে…হালকা ব্যাথা..ডাক্তার দেখিয়েছি..ডাক্তার বললো চিন্তার কোনো কারণ নেই…এইটা কি কোনো সিরিয়াস কিছু?
আমার অন্ডকোষের ভেতরে বাম পাশের বিচির সাথে ছোট একটা পিন্ড হয়েছে যা হাত দিয়ে ধরা যায়। মাঝে মাঝে ব্যাথা করে।আর অন্ডকোষসহ দু পা চাবায়।এখন কী করতে পারি?
আসসালামু আলাইকুম আমার অন্ডকোষ নেই বললেই চলে একেবারে পেনিসের নিচে সমান হয়ে আছে তবে হাত দিলে ছোটো ছোটো দুটো বিচি অনুভব করা যায় আমি কি করতে পারি আর যদি কোনো অপারেশন করতে হয় তাহলে কতো দিন পরে সাভাবিক হবে জানালে খুব ভালো হতো
আমার বয়স 22 বছর গত দু’দিন যাবত আমার বাম পাশের অন্ডকোষ ফুলে গেছে ভারী হয়ে গেছে এবং ব্যথা অনুভব করছি সেখানে কোনো কিছুর স্পর্শ হলেও খুবই পরিমাণে ব্যথা অনুভব করছে এক্ষেত্রে আমি কি চিকিৎসা নিতে পারি এবং কি ধরনের ওষুধ খেতে পারি
স্যার আমার অন্ডকোষের ভিতরে দুইটা অন্ডকোষ ছাড়া আরেকটা ছোট কিছু দেখা যাচ্ছে এখন এটা একটু বড় হচ্ছে এরকম মনে হচ্ছে এখানে এটার জন্য আমি কি করতে পারি
আমার বয়স ২২, হস্তমৈথুনে অভ্যস্থ না। আমার বাম অন্ডকোষ আগে থেকেই ডান অন্ডকোষ থেকে কিছুটা উপরের দিকে থাকে,,, দুদিন যাবৎ বাম অন্ডকোষের এক মাথায় ছোট কিছু একটা গোটার মতো অনুভব করছি,,, হাত দিয়ে অনুভব করতে পারি। স্পর্শ করলে হালকা বেথাও অনুভব হয়,,, এক্ষেত্রে আমি কি করতে পার….
স্যার আমার নাম মেহেদী, বয়স ২২। আমার অন্ডকোষে কিছু দিন যাবত দূরগন্ধ হচ্ছে এবং তার ত্বক সেঁতসেঁত হয়ে যাচ্ছে। আমি প্রতিদিন যতই ভাল করে পরিস্কার করছি না কেন, আবার তা আগের মত হচ্ছে।
স্যার আমি কি ভাবে এর থেকে মুক্তি পেতে পারি।
ফাংগাসের আক্রমন হতে পারে। এমনিতেই সেরে যাওয়ার কথা। ঢিলেঢালা আন্ডারওয়ার পরবেন, আর পরিষ্কারপরিচ্ছন্ন থাকবেন। না কমলে ডাক্তার দেখিয়ে মলম ব্যবহার করবেন।
স্যার আমার অন্ডকোষের ভিতরে দুইটা অন্ডকোষ ছাড়া আরেকটা ছোট কিছু দেখা যাচ্ছে এখন এটা একটু বড় হচ্ছে এরকম মনে হচ্ছে এখানে এটার জন্য আমি কি করতে পারি
স্যার আমার অন্ডকোষ প্রায় নয়শ মাছ ধরে ব্যথা করে কিন্তু অনেক ডাক্তার দেখাইছি পরীক্ষা করছি কিছু পাওয়া যায় না অনেকে ভাইরাস এনটিবেটিক ওষুধ খাইছি পেইন কিলার ও কাজ হয় না দয়া করে জানাবেন আমি কি করব
স্যার আমার বয়স ৩৫ বছর। ১ বছর যাবত বাম পাশের অন্ডকোষের পাশে সুপারির গোটার মত ছোট গোলাকার গোটা। একজন ডাক্তার কে দেখিয়েছিলাম সে বলল এটা নাকি কোন সমস্যা হবে না। কিন্তু কোন ব্যথা করে না। আর বড় হয় না ছোট হচ্ছে না। এখন কি করা যায়।
ব্যথা বা চুলকানি না হলে দুশ্চিন্তার কিছু নাই। এগুলো আবার আপনা থেকেই মিলিয়ে যেতে পারে।
বলেন কী?এটা থেকে তো ক্যান্সার ও হতে পারে!!
আমার ডাণ পাশের অন্ডকোশ টি বাম পাশের থেক একটু গোটার মতো, এবং মাঝে মাঝে ডান পাশের টা হালকা হালকা ১/২ সেকেন্ডের জন্য ব্যাথা করে। আমি কি করব?
ব্যথা অনেকদিন ধরে চললে ডাক্তার দেখিয়ে নিন।
অণ্ডকোষের সমস্যার জন্য কোন ডাক্তার দেখাব?
ইউরোলজিস্ট দেখাতে পারেন।
আমার বয়স ১৯. প্রচুর হস্তমৈথুন করি । ২ দিন হলো- আমার অন্ডথলিতে চুলকানি হচ্ছে । একবার চুলকানোর সময় কিছু ছোটো ছোটো সাদা গোলাকার দাগ দেখেছিলাম । এখন দেখতে পারছি না । কিন্তু চুলকানি এখনও আছে । এখন কি করি?
চুলকানিটা এলার্জিজনিত কারণে, পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে হতে পারে।
হস্তমৈথুন কমিয়ে দিন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন।
অনেকদিন হস্তমৈথুন করার পর একটি অন্ডকোষ নষ্ট হয়ে গেছে একটি অন্ডকোষ আছে আমি কি বাচ্চা নিতে পারব!
আমার অণ্ডকোষর ডান পাশে বড় হয়েছে হালকা বেথা করে কি করা উচিত জানাবেন
স্যার আমি ক্রিকেট খেলতে গিয়ে ডান অন্ডকোষে আঘাত পেয়ে এটি ফেটে যা। আলট্রাসনো রিপোর্ট অনুযায়ী ফাটা আগের তুলনায় কমে এসে। এখন ৯ দিন হচ্ছে ফোলা কিছুটা রয়ে গেছে।ভালো হবে কি?
আমার বয়স ১৯ অনেকদিন হস্তমৈথুন করার পর একটি অন্ডকোষ নষ্ট হয়ে গেছে একটি অন্ডকোষ আছে আমি কি বাচ্চা নিতে পারব! কোন সমস্যা হবে নাকি
আমার বয়স ১৯ বছর ৬ মাস । আমি ৮ বছর ধরে নিয়মিত হস্তমৈথুন করে আসছি । তাতে আমার কি কোনো সমস্যা সৃষ্টি হয়েছে? যদি সমস্যা হয় ই, তাহলে বুঝবো কেমনে? Plz ans me.
শরীর দুর্বল লাগতে শুরু করবে। মাথা ব্যথা, চোখে ব্যথা, ঘুম কমে যাওয়া, খাওয়ায় অরুচি, স্মৃতিশক্তি কমে যাওয়া- ইত্যাদি উপসর্গ দেখা দেবে।
এই উপসর্গগুলো দেখা দিলে কি করতে হবে?
আমার বয়স ২০
প্রায় ৫ বছর যাবৎ হস্তমৈথুন করেছি। কিন্তু কখনো যৌন অনাগ্রহ অনুভূত হয়নি। আমি পড়ালেখায় ভালো। সব সময় ১ রোল করেছি। psc,jsc,ssc তে জিপিএ ৫.০০ পেয়েছি। এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার সমস্যা আমার মনোযোগ কমে গিছে। আমি হাজার চেষ্টা করেও মনোযোগ আর আগের মত আনতে পারছি না। বারবার চেষ্টা করেও পারছি না। আমি এখন হতাশ হয়ে যাচ্ছি নিজের এই অবস্থা নিয়ে। সামনে আমার hsc পরীক্ষা। জিপিএ ৫.০০ পেতেই হবে ইনশাল্লাহ। কিন্তু এই মহাসমস্যা আমার জীবন দুর্বিষহ করে দিচ্ছে।
আমার স্মৃতিশক্তি নিয়ে আমি হতাশ! কিচ্ছু মনে থাকছে না। নিজের উপর ফেডাপ হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু কাজ হচ্ছে না। বারবার পড়লেও মনে রাখতে পারছি না। উল্লেখ্য আমি এমন ছিলাম না। পড়লে আমার দীর্ঘদিন মনে থাকতো।
১৫ দিন মত হয়েছে আমি হস্তমৈথুন করি না। তওবা করেছি আল্লাহর কাছে আর করবো না ইনশাল্লাহ।
কিন্তু রিসেন্টলি আমার অণ্ডকোষ দুটোই অস্বাভাবিক ঝুলে থাকছে। ডান অণ্ডকোষ টি বাম টার তুলনায় বেশি ঝুলে থাকছে।
নোট: কোনো প্রদাহ, জ্বালাপোড়া,ব্যথা, প্রস্রাবে বীর্য আসা, লিংগ শীথিল থাকা এসব কোনো সমস্যা নেই। আমি চাইলে লিংগ উত্তেজিত হয়। এগুলোতে কোনো সমস্যা নেই।
###কিন্তু মনোযোগ আর স্মৃতিশক্তির ব্যাপক হ্রাস আমাকে বহু হতাশ করছে।
অণ্ডকোষ
((( দুটোই ঝুলে থাকে এবং ডান টা বেশি নিচে নেমে গিছে))) ঝুলে যাওয়ার সমস্যায় আমি উদ্বিগ্ন।###
আমার অণ্ডকোষর ডান পাশে বড় হয়েছে হালকা বেথা করে কি করা উচিত জানাবেন
স্যার আমার অন্ডকোষ প্রায় নয়শ মাছ ধরে ব্যথা করে কিন্তু অনেক ডাক্তার দেখাইছি পরীক্ষা করছি কিছু পাওয়া যায় না অনেকে ভাইরাস এনটিবেটিক ওষুধ খাইছি পেইন কিলার ও কাজ হয় না দয়া করে জানাবেন আমি কি করব
এখন কেমন আছেন? যদি ভালো হয়ে থাকেন কিভাবে জানাবেন প্লিজ
এখন কেমন আছেন? যদি ভালো হয়ে থাকেন কিভাবে জানাবেন প্লিজ
আমার অন্ডথলিতে চুলকানি অনেক দিন থেকে। চামড়ার আস্তে আস্তে উঠে গিয়ে কোষরস বের হয়। এক্ষেত্রে আমি নেভানল পাউডার ব্যাবহার করেছি। ঘা এর মত অংশ শুকিয়ে গেলেও পুরোপুরি নিরাময় হয় নি। আমি কি করতে পারি।
সবসময় হয় নাকি বিশেষ বিশেষ সিজনে?
এলার্জির সমস্যা আছে?
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। নিয়মিত ঠাণ্ডা পানিতে ধোবেন। দরকার হলে এলকোহল ফ্রি সাবান ব্যবহার করবেন। তারপর ভালো করে মুছে নেবেন। ঘা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাওয়ার কথা আপাতত।
আমার বয়স ২০+ ।
আমি আগে হস্তমৈথুন করতাম কিন্তু এখন মাসে ১-২ বার ।
আন্ডকোষের ডান দিকের বিচি টা বাম দিকের থেকে বড় ।
আর এখন ঝুলে গেছে ।
আর দুটো বিচি বড় লাগছে ।
এখন আমার কি করা উচিত ?
vai amaro eki somossha
স্যর আমার ছেলের বয়স ১১ মাস। ওর অন্ডকোষ ২ টার মধ্যে ১ টা নাই। তবে ওর জন্মের পর ওর অন্ডকোষ ২ টাই ছিল। কিন্তু ১ টা ছোট ছিল আবার সেটা একদম নরম ছিল। তারপর
হুমিও ডাক্তার দেখাইছি আর ডাক্তার বলছেন এটা নাকি নাই। এখন ওই ছোট অন্ডকোষ টাও এখন নাই। স্যার আমি আমার ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছি। আপনি জদি আমাকে এই বেপারে একটু পরামর্শ দেন ভালো হতো।
একটু বড় হলে হয়তো আবার ফিরে আসতে পারে।
আমার অবস্থা একি রকম আমার বয়স 24 বছর
আমি কি করব বুঝতে পারতেছিনা
স্যার আমার বয়স 25। আমার অন্ডকোষে বেশ কয়েকটি শক্ত সাদা সাদা গোটা তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে। ক্রমশ তা বেরেই চলেছে। ডাক্তার দেখিয়েছি কিন্তু কাজ হচ্ছেনা। গোটাগুলো খুব চুলকায়। কিন্তু ব্যথা করেনা। এর কি কোন সমাধান আছে?
চুলকালে একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞ দেখাবেন। আর নিজ থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন।
আমার নাভীর বামে একটু একটু করে অনেক দিন ধরে ব্যথা করতোএবংতার পরে বামের অন্ডকোশ খুব ব্যাথা করে এখন আমি কি করবো স্যার
আমার বয়স ১৮।আমার বাম পাশের অন্ডকোষের সাথে উপরে আমি কিসুদিন সুপারির গুটার মত অনুভব করি তারপর আস্তে আস্তে আমার অন্ডকোষ বড় হতে থাকে। মাঝে মাঝে ঝিম ঝিম করে বেথা করে যদি চলার সময় লড়া পরে আর নইত ধরলে একটু একটু বেথা করে।এইভাবে আজ এক মাস হল অন্ডকোষ ফুলে যাচ্ছে ।আর মাঝে মাঝে আমি যখন বসে পেশাব করি তখন আমার সোজা হয়ে দাড়াতে কষ্ট হয় মনে হয় নাভি থেকে লিঙ্গ পর্যন্ত রগ টেনে ধরেসে। তাই অনেক সমস্যাই আসি। প্লিজ আমাকে পরামর্শ দেন কি করে তারাতারি সুস্থ হব? তাহলে আমার জন্য খুব ভাল হয়
আপনি বরং একজন ডাক্তার দেখিয়ে পরীক্ষা করান, সেটা ভালো হবে।
স্যার আমি ক্রিকেট খেলতে গিয়ে ডান অন্ডকোষে আঘাত পেয়ে এটি ফেটে যা। আলট্রাসনো রিপোর্ট অনুযায়ী ফাটা আগের তুলনায় কমে এসে। এখন ৯ দিন হচ্ছে ফোলা কিছুটা রয়ে গেছে।ভালো হবে কি?
Commentআমার বয়স ২৬। আমি ৭ মাস আগে ভেরিকোসিল এর অপরেশন করেছি কিন্তু সমস্যা আগের মত হচ্ছে এখন আমি কি করতে পারি?
অবশ্যই আবার ডাক্তারের সাথে কথা বলবেন এ নিয়ে।
সার আমার ডান পেটে পাথর ধরা পরছে আজ পাচ মাস। 3 mm পাথর এখন আমার ডান পাশে পায়ের জুরায় প্রচুর ব্যাথা আর আর ডান পাশের পায়ের জুরা থেকে একটু বামে পেশাবের রাস্তার উপরে জালা পোরা করে ডাক্টার দেখিয়েছি আল্টাসনো করেছি বলছে কোনো ইনফেকশান নাই পেশাব পরিক্ষা করেছি rbc 10-12 কিন্তু কোনো ইনফেকশান নাই। আর আমার অন্ডকোশ ডান পাশের টা থেকে বাম পাশের টা একটু লম্বা, মানে বাম পাশ থেকে ডান পাশের টা একটু নিচে নেমে গেছে এমন অবস্তায় আমার ভয় করছে আমাকে কি কোনো উপকার করবেন সার আমি কি করবো
ছোট-বড় সমস্যা না। ব্যথা হলে সমস্যা। পারথ যদি বড় হতে থাকে তাহলে অপারেশন করিয়ে ফেলানো উচিত।
সার মাজে মাজে ব্যাথা ডান কোমর থেকে পায়ের উরুতে নামে পায়ে টন টন করে আমি হস্ত মৈতুন করতাম আগে রেগুলার আমার বয়স ২৪ পেশাবে কোনো জালা পোরা নাই পানি খেলে একটু বেশি পেশাব হয়।
হালকা ব্যায়াম করুন, আর রাতে সময়মত ঘুমাবেন। ঘুম একটু বাড়িয়ে দিন।
আমার বাম অন্ডকোষের ডান অন্ডকোষের তুলোনাই ঝুলে গেছে
প্রিসাব এ. ও সমস্যা হয় কিছু দিন আগে থাকে এই সমস্যা হচ্ছে
ঝুলে যাওয়াটা বড় সমস্যা নয়। বেশী করে পানি পান করুন। প্রস্রাবে সমস্যা না কমলে ডাক্তার দেখাবেন।
Showkat আমিও আপনার মতো একই সমস্যায় ভুগছি বর্তমানে। এই সমস্যার কী কোনো সমাধান আছে?
আমার বিগত তিন দিন ধরে অন্ডকোষে 10-12 টার মত ফোড়ার মত বা গোটার মত কি জানি উঠেছে. জিনিসগুলো তীব্রভাবে ব্যথা করে কিছু লাগলে. এমনকি নিচের চুলেও. পরিচিত একজন ডাক্তারকে মুখে মুখে বল্লে তিনি মিউরিন আর আন্টিবেয়েটিক খেতে বলেন.এখন কি করব?
আমার বিগত তিন দিন ধরে অন্ডকোষে 10-12 টার মত ফোড়ার মত বা গোটার মত কি জানি উঠেছে. জিনিসগুলো তীব্রভাবে ব্যথা করে কিছু লাগলে. এমনকি নিচের চুলেও. পরিচিত একজন ডাক্তারকে মুখে মুখে বল্লে তিনি মিউরিন আর আন্টিবেয়েটিক খেতে বলেন..এখন কি করব?
আন্টিবায়োটিক খেয়ে দেখেন যদি ভালো না হয় তাহলে ডাক্তারকে দেখিয়ে পরীক্ষা করিয়ে নেবেন।
ডাক্তার দেখিয়ে যদি সারতে হয় তাহলে আপনার কাছে বলে কি লাভ হল??? কিছু পরামর্শ দেবেন ত।
আমার অন্ডকোষ অনেক ঘা । নিরময়ের উপায় ?
অবশ্যই ডাক্তার দেখাবেন।
আমার বয়স ১৯ অনেকদিন হস্তমৈথুন করার পর একটি অন্ডকোষ নষ্ট হয়ে গেছে একটি অন্ডকোষ আছে আমি কি বাচ্চা নিতে পারব! কোন সমস্যা হবে নাকি !
আমার বাম অন্ডকোষের উপর একটি ছোট গোটা অনুভব করতেছি প্রথম দিন ব্যথা অনুভব করি এখন আর করে না। সমস্যায় আছি কি করব ভবিষ্যতে কোন সমস্যা হবে?
ব্যথা বা চুলকানি না হলে সমস্যার কিছু নাই।
আমার নাম রফিক বয়স 45, 2015 সালে ডানপাশের হানিয়া অপারেশন করি তারপর থেকে থাইরয়েড রোগ ধরা পড়ে এবং টেস্টুরেন্ট হরমোন তৈরি হয় না, আমার শরির খুব ঘামায়,ডান পাশের অন্ডকোষ আস্তে আস্তে ছোট হয়ে গেছে, অনুগ্রহ করে সঠিক পরামর্শ দিবেন,
আমার বাম পাশের অন্ডকোষের ভিতরে অতিরিক্ত মাংশের পিন্ড অনুভব করি, হাত দিলে অনুভব করি। এটি কি কোন সমসা?
ব্যথা বা চুলকানি হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিবেন।
আমার অন্ড কোষ ডানটার তুলনায় বামটা বড়। এখন আমি কি করব?
সমস্যার কিছু নাই।
আমার ডান অন্ডকোষের উপরের দিকে ২ মাস আগে একটা ছোটো গোটার মত উঠে ২-৩ দিন ব্যাথা করছে প্রচুর, এরপর ব্যাথা কমে যায় এবং গোটা পুরোপুরি মিলিয়ে যায়, এর কয়েকদিন পর থাকে আমি অন্ডকোষে একটু ব্যাথা অনুভব করছি, যখন আমি এটা স্পর্শ করি, আবার রিক্সায় উঠি একটু ঝাকরানিতে পড়ি তখন। আমার অন্ডকোষ ফোলা ও না আবার। এখন কি করব,? ডাক্তার দেখাবো?
হঠাত ঠাণ্ডা লাগলে, রাতে জ্বর জ্বর হলে এরকম হয়। খুব সিরিয়াস কিছু না। তবে ব্যথা বেশি হলে, বা প্রায়ই হলে ডাক্তার দেখাবেন।
Amr Babur jonmogoto vhabai bam paser ondokos upore ase doctor operation kraite blse aber oni Ata blse je 18 thake 19 manth a cancer hower possiblyti ase but keno ondokosti Jodi jekhane thakar okkhane operation kra rakha hoy tahole cancer hower kotha keno bllo a khetra amra Ondo kos ti Jodi sorir ai na rakhi tahole ki cancer er jhuki ase
আমার অন্ডোডকোষের বাম টার চেয়ে ডান টা বড়.।কি করব ?? Plz
ব্যথা বা চুলকানি না হলে খুব বড় কোনো সমস্যা নয়।
Batha ASA…kintu hat dela bojha jay na……. Amni sudhu onuvob kora jay
তাহলে একবার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিলে ভালো হবে।
আমার অন্ডকোষের চামড়া অনেক পাতলা হয়ে গেছে। হস্তমৈথুন করতে গেলেই ছুলে যায়। তারপর লাল হয়ে খুব জ্বালাপোড়া করে। এইটা কি খুব বড়ো ধরণের সমস্যা? এর থেকে পরিত্রাণের উপায় কি?
বড় সমস্যা নয়। তবে শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে বড় সমস্যা।
অামি মাস্টারবেশান করা ছেড়ে দিয়েছিলাম প্রায় নয় মাসের মত। কিছুদিন অাগে একবার করে ফেলছি।এর একদিন পর বাম অ-কোষে শিরা ফুলে গিয়ে ব্যাথা লাগছিল অার ছোট মাংস পিন্ডের ন্যায় লাগছিল যখন দেখেছি। অাজ তিন দিন ফোলা টা অনেক কমে গিয়েছে অার ব্যাথাও নাই বললে চলে।তবে মনে হয় বাম পাশ ঝুলে অাছে একটু অার অসস্তি লাগছে।এটা কি ভেরিকোসিল রোগের লক্ষণ??? এটার ডাক্তার দেখাতে হবে?? কোন ওষুধ খেতে হবে?? একটু বললে খুব উপকৃত হবো! ধন্যবাদ
।
খুব সম্ভবত না। হয়তো অনেকদিনের অনভ্যাসের ফলে শিরা ফুলতে পারে–তার মানেই সেটা ভেরিকোসিল হবে এমন কথা নেই। যদিও ভেরিকোসিল হলে উপসর্গগুলো সঠিক ভাবে প্রকাশ পায় না, তবে দেখবেন বীর্য উৎপাদনের হার কমে যাচ্ছে। সেরকম হলে ডাক্তার দেখাতে পারেন।
ভেরিকোসেল কি? -অন্ডকোষ। দয়া করে জানাবেন।
পুরুষের এক ধরনের *যৌ*ন* রোগ। সাধারণত ভিতরের শিরা ফুলে যাওয়া বুঝায়। অনেকদিন পরে সেক্স বা হস্তমৈথুন করলে এরকম হতে পারে। এতে বীর্য উৎপাদনের হার কমে যেতে পারে, বা বীর্যের কোয়ালিটি কমিয়ে দিতে পারে, এমনকি অনেক সময় সন্তান জন্ম দানে অক্ষমও হয়ে যেতে পারে।
আমার পেনিসের চামরা নিচের দিকে নামেনা। এজন্য কোন ওসুধ আছে কী। বা কোন ব্যইম। একটু বলুন
*যৌ*ন*বিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা করিয়ে নেবেন আগে।
স্যার, গত ৬-৭বছর আগে আমার অন্ডথলির চামড়ার উপর একটি ছোট ফুস্কুড়ির মত উঠে। আমি প্রথমত মনে করেছিলাম সেটি আপনা থেকেই মিলিয়ে যাবে কিন্তু আমার ধারনাকে ভুল প্রমাণিত করে সেটি এখন বড় একটি আঙুর ফলের মত ধারণ করেছে। কোন ধরনের ব্যাথা নেই মাঝে মাঝে চুল্কায়। যখন এটি ছোট ছিল তখন একজন চর্মরোগ ডাক্তার দেখিয়েছিলাম, উনি সেটাকে সুই দিয়ে গেলে ফেলতে বলেছিলেন কিন্তু আমার পক্ষ থেকে তা কষ্টকর ছিল। এটা কি জিনিষ তা আজো আমার অজানা। এটি দিন দিন আরো বড় হচ্ছে আমি এখন কি করব, ডাক্তার স্যার।
আবার ডাক্তার দেখান। ডাক্তার যদি পরীক্ষা করে এটা সমস্যা মনে করে তাহলে অপারেশন করে ফেলে দিতে পারেন।
ভাইয়া আমার লিঙ্গের নিচে চারপাশে সাদা দানার মতো হয় এবং প্রচুর চুলকাই।চুলকালে ভলো লাগে এবং চামরা কালো বর্নের হয়ে উঠে যায় এমন কি ত্বক খসখসে ও লাল এবং একটু দূরগন্ধ হয় । অনেক মলম ঔষদ ব্যবহার করেছি কোনো লাভ হয়নি।মলম ব্যবহার করলে বেশি হয়।পাঁচ বছর হলো এমন হইছে। আপনা আপনি ভালো হয় আবার হয়।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। জামাকাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। আণ্ডারওয়ার একবারের বেশি পরবেন না, খুব টাইট পরবেন না। ধুয়ে দেবেন প্রতিদিন। আর আপাতত ভালো একজন ডাক্তার দেখান।
স্যার আমি ক্রিকেট খেলতে গিয়ে ডান অন্ডকোষে আঘাত পেয়ে এটি ফেটে যা। আলট্রাসনো রিপোর্ট অনুযায়ী ফাটা আগের তুলনায় কমে এসে। এখন ৯ দিন হচ্ছে ফোলা কিছুটা রয়ে গেছে।ভালো হবে কি?
স্যার,
আমার অন্ডকোষের দুটির নিচে রগের সাথে ছোট ছোট দানার মত হইছিল। কয়েকদিন যাবত ডান পাশের কোষটা ব্যথা করতেছে। তার সাথে ওই দানাগুলো আকারে বড় হইতেছে। আমার সমস্যাটা নাম কি আর এর জন্য কোন ধরনের ডাক্তার দেখাব। আমার বয়স ২৪ এবং অবিবাহিত। মাঝে মাঝে হস্তমৈথুন এর অভ্যাস আছে।
ব্যথা হলে *যৌ*ন* ও চর্ম বিশেষজ্ঞ দেখাতে পারেন।
আমার অন্ডকোষে চুলকানি হয়েছে,চুলকালে মরা চামড়া উঠে। এ রোগের ওষুধ কি ডাক্তার।টিপস দিলে খুশি হতাম
মরা চামড়া ওঠাটা সমস্যা নয়। তবে ঘায়ের মত হয়ে গেলে ডাক্তার দেখিয়ে মলম ব্যবহার করতে পারেন।
আমার মাথায় *যৌ*ন* চেতনা কাজ করে না,আগে *যৌ*ন* বিষয়ে চিন্তা করলে লিঙ্গ দাড়িয়ে যেত, এখন কয়েক দিন ধরে কোনভাবে দাড়ায় না।
হতাশা বা মানসিক অশান্তি থাকলে এমন হতে পারে। এছাড়া যদি শরীর-স্বাস্থ্য ভালো না থাকে তাহলে ওসবে আগ্রহ পাবেন না।
আমার ডান পাশের অন্ডকোষ টা একটু বড়, ব্যাথা প্রায়ই হয়না বললেই চলে কিন্তু মাঝে একদিন রাতে বড় অন্ডকোষে একটু ব্যাথা অনুভব করেছিলাম একটু পেটেও ব্যাথা করেছিল। এর জন্য কি আমার সন্তান না হবার সম্ভাবনা আছে?
না, দুশ্চিন্তার কিছু নেই।
স্যার 2 3দিন যাবত আমার ডান অন্ডকোষের মাঝের দিকটাতে একটা 0.5ইন্চির মতো লম্বা গোটা র মতো হয়েছে ।।।।।এতে ব্যাথা হয়না।।।।আগে থেকে আমার চমরোগ ছিল ।।।।আমি সানোফি র পেভিসোন ক্রীম ব্যবহার করতাম কিন্তু ব্যবহার করা ছেড়ে দিলে আবার চুলকানি হয়ে চমরোগ দেখা দেয়।।।।এখন আমি কি করতে পারি।।।
পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে দেখতে পারেন। এক আন্ডারওয়ার একবারের বেশি ব্যবহার করবেন না। বিছানাপত্র মাঝে মাঝে পরিষ্কার করবেন। ধূলো-ময়লা এড়িয়ে চলবেন। এছাড়া যেসব খাবারে চুলকানি হয়, যেমন, ইলিশ, চিংড়ি, বেগুন, বাদাম, সেসব খাবার এড়িয়ে চলবেন।
কিছুদিন যাবৎ আমার বাম অন্ডকোষে চিনচিনে ব্যাথা অনুভূত হচ্ছে।ব্যাথা উঠলে তলপেট থেকে শুরু করে কোমরে এবং বাম পায়েও ব্যাথা করে।তলপেটেও চিনচিনে ব্যাথা করে।আর ব্যাথা টা ডান অন্ডকোষেও করতেছে আজকে থেকে।আমার কি করনীয়? এইটা কি কোনো ভয়ানক রোগের লক্ষণ?
ডাক্তার দেখানো উচিত।
Same problem sir,,,kon dr dekhabo
আমি এক সাপ্তাহ ধরে এই সমস্যায় ভফেস করতেছি
অন্ড কোষের ডান সাইটে মৃদু
ব্যথা করে।
এটা গত দুই মাস আগে একবার স্বপ্নদোষ হওয়ার সময় আমি আমার লিঙ্গ অচেতন অবস্থায় চাপ দিয়ে ধরি যার করনে বীর্যটা বের হতে বাধা পায়
তখন থেকে এই ব্যথার শুরু হস্তমৈথুনের মাধ্যমে সেই বীর্য বের করার পর স্বস্তি মিলে।
কিন্তু গত কয়েক দিন ধরে চারবার হস্তমৈথুন করছি কোন ফল পাচছি না মৃদু ব্যাথা আর হালকা ফুলে আছে ডান পাশের অন্ডকোষ।
এখন এর জন্য কি ডাক্তার দেখাবো নাকি কিছুদিন দেখবো আপনাআপনি সেরে যায় কি না।
কেউ একটা পরামর্শ দেন। আক
আজকে
25/12/2021
ভাই আপনার ব্যথাটা কি এখনো আছে??
আমার আজ দুই মাস যাবত এমন
same problem,,, kon dr. Dekhaboo…vi plz boilen
Urologist
আমার ডান পাশের অন্ডকোষে উপরে (ভীতরের দিকে) ছোট্ট সুপারির মত গোটা। কোন ব্যাথা করে না। ডাক্তার দেখালে টেস্ট দেন। টেস্ট রিপোর্ট বলা হয় এটি ইনফেকশন।।
সাধারণত ব্যথা বা চুলকানি না হলে ইনফেকশন-এর সম্ভাবনা কম থাকে। তবুও পরীক্ষায় যদি ধরা পড়ে তাহলে ডাক্তারের পরামর্শ মেনে ব্যবথা নেয়া উচিত।
আমার বয়স ১৮ বছর।আমার ডান পাশের অন্ডকোষে হার্নিয়ার অপারেশন হয়েছে ২মাস হল।কিন্তু আমার ডান পাশের অন্ডকোষ, বাম পাশের তুলনাই বড়।ব্যথা নেই। এখন আমি কি করব?
ব্যথা বা চুলকানি না থাকলে টেনশনের কিছু নেই।
DR amar bam andokos a batha suru hoyechilo ar maje maje anubhob kori mone hoy vitore kichu dhukhe ache
ডাক্তার দেখানো উচিত।
Sir amar dui din jabot bam ondokosh ta betha korche.ultra koriyechi.bolche je…left mild verecocele.ekhon ami ki korte pari?
আমার অন্যকোষ এ ব্যথা হেয়ে পথমে বাম এখন ডান সাইস এর টা একদম ছোট হয়ে গেছে।ডাক্তার দেখিয়েছি অনেক দেশে এবং বিদেশে কোন ঔষধ দেয় না।এলট্্যসনোগ্য্ম রিপট এ ওরসিহিটিস লিখা।এখন আমি কি করব।কোথায় এর টিটমেন্ট পাব।
plz answer mr
ওরসিহিটিস নয়, অর্কাইটিস। পুরুষের অনেক গোপন রোগের মধ্যে একটা। ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কারণে হয়ে থাকে। মাম্পস ভাইরাসের টিকা নেয়া না থাকলে সমস্যা। নানান ভাবে এই রোগটি হতে পারে। রোগটি একেবারে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। নয়তো পরের দিকে অপারেশনের ব্যাপার থাকে। কিন্তু তাতে ভালো হওয়ার সম্ভাবনা অনেক কম।
ডাক্তার কোন ঔষধ দেই নাই।আসলে আমি জানতে চায়ছি আমি কি এ অবস্হায় বিবাহ করতে পারব?
এখন আমি কি বিবাহ করিতে পারব
আকন আমি কি বিবাহ করতে পারব
ami ki akon bibah korte parbo
akon ami ki bibay korite parbo
এ অবস্থায় আমি কি বিবাহ করিতে পারবো। জানালে খুব উপকৃত হব
এখন আমি কি বিবাহ করিতে পারবো
এখন কি করব
amar o amon akti sossa kikora dorkar
hhkhh
ধশধুদ্ধদিদ জধদজদ djdj বলে জানান তার চেয়ে বড় কিছু করতে চাই আমার মনে হয় আমাদের কাছে দাবি
পরিষ্কার বোঝা গেল না।
amar 7 din jabot 3 ta choto fora moto hoyese. cholkay. molom disse kinto valo hosse na. akon ki korte pare.
এরকম হলে আগে ডাক্তার দেখানো উচিত।
hello
আমার ছেলের বয়স তিন বছর ৩মাস। পায়ুপথ এবং অন্ডকোষের ঠিক মাঝামাঝি জায়গায় সর্বক্ষণ চুলকায়। গত প্রায় ২মাস যাবত। আগে প্রস্রাব করতে কষ্ট হত। চামড়া দিয়ে ঢাকা থাকায় প্রস্রাব নির্গমন সহজে হত না। ডাক্তারের পরামর্শে এখন নিয়মিত চামড়া টেনে টেনে সরিয়ে দিচ্ছি। এখন প্রস্রাবে সমস্যা নেই। RME টেস্ট করিয়েছি। রিপোর্ট ভালো। কেনো চুলকানি হচ্ছে, দয়া করে জানাবেন।
পায়খানা করার পরে ভালো করে পরিষ্কার করে নিবেন। কৃমি আছে কি না, পরীক্ষা করাতে পারেন। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এছাড়া কোনও খাবারে এলার্জি থাকলে সেটা বাদ দেবেন।
আমার বাম অন্ডকোষ এ ১২ দিন ধরে ব্যাথা।ডাক্তার দেখাইসি। এন্টিবিউটিক দিছে। কিন্তু আমার কোনো যৌ*ন উত্তেজনা কাজ করে না। আমি বিয়া করতে পারি কি?
ব্যথা কমে গেলে যদি আবার সব ঠিকঠাক হয় তাহলে বিয়ে করতে ভয় পাওয়ার কিছু নেই।
আসসালামু আলাইকুম, স্যার , আমার অণ্ড কোষ প্রায় সময় ঝুলে পরে বিশেষ করে লুঙ্গি পরে থাকলে। অণ্ডকোষ এ
যে রগ গুলা আছে মাঝে মাঝেই আসাভাবিক ভাবে ফুলে যায় এবং কিছুটা শক্তও থাকে, কিন্তু অনেক ব্যথা নাই তবে রগ ফুলা থাকা
অবস্থায় হাত দিয়া ধরলে হালাকা ব্যথার অনুভতি হয়( প্রস্রাবের বেগ অনেক থাকলে এটা হয়)। আবার প্রস্রাব শেষে আপনা আপনেই ভাল হয়।
কিন্তু রগ ফুল্টা হালকা ভাবে থেকেই যায় ও লিঙ্গের রগ গুলাও ফুলে থাকে।
আমার উচ্চতা ৫.৭” ইঞ্চি এবং ওজন ৮৫ কেজি , আমার অণ্ডকোষ গুলা একটু সাভাবিক ভাবেই অনন্যদের থেকেই একটু বড় মনে হয় আমার।
আমার লিঙ্গের বডিতে যে রগ গুলা আছে তা ফুলে থাকে এবং সহবাস করার পরও থাকে।অণ্ডকোষ এ টুকা দিলে অনেক বেথা লাগে জা অনেকক্ষণ
স্থায়ী হয়।অনেকক্ষণ বসে থাকলে সামান্য শিরশিরানি বেথা অনুভুতি হয়।
আমার বিবাহর বয়স ২.৫ বছর , আমার বয়স ৩০ বছর। বিবাহর আগে আমার হস্তমইথনের অভ্যাস ছিল ।আমার অণ্ডকোষ গুলাতে হাত
দিয়া চেপে ধরলে অনেক বেথা পাওয়া জায়। আমার বাম অণ্ডকোষ এ হাত দিয়া নারাচারা করলে ঘন চর্বি জাতিও মোটা অনুভুতি হয়।
অণ্ডকোষ এ হাত দিয়া নারাচারা করলে ঘন চর্বি জাতিও মোটা অনুভুতি হয় এবং রগ গুলা ফুলা থাকে তা বুঝা যায় ও ডান কোষ থেকে বড়,
তবে ডান কোষ এএর কিছুই নেই।
স্যার, বিনিত নিবেদন এই যে,সমস্যার সমাধান দিয়ে উপক্রিত করবেন।
বড় কোন সমস্যা নয় বলেই মনে হচ্ছে। তবে যেহেতু ব্যথা আছে তাই একবার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিলে ভাল হয়।
আমার বয়স 22 বছর গত দু’দিন যাবত আমার বাম পাশের অন্ডকোষ ফুলে গেছে ভারী হয়ে গেছে এবং ব্যথা অনুভব করছি সেখানে কোনো কিছুর স্পর্শ হলেও খুবই পরিমাণে ব্যথা অনুভব করছে এক্ষেত্রে আমি কি চিকিৎসা নিতে পারি এবং কি ধরনের ওষুধ খেতে পারি
আমার ওপরে প্রশ্ন ছিল ওত্তর ও দিসেন।এখন চমি জানতে চায়ছি আমি কি বিবাহ করতে পারআ।আমার মনে হচ্ছে চআমার অন্যকোষ দিনে দিনে ছোট হচ্ছে?
আমার ডান পাশের ondo কোষটি ছোট থেকেই নাই এখন কি করব আমার বিয়ে ঠিক হয়েচে আমার বয়স সাতাশ বছর
আমার ডান পাশের অন্ডকোষের ভিতরে একটি ছোট্র গোটা বের হইছে বেশ কিছুদিন আগে। তখন বেথা করেনি কিন্তু এখন মৃদু বেথা অনুভব করতেছি এবং আমার ডান পাশের অন্ডকোষটি উপরের দিকে উঠে গেছে।এখন আমি কি করব?এজন্য আমি খুব দুশ্চিন্তায় আছি।আমার বয়স ২৪ বছর।আমি বিবাহিত
এটা কী ভিতরে।।। এখন কী অবস্থ্যা।।।
স্যার, আমার বয়স ২৫। আমার অন্ডকোষের চামড়ায় পানি লাগার কিছুক্ষন পর সেঁতসেঁতে হয়ে যায়। পরিষ্কার করার ৫ – ৬ ঘন্টা পর আবার একই সমস্যা হয়। আর যদি না পরিষ্কার করি কিছুদিন, তাহলে চামড়া ফেটে যায় এবং জ্বালা-পোড়া শুরু হয়। এখন আমি কি করবো ?
অন্ডকোষের চিকিৎসার জন্যে কোন বিভাগের ডক্টর দেখাবো ?
আমার বয়স ৩৪ বছর।আমার অন্যকোষে একদিন হঠাৎঅনেক ব্যাথা হয়।তার ডাক্তার দেখাই ডাক্তার পরীক্ষা করে ঔষধ দেয় আমি সুস্হ হই।তার ৬ মাস পর দেখি আমার বাম সাইডের অন্যকোষটা একটু ছোট লাগে।আবার আমি ডাক্তার এর কাছে যাই ডাক্তার টেষট করে বলে কোন ঔষধ নাই আস্তে আস্তে ২ টা অন্যকোষই ছোট হয়ে যেতে পারে।এখন প্রাই ২ বছর বেশি হয়ে গেছে আমার ২ টা অন্যকোষ ই অনেক ছোট হয়ে গেছে।আমি এখন কম সেক্স অনুভব করি আমি জানতে চাই আমার সেক্স করার ক্ষমতা কি একদম শেষ হয়ে যাবে না আমি সেক্স করতে পারব।আর আমার কি বাচ্চা হবে।ডাক্তারি পরীক্ষার রিপটে অর্কাইটিস রোগ লিখা।দয়া করে সমাধান বলবেন আর এ রোগের চিকৎসা কি ভারত বা অন্য কোন দেশে আছে থাকলে জানাবেন।এখন আমি কি করব।
সজশদগ জদগ্ধদজদ ফজদফহহধদ ধধধহদ্দ
স্যর আমার অন্ডকোষে ডান পাশে ব্যথা করে কি করতে পারি আমি
অনেকদিন পর পর, মাঝে মাঝে হলে সমস্যার কিছু নেই। সাথে চুলকানি থাকলে ডাক্তার দেখাবেন।
আমি জানতে চাইতেছি এখন এই অবস্থায় আমি কি বিবাহ করতে পারব আমার সেক্স পরকি অাজীবন থাকবে না একদম নষ্ট হয়ে যাবে
amr ondotholir dandike j rog ar moto thake vitore oigula fule gese r mangshopinder moto lage…. dan dik ta jhuleo gese…. ate ki prblm hote pare
ব্যথা আছে কি?
আমি কি অবস্থায় বিবাহ করতে পারব
আরেকটু পরিষ্কার করে খুলে বলুন কী সমস্যা।
আমার বাম পাশে অণ্ত কোষে মাঝামাঝিতে ছোট গুটির মত কি করলে ভাল হয়। জানালে ভাল হয়?
ব্যথা বা চুলকানি হলে ডাক্তার দেখাবেন। না হলে তেমন কোনো সমস্যা নেই।
আমার অন্ত কোষে ছোট বিচির মত ব্যাথা হয়না চুলকায় না এটা কি কোন সমস্যা?
ব্যথা বা চুলকানি না হলে সাধারণত কোনো সমস্যা না।
আমার অন্ডকোষ হস্তমৈথুন এর সময় এমন ভাবে উপরে উঠে আসে মনে হয় যেন ঠলি থেকে সরে যাবে একবারে ।। কি করতে পারি এখন।।????
ব্যথা না হলে চিন্তার কিছু না।
আমার অন্ডকোষের থলে প্রায় ৩-৪ বছর হলো ঝুলে গেছে, শীত কালে ঝুলে যাওয়া টা কম বুঝা যায়! গরম কাল এলেই ঝুলে থাকার কারনে অস্বস্তি লাগে! কোনো ব্যাথা নাই,
কিছুদিন যাবৎ খেয়াল করছি লিঙ্গ উত্তেজিত হচ্ছে না! হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে যায়! আর মোটেই শক্ত হচ্ছে না! এই মূহুত্বে আমার করনীয় কি? জানালে উপকৃত হবো! ধন্যবাদ
আমার অন্ডকোষের থলে প্রায় ৩-৪ বছর হলো ঝুলে গেছে, শীত কালে ঝুলে যাওয়া টা কম বুঝা যায়! গরম কাল এলেই ঝুলে থাকার কারনে অস্বস্তি লাগে! ব্যাথা বা অন্য কোনো সমস্যা ছিলোনা! কিন্তু
কিছুদিন যাবৎ খেয়াল করছি লিঙ্গ উত্তেজিত হচ্ছে না! হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তেজ হয়ে যায়! আর মোটেই শক্ত হচ্ছে না! এই মূহুত্বে আমার করনীয় কি? জানালে উপকৃত হবো! ধন্যবাদ
শারীরিক দুর্বলতা বা রক্ত শূন্যতার জন্যও এমন হতে পারে।
sir আমার মাঝে মাঝে যৌন উওেজনার সময় ডান অণ্ডকোষ ব্যাথা করে কিন্তু উওেজনা কমে গেলে সাথে সাথে ভালো হয়ে যায় এটা কিসের লক্ষনন।
উত্তেজিত হলে যদি বীর্যত্যাগ না করেন, তাহলে অনেক সময় এমন হতে পারে। ঘনঘন এরকম করা ঠিক নয়। অর্থাৎ যদি মিলিত হতে না পারেন বা হস্তমৈথুন না করেন তাহলে চেষ্টা করবেন লিঙ্গ উত্তেজিত না করতে।
sir আমার মাঝে মাঝে যৌন উওেজনার সময় ডান অণ্ডকোষ ব্যাথা করে কিন্তু উওেজনা কমে গেলে সাথে সাথে ভালো হয়ে যায় এটা কিসের লক্ষনন।
উত্তেজনা হলে বীর্য আউট করে ফেলবেন। যদি উপায় না থাকে তাহলে উত্তেজিত হবেন না।
আমার অন্ডকোষের ভিতরে, বাম পাশের একটা কোষের মধ্যে ছোট মটর বিচির মত একটা ছোট দানা অনুবভ করছি গত ৫ দিন যাবৎ। কিন্তু কোন ব্যাথা নেই। তবে ৫ দিন আগে এই সমস্যা বুঝার আগে একটু ব্যাথা অনুভব করেছিলাম। এখন আমি কি করতে পারি। দয়া করে ভালো মতামত আশা করছি।
ব্যথা বা চুলকানি হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাবেন।
এখন কি অবস্থা ভাই?আমারো বেশ কিছুদিন ধরে এই সমস্যা হচ্ছে।
স্যার আমার অন্ডকোষের রগ দাড়িয়ে থাকলে ফুলে যায়,রাতে কমে যায়,সকালে টাটানি দেয় যেমন ভিতরে ঢুকে যাবে। প্রস্রাবে কোন ইনফেকশন নেই।এখন কি করতে পারি এটা বেড়েই চলেছে।
ব্যথা চলতে থাকলে ডাক্তার দেখাবেন।
AMI NAJMOL SIR KOI DIN JABOT AMR ONDO KOSAR BAM PAS O DAN PAS CHIN CHIN VATHA KORA AKHON KI KORO NIAO
ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাবেন।
আমার অণ্ডকোষে ছোট ছোট গোটা দেখা যাচ্ছে কয়েকদিন থেকে খুব ভয় হচ্ছে,, চুলকায়।।পরে ডাক্তারের কাছে গেলাম একটা মলম দিলেন ‘ডারমিক’ নামে।।এই ওষুধটা কি কার্যকর??
Ami desh er bahire thaki..ami 3 month jabot follow korchi je amr right sider andokoser niche tholir modde kichu sira jome roice ar tholir modde mone hocche akta mangsor moto mone hocche..gorom er modde thakle ata betha lage ar ata jule jai…atar jonno ami ki korte pari jodi amk kono upodesh deten tahole amr jonno valo hoito..
হার্নিয়ার সমস্যা কি না, ডাক্তার দেখাবেন।
আমার অন্ডকোষ অত্যান্ত ছোট। এটা কি কোন সমস্যা, সমস্যা হলে এর সমাধান কি???
ধন্যবাদ
খুব ছোট হলে বিয়ে করার আগে একবার বীর্য পরীক্ষা করিয়ে নেবেন তাতে যথেষ্ট শুক্রানু আছে কি না।
১। কত ইঞ্চি পেনিস মেয়েরা সব চেয়ে বেশি পছন্দ করে….?
২। মেয়েদের যৌনির সর্বোচ্চ গভীরতা কত…?
৩। কত ইঞ্চি গভীরে মেয়েরা তাদের যৌনিতে ব্যথা অনুভব করে ….?
৪। যৌনির কত ইঞ্চি গভীর পর্যন্ত মেয়েরা যৌনতৃপ্তি পায়….?
৫। লিঙ্গের পারফেক্ট সাইজ কত (সর্ব নিম্ন বা সর্বোচ্চ নয়)..?
কোনও প্রশ্নেরই নির্দিষ্ট কোনো উত্তর নেই।
আমার বয়স ২১. আমার অন্ডোকোস ১টা।ডান পাসেরটা উপরে উঠে আছে। আমার কোনো ব্যাথা হয়না। এটা নামানোর উপায় কি। এর জন্য কোনো ঔষুধ আছে কী? দয়া করে যানাবেন। আমি খুব টেনসনে আছি।
অপারেশন করার দরকার হবে কি না, বা না করলেও কোনো সমস্যা হবে কি না–ডাক্তার দেখিয়ে পরীক্ষা করতে হবে।
আমার বা পাশের অন্ডকোষ হস্তমৈথুন করলে উপরের দিকে উঠে আসে , অন্ডকোষ এর থলি থেকে বেরিয়ে যায় , এখন আমার করণীয় কি
ব্যথা না হলে সমস্যার কিছু নেই।
স্যার , আমার বয়স 22। আমার বাম পাশের অন্ডোকোজ টা স্বাভাবিক এর তুলনায় ছোট এবং এর রগ টা একটু ফোলা গুটি গুটি ভাব।কোন রকম ব্যাথা নেই।মাঝে মাঝে হালকা ব্যাথা করে ।আমি বিবাহ করতে ভয় পাচ্ছি ।এর জন্য আমি কি করতে পারি ।
বিয়ের আগে একবার ডাক্তার দেখিয়ে সব চেকআপ করিয়ে নেবেন।
আমার ডান পাশের অন্ডকোষ বাম পাশেরটার চেয়ে বড় বাম পাশেরটাতে মাঝে মাঝে হালকা ব্যথা করে। এখন আমার করণীয় কি প্লিজ বলবেন।
ব্যথা হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত।
৪০দিন হবে আমার যে সমস্যা।আমার অন্তথলি ভারী মনে হয় এবং ফোলা মনেহয় সাথে লিঙ্গ ছোট হয়ে যায়।মাঝে মাঝে লিঙ্গ ঠিক হয় আবার ছোট হয়ে যায়।লিঙ্গ শক্ত হয়ে নীচের দিকে টেনে ছোট হয়ে যায়।এ জন্য আমি কি ডাক্তার দেখাবো একটু জানাবেন
আামার vericocele problem এটা প্রায় ১বছর যাবৎ। বহু এলোপ্যাথিক ও হোমিও ডাক্তার দেখিয়েছি কোন কিছুতে ঠিক হচ্ছে না প্রচুর ব্যাথা করে ডান সাইডে আমি এখন কি করতে পারি?
Sir আঘাতের ফলে আমার অনডো খুব বেথা কী করবো বলো
আমার টনসিল ফোলার পর একটা অন্ডকোষ বড় হয়ে যায়।ডাক্তার দেখালে উনি একটা মেডিসিন প্রেসক্রাইব করেন। ওই মেডিসিনটা কয়েকদিন কনটিনিউ করার পর যে অন্ডকোষ বড় হয়ছিল ওইটা ছোট হয়ে যায়।এখন আমি কি করতে পারি??
স্যার আমার ডান অন্ডকোষের শিরায় মাঝে মাঝে হাল্কাভাবে ব্যাথা করে। এটিকে ইচ্ছা করলেই হাত ছাড়াই উপর নিচ করা যায়। এতে কি আমার সমস্যা হবে কিনা।
স্যার আমি একটা রোগ এ আজ ১০বছর থেকে বোগছি কাউকে বলতে পারতেছিনা আর দেখাতে পাটতাছি না ডাক্তার কে বলে অনেক ঔষুধ খাইছি বাট কমেনি আপনি একটা সমাধান দিবেন আসা করি আমার লিঙ্গ অনেক ছোট তার পরেও আমি খুশি বাট…আমার অণ্ডকোষ দুইটাতে অনেক সমস্যা প্রথমে বিচি বিচি দুইটা গুটা হয় পরে আস্তে আস্তে সারা অণ্ডকোষ এর সাইড বিচি মানে গোটায় বড়া আর সেই গুটা গুলা হটাৎ পাকে আর ব্যাথা করেনা দেখতে খুব বাঝে লাগে অনেক বড় বড় হয়ে গেছে এই গুটা গুলা প্লিজ সার আমাকে একটা সমাধান দিন
আমার ভেরিকুসিল হয়েছে। এইটা কি অপারেশন করা লাগবে নাকি ঔষধ খেলেই ঠিক হয়েযাবে।।আর বাংলাদেশে অপারেশন করালে কত খরচ হবে।
আমি যখন প্রসাব করতে যাই তখন দেখি আমার অন্ডকোষ দুইটা ভিতরে লরালরি করে?
আমি জানতে চাই এটা কি কোন সমস্যা?
আমার বয়স ২২ বছর। আমার বাম অণ্ডকোষ এর উপরের দিকে গত ৩দিন যাবত ব্যাথা হঠাত করে। প্রথম
দিন তলপেটের বাম পাশেও ব্যাথা ছিল।
হাটাহাটি করলে ব্যাথা লাগে সামান্য। আবার যখন হাত দেই তখন ব্যাথা লাগে। কোন রকম স্পর্শ না লাগলে ব্যাথা বোঝা যায় না। এটা কি ধরণের সমস্যা হতে পারে?
স্যার আমার ছেলের জম্নগ্রহন করার সময় ওর অন্ডকোষ একটি ছিল .কিছু দিন পরে দেখলাম ওর পায়ের রানের গোরায় ফুলা দেখাচ্চে ,পরে ডাক্তারের কাছে নিয়ে যাই , ডাক্তার পরিক্ষা করে দেখে ওর ১ টি অন্ডকোষ রানের উপর ঐ ফুলা জাইগাতাতে আছে , তখন ওর বয়স ৩ মাস , ডাক্তার বলল ৬ মাস পর্যন্ত দেখতে ওইটা অটোমেটিক নামতে পারে .আর না নামলে অপরেসন করতে হবে , এখন ওর ৬ মাস রানিং , ২ মাস আগে থেকেই ওর ঐ রানের ফুলা টা
আর নাই , অন্ডকোষ টাও নিচে নামে নাই ….তাই ই করনিও দয়া করে বলবেন ..আর এই রোগের জন্য আপনার জানামতে ভাল চিকিৎসা হয় কথায় দয়া করে বলবেন
আমার বাচ্চার বয়স ২ মাস কিন্তু তার অন্ডকোষের সাথে কি যেন একটা দেখা যায় টিউমারের মত কি করলে এটা যাবে দয়াকরে উওর দিন
নিশ্চিত না হয়ে তো কিছু করা যাবে না। এক্ষেত্রে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাতে হবে।
আমার বাম অন্ডকোষের চেয়ে ডান অন্ডকোষ একটু বড় হয়ে গেছে,হালকা ব্যাথা করে।
এমতাবস্থা, কোন ধরনের ডাক্তার দেখাবো? যৌন রোগ বিশেষজ্ঞ নাকি অন্য?
আমার লিঙ্গের এবং আন্ডাকোষর চামড়ার উপর দুই তিন জায়গায় এক ধরনের সাদা রস বের হয় যখন ওই জায়গা গুলো হাতে করে টিপি তখনি বের তাছাড়া বেরোই না তবে ব্যথাও হয় না চুলকাইও না আর এমন কয়েক বছর ধরে হচ্ছে। এটার কারন জানতে পারি ???
স্যার, আমার অন্ডকোষের থলির বর্হিভাগ এ ছোট অনেক ব্রনের মত গুটি হয়েছে।ব্যাথা করে না বা চুলকায় ও না। একটু বড় হয়ে চাপ দিলে সাদা গাজ বের হয়।
কিভাবে এগুলো পুরোপুরি দূর করতে পারি জানালে উপকৃত হব।
আমার বয়স ১৫।আমার অন্ডকোষের চামড়া একটু কেটে ১\২ ফোটা রক্ত বের হয়েছিল।এর কারণে কী কোন সমস্যা হবে?
চুলকানি এলার্জি বা চামড়া শুষ্ক হয়ে ফেটে যাওয়ার কারণে এমন হতে পারে। সমস্যার কিছু নেই। তবে গোসল করে ভালো লোসন মাখতে পারেন।
স্যার আমার বয়স ২৩ বছর।আমার ডান পাশের অন্ডকোষ বামপাশের অন্ডকোষ থেকে বড় কিন্তু ব্যথা নেই। এটা কি কোনো সমস্যা? আর যখন স্বপ্নদোষ হয় তখন লিঙ্গ ব্যথা করে এটা কি কোনো সমস্যা দয়া করে জানালে উপকৃত হবো।
amr ta samnno coto bichi ta tumar moto mona hoi kharala boro hoi kono pbl hoba ki marrige korta
স্যার আমার অন্ডকোষের থলির ভিতরে অন্ডকোষ বা টেস্টিসের পাশে একটা বড় নরম মাংস হয়েছে যার ভিতর নিচ থেকে আলো ধরলে পানির মত বুঝা যায় এবং লাল দেখায় ওটাতে আঘাত লাগলে প্রচুর ব্যাথা পাওয়া যায় অন্যথায় কোন ব্যাথা নাই।
এর জন্য আমি কি করতে পারি এবং কোন ডাক্তার ও কোন বিশেষঙ্ঘ ডাক্তার দেখাব একটু বলবেন।।।
স্যার, আমার অন্ডকোষের চামড়ায় ছোট্ট ছোট্ট
কয়েকটি শক্ত গোটা হইছে। স্যার আপনাকে দেখাতে চাই। কিভাবে বা কবে যাব মেইল এ জানাবেন স্যার।
ব্যথা বা চুলকানি না হলে সমস্যা নেই। আর যদি সেরকম হয় তাহলে ডাক্তার দেখাবেন।
আসসালামুআলাইকুম স্যার কেমন আছেন? আশা করি ভালো আছেন? আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন!! যদি দয়াকরে এর একটা সমাধান দেওয়া যায.আমার বয়স ১৭ বছর!! আচ্ছা প্রায় অনেক থেকে আমি হস্তমৈথুন করতাম,,, হঠাৎ আমি হস্তমৈথুন করা ছেড়ে দেয়!! এবং আমার অন্ডকোষের ভিতরে ডান দিকের রগ গুলো পুলে যায় এবং অন্ডকোষ জুলে যায়। এবং শুক্রাশয় গুলো ব্যথা করায়!! এবং আরেকটা সমস্যা চা দোকানে যখন কারীগর রুটি অথবা পরটা বানায়, রুটি এবং পরটা বানানো সম্পর্ন হলে অবশিষ্ট কিছু খামীর তথা রুটির কাই লেকে থাকে। উনারা তখন পানিতে ওগুলো বিজিয়ে রাখলে যে রকম হাত দিয়ে ঘষা দিলে ঐ। খামীর গুলো ওঠে যায়,,, এই রকম আমার অন্ডকোষ থেকে চামড়া গুলো পানিতে বিজলে ওঠে যায় এবং অনেকটা শ্বেতশ্বেতে হয়ে গেছে,, রক্ত চলাচল। করার শিরা গুলো দেখা যায় এই সমস্যার সমাধান কি দয়াকরে বলবেন???
আপনি আপাতত একজন ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিন।
আমার বয়স ২৫। আমার বাম পাশের ভেরিকশিল সমস্যা। কোন ধরণের বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো???
ইউরোলজিস্ট দেখাতে পারেন।
আমার ডান অণ্ডকোষ টি অনেক আগেই ঘুরে গেছে। আর স্পারমাটিক কর্ড অন্ডথলির ভেতরে জমা হয়েছে। এবং কয়েক দিন ধরে খেয়াল করলাম বাম অন্ডকোষের স্পার্মাটিক কর্ড ও অন্ডথলির ভেতরে জমা হয়েছে।
দয়া করে এর প্রতিকার কি জানালে উপকৃত হব।
ডাক্তার দেখাবেন।
আমার বয়স ২৩। আগে খেয়াল করিনাই কিন্তু এখন দেখি আমার অণ্ডকোষ একটা। খুব টেনশন হচ্ছে। আমার কোন ব্যথা করেনা। এটা কি কোন সমস্যা করবে?
ব্যথা না হলে সমস্যা নেই। তবে একবার ডাক্তার দেখিয়ে সব চেকআপ করিয়ে নিতে পারেন।
আমার অন্ডকোষে প্রচুর চুলকায়।চুলকায়লে মরা চামড়া উঠে।এত্য চুলকানী হয় যে সহ্য করতে পারি না।এই অবস্হা প্রায় ২ বছর ধরে চলছে।এই চুলকানী থেকে পরিত্রান পাবার উপায় কী?
পরিষ্কারপরিচ্ছন্ন থাকাটাই মূলত চুলকানি এড়িয়ে চলার প্রধান উপায়। তবে আপনার চামড়ায় ইনফেকশন আছে কি না, সেটা পরীক্ষা করতে ডাক্তারের কাছে যেতে হবে।
সার আমি যখন ছোট ছিলাম তখন আমার বাম অণ্ডকোষ ফুলে অনেক বাথা হয় ছিলো তার পর বাথা কমতে থাকে ফোলাও কমতে থাকে কমতে কমতে অণ্ডকোষটা নাই হয়ে গেছে বাথা আর হয়নি। বেশকিছু দিন হলো আবার ডান অণ্ডকোষটা বাথা করছে ফোলে নি কিন্তু শক্ত হয়। আবার দেখি বাম পার উরু তে রগের মতো ফোলা এখন আমি কি করতে পারি আমার বয়স এখন ২৫ বছর।
স্যার আমার অন্ডকোষের চামড়ার উপর কালো কালো স্পট অথাৎ চামড়া শুষ্ক। এখন আমার করনীয় কি??
চুলকানি বা ব্যথা না থাকলে সমস্যা নয়। এমনিতে লোশন ব্যবহার করতে পারেন।
স্যার আমার বা পাশের অণ্ডকোষ টা অনেক আগে থেকে ই একটা গুটি ছিল আমি যখন 17 সালেও এটা খেয়াল করি। এটার আকার যেরোকম ছিল সেরকমই আছে। আর সমস্যা হলো আমার বা পাশের অণ্ডকোষ টা একটু ঝুঁকে থাকে ডান পাশের টা থেকে। কিন্তু আমার ওই গুটি টা বা পাশের অন্ডকোষের সাথেই সংযুক্ত এবং অন্ডোকোষ যেমন হালকা চাপ দিলে ব্যাথা করে তেমনি ওটাও হালকা চাপ দিলে ব্যাথা করে এবং ওটার জন্য বা পাশের অন্ডকোষের শিরাগুলো ডান পাশের অন্ডকোষের তুলনায় একটু বেশি ই মোটা। তবে আমার অন্ডকোষে কখনো ফুলে যাওয়া বা পানি জমা বা ঐতার কারণে ব্যাথা করা এমন কোনো সমস্যা হয়নি এখনও। সবার থেকে আলাদা হবার কারণে আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম এটা কি স্বাভাবিক?
সার কিছুদিন আগে হঠাৎ আমার ডান পাশের অণ্ডকোষটা ব্যাথা করাইছিল পরে ঠিক হয়ে গেছিল কিছুদিন পর দেখি ডান পাশের অণ্ডকোষটি বামপাশের চেয়ে অনেকটা বড় হয়েছে এবং ডান পাশের অণ্ডকোষটি বামপাশের চেয়ে উপরে উঠে গেছে,তবে ব্যাথা ছিলনা তারপর আমি হাত একটু হালকা ধরে দেখি ধরার পর থেকে একটু হালকা ব্যাথা অনুভব করতেছি, এখন আমার একটু ভয় হচ্ছে আপনি যদি দয়া করে একটু সমাদান দিতেন
Sir amar Dan diker ondokuser upore akta Coto sokto gutar moto lage atodin upore cilo kintu akon koekdin jabot dekteci ondokuser vitordike duktece temon veta Korean tobe majemodde akto akto veta kore.akon ami ki korbo.amar age 28
ডান অন্ডকোষের সাথে নরম গোল জোড়া লেগে আছে। এটা কোনো বড় সমস্যা
নরম গোল জোড়া – এটা ঠিক বোঝা গেল না।
উত্তেজিত অবস্থায় পেনিস দাড়ালে ব্যথা হয় । কিছু দিন পর লক্ষ্য করলাম পেনিসের আগা ডানে বাকা হয়ে গেছে । এটা কি রোগ জানাবেন। পতিকারের উপায় কি?
না, তবে মাত্রাতিরিক্ত করলে দুর্বল হয়ে যেতে পারেন।
অন্ডকোষের ওপরের দিকে গুটির মত কিছু একটা অনুভব হচ্ছে। চাপ দিলে ব্যাথা লাগে।কি করতে পারি?
ডাক্তার দেখাতে হবে।
স্যার, আমার অন্ডকোষেে মশা কামড়ালে যেমন লাল হয়ে যায় ঠিক তেমন দুই থেকে তিনটা দানার মত উঠে কয়েকমাস হল খুব চুলকায় অসহ্যলাগে এখন একমাস যাবত দানা আরও বেশি হয়েছে আমি দৈনিক গোসল করি পরিসকার থাকি এখন কি করনীয় চুলকানী বেড়েই চলছে সমাধান কি।
আমার বয়স 19+
এখনো বিয়ে করিনি। কিছুদিন হলো লক্ষ্য করছি আমার ডান পাশের অন্ডকোষ আকারে বড় হয়ে গেছে। এটা কিসের লক্ষণ? বড় কোন অসুখের পূর্বাভাস নাকি? আর এর থেকে প্রতিকার পাবো কিভাবে? বিস্তারিত বললে চিরকৃতঞ্জ থাকবো। প্লীজ উত্তর দিবেন।
স্যার কিছু দিন যাবত আমি আমার বাম অন্ডকোষ টা একটু ছোট অনুভব করি। আর বাম অন্ডকোষের নিচে কিছুটা পেচানো কিছু অনুভব হয় ধরলে যেমনটি ডানটিতে নাই । দাড়িয়ে থাকলে বশি মনে হয়। শুয়ে থাকলে তেমন মনে হয় না।। তবে কোন ব্যাথা বা কোন খারাপ লাগে না।। একটু সমাধান দিবেন প্লিজ।।
স্যার আমার বয়স 18
আম্মুর কথা মতে জন্মের পর থেকে আমার বাম পাশের অন্ডকোষটা নেই,বুঝ হওয়ার পর থেকে এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছি,কনফিডেন্স হারিয়ে ফেলছি,নিজে নিজে ইউটিউব দেখে পরীক্ষা করলাম বাট কোথাও অন্ডকোষটার থাকার লক্ষন দেখি নেই(ডানপাশেরটার উপরে নালির সাথে 0.5 cm এর মতো একটা বিচি আছে ঐটা কী অন্ডকোষ হতে পারে?) Undescended testicle থেকে কী ভবিষ্যতে কোনো প্রবলেম বা ক্যান্সার হতে পারে?এমনি আর কোনো প্রবলেম এখনো দেখে নেই।আর আমি কী ছেলে মেয়ের বাবা হতে পারবো?এডভান্স ধন্যবাদ
স্যার আমি যৌন উত্তেজনা বসত কখনো কখনো মাস্টারবেশন না করলে অন্ডকোষ বেথ্যা করে কিন্তু মাষ্টারবেশন করলে ঠিক হয়ে যাই,,,,এইটা কি কোন বড সমস্যা,,,,
আর গত একদিন ধরে বাম অন্ডকোষে কিছু এক্টা ফিল হচ্ছে বেথ্যা না, কিন্তু নর্মাল ফিল হচ্ছে না মানে ধরে আছে কেমন জানি ,,,,
আমার বয়স 25
আমার বাম পাশের অন্ডকোশ থেকে ডান পাশের অন্ডকোশ টি বড়ো মাঝে মাঝে খুব ব্যাথা হয়।
বাম পাশের অন্ড কোশেব় সিরা এবং ডান পাশের সিরা মোটা বআর ব্যাথা হয়।এর করোনীয় কী।
বয়সঃ-২১ বছর
স্যার আমার কোমরের পিছনে ডান পাশে ব্যাথা হয় সেই সাথে তলপেটে ডান দিকের বড় শিরায় ব্যাথা হয় যেটা ডান অন্ডকোষে গেছে । শুধুমাত্র ডান অন্ডকোষে ব্যাথা করতেছে গত ২/৩ মাস থেকে। আর ডান অন্ডকোষ বামের টা থেকে একটু বড় হয়ে গেছে। হাত দিয়ে ধরলে ব্যাথা বুঝা যায় এমনিতে চিন চিন ব্যাথা হয়। আর দুই হাটু ভাজ করে(সুন্নতি) বসার ৫/১০ মিনিটের মধ্যেই ব্যাথা শুরু হয়ে যায়।আর ডান পায়ের হাটুর উপর পর্যন্তও ব্যাথা মাঝেমধ্যে হয় ।বেশির ভাগ সময় রাতে বেশি ব্যাথা করে। বাম দিকে কোন সমস্যা নেই। দয়া করে আমায় ভালো পরামর্শ দিন আর কোন ধরনের ডাক্তার দেখাতে হবে..?
স্যার ” আসসালামু আলাইকুম! আমার বয়স ২৩ মাঝে মাঝে আমার খুব উত্তেজনা উঠে যখন আমি কিছু না করি হঠাৎ আমার ২ অন্ডকোষের মধ্যে নিজ নিজ অন্ডকোষের রগ গুলা ফুলে এছাড়াও এমনিতে ফুলে যায় সাথে তোল পেটে মোটামুটি ব্যাথা করে অসস্থি অনুভব করি! অন্ডকোষের মধ্যে রগ গুলা ফুলে থাকে! আবার ও হঠাৎ ঠিক হয়ে যায়! প্রসাবের সময় শরীর ঝারি দেয় তবে বুঝা যায় না কিছু বের হয়। আমাকে সাহায্য করবেন পরামর্শ দিয়ে ।
আমি অনেক হস্তমৈথুন করতাম। এখন আমার বীর্য পাতলা হয়ে গেছে। পায়খানার আগে পরে কুস্তনি দিলে বীর্য বের হয়। যার ফলে শরীর নষ্ট হয়ে যাচ্ছে। কোমরে অনেক ব্যথা অনুভব করি। আমার স্বপ্নদোষ হয় না। এখন কি করবেন?
স্যার,
আমার দুইটি অন্ডকোষ দিন দিন বড়ো হয়ে যাচ্ছে এবং অনেকটা ঝুলে আছে,দুইটি অন্ডকোষ একি রকম নয়,একটি ছুট একটি বড়। এতটাই ঝুলে আছে যে পেনিস থেকে বড় দেখায়।এইটা কি কোন সমস্যা?
হস্তমৈথুন করার অভ্যাস আছে?
আমার টেস্টিসে প্রভলেম:
আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট নিচে দিলাম..
Findings:
Both testes and epididymeses appear normal in size, shape and chotexure.
Rt testies: (3.6 * 1.9) cm, Lt testies: (3.6*2) cm
Blood flow is normal in both testies on Doppler flow sutdy.
No focal lesion is seen in testicular parenchyma.
A cystic area is seen in Rt epididymis, measuring about (4.8 * 4.6) mm.
Mild collection is seen in both hemiscrotal sacs (minimal on Rt side and relatively more on Lt side).
Scrotal wall appears normal
No enlarged lymph node or herniated structure is seen in inguinal regions.
comments: 1. Rt epididymal cyst
2. Bilateral mild hydrocele (minimal or Rt side).
করণীয় বর্জনীয় কি স্যার একটু জানাবেন। এন্টিবায়োটিক আর ব্যাথার ঔষুধ দিয়েছি ডাক্তার… খাওয়ার পর দেখতেছি ডানপাশের একেবারে উপরে ওঠে গেছে… বাম পাশেরটা নিচে নেমে গেছে। একটু একটু ব্যাথা লাগে.. যখন হাটি।
আর হস্তমৈথুন বা সেক্স করার কোনো সুযোগ নাই.. এমনিতে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়….. বিশেষ করে ডিম বা মাংস জাতীয় কিছু খাওয়ার পরের দিন।
আমার অনেকদিনযাবত হস্তমৈথুনের অভ্যাস ছিল।গত২ মাস হল আমি হস্তমৈথুন ত্যগ করি। কিন্তুআমি লক্ষ করলাম আনার বম পাশের অন্ডকোষেের নিছে ছোট বিচির মত কি একটা কিন্তু ব্যথা নাই। আগে আমার অনেক যৌন তাড়না কাজ করত কিন্তু এখন হথদিয়ে না নাড়ানো ছাড়া আমার লিঙ্গ উত্থানহয় না। আমার বয়স ২৪। দয়াকরে জানালে উপকৃত হব
স্যার আমার অন্ডকোষ চুলকাচ্ছে ২ ধরে
এটি কি কো সমস্যা??
স্যার আমার বয়স ২০ বছর… আমার বাম অন্ডকোষে গোটার মত দেখা দিছে… কোনো ব্যাথা কিছুই নাই… শুধু মাত্র গোটা হয়ে আছে… তেমন বড় ও না…. এর কি কোনো সমস্যা হবে
আমার বাম অন্ডকোষ মাঝে মাঝে ব্যাথা হয় ব্যাথার সময় সীমা 25 30 সেঃ তার আগে গাছে উঠে ব্যাথা পেয়েছিলাম ঐ কোষ এখন করনীয় কি।
আমার ডান অন্ডকোষটি অস্বাভাবিক । প্রায় ছোটখাটো একটা আপেলের মতো । রগটাও ফুলে গেছে । কোন ব্যাথা নেই । ৪ বছর ধরে এই সমস্যা । লজ্জায় কাউকে বলিনি । Please Help
আমার অন্ডকোষ এর ভিতরে ছোট্ট ছোট্ট বিচিব় মতো কি?
অন্ডকোষ ঝুলে যাওয়া এইটা কোনো প্রবলেম কি?
আমার অন্ডোকোষের ডান পাশে একটি মারভেলের মতো কোনো ব্যথা হয়না
আমা ডান পাষের অন্ডোকোষেরর সাথে একটি মাভেলের মতো এটাকি
আমি প্রায় ১৫ দিন নিয়মিত হস্তমৈথুন করেছি।এখন আমার বাম পাশের অণ্ডকোষটি ডান পাশের টার তুলনায় একটু নিচে ঝুলে গিয়েছে।কোন প্রকার ব্যথা নেই…আলহামদুলিল্লা। তবে এই এক পাশেরটা ঝুলে যাওয়া কী কোন সমস্যা?যদি সমস্যা হয়ে থাকে তাহলে এর প্রতিকারের ঘরোয়া কোন পদ্ধতি আছে কী না একটু বলবেন।অনেক দুশ্চিন্তায় আছি
স্যার,আমার ২ পায়ের অন্ডকোসের সাইটে দাওদ এর মতো চুলকানি হয়েছিলো সেগুলো মলম লাগিয়ে ভালো হয় ঠিকি। কিন্ত, ঐ চুলকানি জায়গা গুলোর নিচে কেমন জানি ছোট ছোট গোটা হয়েছে। এবংকি অন্ডকোসের চামড়ার ভেতরেও ২/১ টা হয়েছে। এগুলো খুব অসহ্যকর। বিশেষকরে অন্ডকোসের ভেতরে গোটাগুলো মাঝে মাঝে একদম কামড় দিয়ে উঠে। এবং পায়ের গোটাগুলো হালকা চুলকায়। এ থেকে নিরাপদ পেতে কি করতে পারি?
অন্ডথলির চামড়া দীর্ঘদিন ধরে ধীরে ধীরে সাদা হচ্ছে এবং ক্রমান্বয়ে বিস্তৃতঃ হচ্ছে। করণীয় জানালে উপকৃত হতাম।
আমার অন্ডকোষ এর নিচে ছোট ছোট অনেক গুটি গুটি। মাঝে মধ্যে চুলকাই কোন ব্যাথা হয়না। এখন কি করতে পারি?
অন্ডোকোষের চামড়ার নিচে ফোড়ার মত সাদা ছোট ছোট গুটির মত হইছে কয়েকটা। চুলকায়না ব্যাথাও নাই। কি করতে পারি
ডাক্তার স্যার আমার বাম পাশের অন্ডকোষের উপরের দিকে ছোট গুটির মতো আাগে ছিল না কিছুদিন যাবৎ ধরে। চাপ দিলে কোনো ব্যাথা লাগে না তবে কি রকম যেনো রগের ভিতর দিয়ে উপরের দিকে একটা এ মানে অন্ডকোষে চাপ দিলে যে রকম হয়।এটা কি কোনো সমস্যা। কি করবো এখন প্লিজ ডাক্তার স্যার বলেন….
এটা কি কোনো সমস্যা নাকি এমনি…
আমার বয়স 18 বছর।।আমার দুই অণ্ডকোষ এর নিচে দুটি গুটি অনুভব করছি হাত দিলে । কোনো ব্যাথা নেই । কি করতে পারি??
স্যার আমার বয়স ২১ বছর। আমার অনেক দিন আগে টনছিল গ্লান্ড ফুলেছিল গলা ফুলে অনেক ব্যথা হয়েছিল। সেই সাথে ডান অণ্ডকোষের পাশের ভেইন গুলো সক্ত হয়েছিল। কিন্তু অন্ডকোষ এ বা ভেইন এ কোনো ব্যথা হয় নি। ঔষধ খেয়ে আমার টনছিল এর সমস্যা দূর হয়ে যায়। এর কিছু দিন পরে আস্তে আস্তে ডান অণ্ডকোষটি অস্বাভাবিক ভাবে ছোট হয়ে যায়। এখন ও ছোট। কিন্তু ব্যথা নেই। কিন্তু এতে কি আমার ভবিষ্যতে কোন ক্ষতি হতে পারে।
অন্ডকোষ ছোট হয়ে যাওয়ার কারণ কি?
এর প্রতিকার কি please! বলবেন
একটি ছোট একটি বড় স্বাভাবিক ব্যাপার। ক্ষতির কিছু নেই। তবে বেশি ছোট হয়ে গেলে ডাক্তার দেখাতে হবে।
লিঙ্গের নিচের শিরা / রগ দলা পাকানো ৩টা।কোন ব্যাথা বা সমস্যা অনুভব করছি না।বয়স ৩০অবিবাহিত। এটা কি পেনিস ভেরিকস? এ ব্যাপারে পরামর্শ আশা করছি।
আজ প্রায় দুই বছর যাবৎ আমার দুই অন্ডকোষের নিচে চর্বি মতো নরম করে ধরা যার এবং সবসময় ব্যাথা অনুভব করে। কিন্তু ধরে চিব দিলে কোনো ব্যাথা হয় না শুধু ভিতরে ব্যাথা অনুভব লাগে। আর হোমিও প্যাথিক এর পরামর্শে হোমিও ওষুধ খেয়েছি এবং এখনো খাইতেছি কিছুতা ব্যাথা কমছে।কিন্তু চর্বিটা আগের মতো আছে এবং বড় বড় লাগে। তাই আমি খুব চিনতাই আছি। দয়া করে আমায় একটু পরামর্শ দিন।
ব্যথা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন।
স্যার আমার অন্ডকোষ একটা সামান্য ছোট এবং একটা বড় এখন আমাকে ঘরোয়া পদ্ধতিতে ভালো করার উপায় বলেন
স্যার হোমিওপ্যাথিক ডঃ আর এলোম্যাটিক ডঃ দেখাইছি, তারা বলে ওষুধ খাইলে ব্যাথা এবং চর্বি মিলে যাবে, কিন্তু স্যার কিছুই ভালো হচ্ছে না। আমার খুব ভয় লাগছে স্যার। আপনার যদি পারেন আমাকে কিছু ওষুধ লিখে দেন আর আপনার নাম্বারটা পেলে খুব ভালো হবে স্যার। ধন্যবাদ স্যার ভালো থাকিছ।
স্যার হোমিওপ্যাথিক ডঃ আর এলোম্যাটিক ডঃ দেখাইছি, তারা বলে ওষুধ খাইলে ব্যাথা এবং চর্বি মিলে যাবে, কিন্তু স্যার কিছুই ভালো হচ্ছে না। আমার খুব ভয় লাগছে স্যার। আপনার যদি পারেন আমাকে কিছু ওষুধ লিখে দেন আর আপনার নাম্বারটা পেলে খুব ভালো হবে স্যার। ধন্যবাদ স্যার ভালো থাকিছ।
স্যার আমার ছেলের বয়স ৬ বছর জন্ম থেকেই অণ্ডকোষ দেখা যায়নি।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা:লোকমান হোসেন চৌধুরী কে দেখালে।আল্টা করে উপরে পাওয়া যায়। কিন্ত ২ বার অপারেশন করিয়েছি তারপরও জায়গামত আসেনি। এখন আমার কি করনিয় দয়াকরে জানাবেন।
স্যার,
আমার ছোট বেলা থেকেই একটা টেস্টিস !
স্যার আমি কি নরমাল ভাবেই সব কিছু করতে পারবো?
আমার বয়স 24 বছর!
প্লিজ স্যার জানাবেন প্লিজ
আমার ডান পাশ থেকে বাম পাশের অন্ডকোষ একটু ঝুলে আছে
এর আগে কোন দিন সমস্যা হই নাই
আজ হটাত বেথা করছে
আমি হস্তমইথুন তেমন করি না
পেনিস উত্তেজিত হলে মাঝে মাঝে করি
তলপেটে পেনিস এর গোড়া থেকে ১” উপরে বেথা করছে
প্রসাব ক্লিআর হচ্ছে না
পায়খানা তে আম এর সমস্যা আছে
বাম পাশে বেশি বেথা
একদম হাল্কা পরিমান বেথা কিন্তু সাভাবিক না
এটা কি বড় কোন সমস্যা??
আর কি করতে হবে দয়া করে বলবেন
আমার অন্ডকোষের উপরে লিঙ্গের বাম পাশে ফুলা ৭/৮ বছর ধরে দেখতেছি।কোন ব্যাথা লাগিনি এতদিন।কিন্তু মাস খানিক ধরে ব্যথা করতেছে। সহবাস করার সময় মনে হলো একটু চাপ লাগলো। তারপর থেকে ব্যথা মাঝে মাঝে কমে আবার বাড়ে। প্যান্ট পরলে বেশি ব্যথা করে। লুঙ্গি পড়ে থাকলে ব্যথা কম অনুভব হয়। এখন আমার কি করণীয়
আমার বাম অন্ডকোষ গতকাল থেকে ব্যাথা করছে।মানে আমি একটু নড়লেই অইটা ব্যাথা করছে।আর নয় ব্যাথা করছে না।গত এক বছর আগেও এধরণের সমস্যা হয়ছিল।তবে দুইবার ই এমন হওয়ার আগে আমার জ্বর ছিল।তখন আমি প্যারাসিটামল খায়।তবে এখন জ্বর নেই।চট্টগ্রাম এ ভালো একজন ডাক্তার সাজেস্ট করুন।
স্যার,
আমার বয়স ৩৫ বছর। আমার সমস্যাটা হল,শীতকাল আসলেই আমার অন্ড়কোষে ছোট ছোট বিচি হয়ে চুলকায় আর চামড়া উঠে যায়। আরার শীতকাল চলে গেলে গরমকালে ভাল হয়ে যায়।এটার জন্য কি মলম ব্যবহার করব? অনুগ্রহপূর্বক পরামর্শ দিবেন।
স্যার।
আমার অন্ডকোষ ডান পাসে বিজ বড় জুলে গেছে সাথে একটা গুটি বের হয়ছে ১ বছর হয়ে গেলো ভালো হয় না কি কি টেবলেট খাবো
স্যার আমার অন্ডোকোষে দুইটা অন্ডকোষ ছাড়া ভিতরে আরেকটা ছোট গোলাকৃতি অনুভূত হচ্ছে এটার জন্য আমি কি করতে পারি
আমার বামদিকের অন্ডকোষে ইদানিং ব্যাথা অনুভব করছি। লজ্জায় বাবা মাকে কিছু বলতে পারছি না। সমস্যাটা হস্তমৈথুনের পর হয়েছে। ব্যাথা তেমন বেশি না। হালকা হালকা এবং মাঝে মাঝে। অন্ডকোষের চারপাশে মনে হয় দলা পাকিয়েছে। এর কি কোন ঘরোয়া সমাধান আছে? আমি হলুদ গুড়া পানিতে মিশিয়ে পর্যন্ত খেয়েছি। আচ্ছা এই রোগের জন্য কোন ধরণের ডাক্তার দেখাতে হবে?
আমার অন্ডথলি ফোলা ও ভারী মনে হয়।মনে হয়ে এটিঅনেক বড় হয়ে ঝুলে গেছে। ঘুম থেকে উঠলে আবার জমাট থাকে। এটা কি কোনো সমস্যা।
আমার ভেরিকোসিল গ্রেড ২ , ডাক্তার ২ মাস ডেফলন ১০০০ খেতে বলছে , এক মাস খাইছি র খাওয়া চালিয়ে যেতে আছি , এই ওষুদের মাধ্যমে গ্রেড ২ কি ঠিক করা যাবে না অপারেশন করা লাগবে , নাকি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবো