সমস্যাঃ আমার বয়স ২৪ বছর, ওজন ৪৮ কেজি। অবিবাহিত। ২০০১ সালে আমার যক্ষ্মা হওয়ায় তখন টানা সাত মাস ওষুধ খেয়ে আমি ভালো হই। সাত মাস পর আবার কাশি শুরু হলে চিকিৎসক আমাকে কিছু টেস্ট করিয়ে যক্ষ্মা না ধরা পড়লেও আবার যক্ষ্মার ওষুধ খেতে দেন এবং চার মাসেও কাশির কোনো পরিবর্তন না হলে আমি অন্য চিকিৎসক দেখাই। তখন কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা ধরা পড়ে। তখন চিকিৎমকের পরামর্শে ছয় মাস ইনহেলার ব্যবহার করে সুস্থ হই। এর দুই বছর পর আমার কাশির সঙ্গে কিছুটা রক্ত এলে আমি চিকিৎসক দেখালে তিনি এক্স-রের রিপোর্ট দেখে বলেন, যক্ষ্মা হয়নি এবং কিছু ওষুধ দিলে ভালো হই। আমি লক্ষ করছি কয়েক দিন গলাব্যথা, সর্দি-কাশি হলে আমার কাশির সঙ্গে সকালে হঠাৎ এক-দুবার সামান্য রক্ত আসে এবং অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়ে যাই। আমার জ্বর বা অন্য কোনো উপসর্গ নেই এবং আমি ভালোভাবে পড়াশোনা করছি। আমার এটা কেন হচ্ছে এবং আমি কী করব জানালে উপকৃত হব।
সুলতানা, ময়মনসিংহ
পরামর্শঃ আপনি যক্ষ্মার চিকিৎসা করিয়েছেন কিন্তু শরীরের ওজন অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করেছেন কি না তা জানাননি। যদি সঠিক ওষুধ সঠিক মাত্রায় না হয় তবে ফুসফুসের যেখানে যক্ষ্মা হয় সেখানে পরবর্তী সময় কিছু স্থায়ী পরিবর্তন হয়। একে আমাদের ভাষায় পালমোনারি ফাইব্রোসিস বা ব্রংকিয়াকটেসিস বলে। এ রোগে আপনার বর্ণনামতো মাঝেমধ্যে কাশির সঙ্গে রক্ত যেতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই।
এ জন্য বুকের সিটিস্ক্যান করে দেখতে হয় যে ফুসফুসের ওই আক্রান্ত স্থানে এ ধরনের স্থায়ী পরিবর্তন হয়েছে কি না।
যদি এ ধরনের ব্রংকিয়াকটেসিস অথবা ফাইব্রোটিক পরিবর্তন দেখা যায় এবং সেটা যদি ফুসফুসের একটা নির্দিষ্ট স্থানে সীমিত আকারে থাকে, তবে স্থায়ী সমাধানের জন্য বক্ষ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে অপারেশনের মাধ্যমে স্থায়ী মুক্তি পেতে পারেন।
কিন্তু যদি উভয় ফুসফুসে থাকে এবং বেশি জায়গাজুড়ে পরিবর্তন দেখা যায়, তবে কনজারভেটিভ মেডিকেল চিকিৎসায় আপনাকে ভালো থাকতে হবে।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· মো· আলী হোসেন
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
সূত্রঃ প্রথম আলো, অক্টোবর ২২, ২০০৮
আরিয়ান হুসাইন
আমার অন্ডকোষএ চুল্কানি… অনেক চেষ্টা করি চুল্কাবোনা তবে তা ছাড়তে পারিনা… অনেক পরিস্কার থাকি তাও চুলকানি হই.. চুল্কাতে চুল্কাতে অনেক চুলে গেছে.. কি করতে পারি বা কি ওষুধ লাগাতে পারি জানাবেন
আলামিন
বাম সাইডে অন্ডকোষ প্রচন্ড ব্যথা হয় ডাক্তার দেখিয়েছি কিন্তু কমতেছে না। কোন ডাক্তার দেখাইলে ভালো হবে একটু বলবেন