আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে ও মোট শূন্য পদের সংখ্যা কতগুলো।
- Chief Data Officer: মোট শূন্য পদের সংখ্যা একটি।
- Head- Program management and Information Technology (IT): মোট শূন্য পদের সংখ্যা একটি
- Deputy Chief Technology Officer (Channels): মোট শূন্য পদের সংখ্যা একটি
- Deputy Chief Technology Officer (Digital):মোট শূন্য পদের সংখ্যা একটি
- Chief Information Security Officer: মোট শূন্য পদের সংখ্যা একটি
- Head- Digital Banking: মোট শূন্য পদের সংখ্যা একটি
বেতন?
Chief Information Security Officer ও Head- Digital Banking: এই দুই পদের জন্য বার্ষিক বেতন 50 থেকে 60 লাখ টাকা ধার্য করা হয়েছে।
Chief Data Officer, Head- Program management and Information Technology (IT) ও Deputy Chief Technology Officer (Channels): এই পদগুলোর জন্য বার্ষিক বেতন 40-45 লাখ টাকা ধার্য করা হয়েছে।
বয়সের ঊর্ধ্বসীমা
Chief Data Officer, Head- Program management and Information Technology (IT) ও Deputy Chief Technology Officer (Channels) এই পদে যে সমস্ত ব্যক্তিদের নিয়োগ করা হবে, তাঁদের বয়স 45 বছরের বেশি হলে, চলবে না। অন্যদিকে Chief Information Security Officer ও Head- Digital Banking, এই দুই পদে যাদের নিয়োগ করা হবে তাঁদের বয়স 55 মধ্যে হওয়া আবশ্যক।
বাছাই প্রক্রিয়া
- প্রাথমিক বাছাই প্রক্রিয়াটি করা হবে প্রার্থীর যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে যা প্রার্থীরা তাঁদের আবেদন পত্রের সঙ্গে জমা করবেন।
- প্রাথমিক বাছাই পর্বের শেষে যে সমস্ত প্রার্থীদের Personal Interview-র জন্য ডাকা হবে, তাঁদের সমস্ত নথিপত্র নিয়ে ইন্টারভিউতে আসতে হবে। সেখানে তাঁদের সমস্ত নথিপত্র যাচাই করে দেখা হবে।
- শূন্য পদের সংখ্যার উপর ভিত্তি করে প্রার্থীদের Personal Interview-র জন্য ডাকা হবে। যে সমস্ত প্রার্থীরা এই ইন্টারভিউতে সফল হবেন ও মেরিট লিস্টে উপরের দিকে থাকবেন তাঁদের এর পরের রাউন্ডের জন্য ডাকা হবে।
- অন্তিম বাছাই পর্বে যে সমস্ত প্রার্থীরা ভাল ফল করবেন ও ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী শারীরিক ভাবে সুস্থ প্রমাণিত হবেন এবং নিয়োগের সমস্ত মানদণ্ড পরিপূর্ণ করবেন, তাঁদের নিয়োগ পত্র দেওয়া হবে।
- এখানে বলে রাখা ভাল যে তিন বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করবে IDBI ব্যাঙ্ক। পরবর্তীতে এই চুক্তি পাঁচ বছর পর্যন্ত বাড়ানোও হতে পারে।
- এই বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রার্থীরা IDBI ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট idbibank.in -এ লগ-ইন করতে পারেন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-29 11:31:10
Source link
Leave a Reply