হাইলাইটস
- বাথরুম, জুতো, ডাস্টবিনের দুর্গন্ধ দূর করার জন্য রাখা যেতে পারে চারকোল ব্যাম্বু ব্যাগ।
- জুতোর দুর্গন্ধ থেকে মুক্তি পেতে এটিকে সারারাত জুতোর মধ্যে রেখে দিন
শুদ্ধ বাতাস গ্রহণের গুরুত্ব সকলেরই জানা। বাড়ির অভ্যন্তরের বায়ু যাতে শুদ্ধ থাকে, তার জন্য এয়ার পিউরিফায়ার, ময়শ্চার অ্যাবসর্ভার, ডিহিউমিডিফায়ার বা কিছু গাছপালা রাখা যায়। এর ফলে মনোরম ও শুদ্ধ বাতাসের আনাগোনা বাড়বে। পাশাপাশি বাড়বে অক্সিজেনের পরিমাণও।
বাড়িতে রাখুন স্নেক প্ল্যান্ট
এই গাছটি বাতাস থেকে ফর্মালডিহাইড, জাইলিন, টলুয়েন অপসারিত করে। এই গাছগুলি সহজে নষ্ট হয় না। এমনকি এর রক্ষণাবেক্ষণের জন্য অধিক পরিমাণে জলেরও প্রয়োজন পড়ে না। তাই হাতে সময় কম থাকলে এই স্বল্প রক্ষণাবেক্ষণ যুক্ত গাছপালা বাড়িতে রাখতে পারেন।
চারকোল ব্যাম্বু ব্যাগ
এই ব্যাগগুলি একসঙ্গে অনেকগুলো কিনতে পারেন। বাথরুম, জুতো, ডাস্টবিনের দুর্গন্ধ দূর করার জন্য রাখা যেতে পারে এগুলি। জুতোর দুর্গন্ধ থেকে মুক্তি পেতে এটিকে সারারাত জুতোর মধ্যে রেখে দিন। আবার রান্নাঘরে তরকারি, মশলা বা সবজির গন্ধ থেকে মুক্তি পেতে সেখানেও রাখা যেতে পারে এটি।
ময়শ্চার অ্যাবসর্ভার
কারও বাথরুমে এক্সস্ট ফ্যান না-থাকলে এটি ব্যবহার করা যেতে পারে। ৬০ দিন পর্যন্ত যথারীতি থাকে এগুলি। শেষ হয়ে গেলে এর রিফিল প্যাক কিনেও রাখা যেতে পারে। শুধু বাথরুমেই নয়, বদ্ধ বা পুরনো ঘরেও এটি রাখতে পারেন। সেই ঘরের আসবাব পত্রে যদি কোনও দুর্গন্ধ থাকে, তা হলে এই ময়শ্চার অ্যাবসর্ভার তা শোষণ করে নেবে।
রাখতে পারেন একজোড়া অ্যালোভেরা গাছ
বায়ুক পরিষ্কার, পরিচ্ছন্ন ও সতেজ রাখার জন্য অ্যালোভেরা গাছের জুড়ি মেলে না। কয়েক দিন অন্তর অন্তর এই গাছগুলিতে জল দিতে হয়।
অয়েল ডিফিউসার
ডিম সেদ্ধ, সবজি সেদ্ধ বা কোনও তরকারির গন্ধে আপনার মাথা ধরতে শুরু করলে, তা থেকে মুক্তির সহজ উপায় রয়েছে। এর জন্য বাড়িতে রাখতে পারেন অয়েল ডিফিউসার। এগুলি ক্রমাগত ৩-৪ ঘণ্টা সুগন্ধ ছড়াতে পারে। আবার ৬ ঘণ্টা অন্তর অন্তরও কাজ করতে পারে এই ডিফিউসারগুলি। এতে আবার এলইডি লাইটও লাগানো থাকে, যা প্রতিনিয়ত রঙ পাল্টায়। এই ডিফিউসারে যে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়, তা সহজেই বাজারে কিনতে পাওয়া যায়।
সুগন্ধী মোমবাতি
বাড়িতে কোনও পোষ্য থাকলে, তাদের গন্ধ বা অন্য কোনও দুর্গন্ধ দূর করতে সুগন্ধী মোমবাতি রাখুন। বাজারের এমন মোমবাতি পেতে কোনও ঝক্কি পোহাতে হবে না।
কোকোনাট ওয়্যাক্স মোমবাতি
নারকেলের মোম দিয়ে তৈরি মোমবাতিতে সীসা মুক্ত পলতা, ফাতালাতে মুক্ত সুগন্ধী তেল এবং তরল ডাই থাকে। এই মোমবাতিগুলি ৬০ ঘণ্টা পর্যন্ত জ্বালানো যেতে পারে। যাঁদের ফুসফুসে সমস্যা রয়েছে, তাঁরা এটি ব্যবহার করতে পারেন। এই মোমবাতিগুলি ক্ষণিকের মধ্যে ঘরে সুগন্ধ ছড়াতে সক্ষম।
বাড়িতে রাখুন এয়ার প্ল্যান্ট
নিজের বাড়িকে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজাতে চান, অথচ মাটিতে পোঁতা গাছ রাখতে চাইছেন না। আবার গাছের সেবাযত্নের পিছনেও অধিক সময় দিতে পারবেন না, সে ক্ষেত্রে এয়ার প্ল্যান্ট বাড়িতে আনতে পারেন। এই গাছগুলি ক্রেসুলাসিয়ান অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে আলোকসংশ্লেষ করতে পারে। এরা সকালের দিকে জল সংরক্ষণ করে রাখে এবং রাতে কার্বোন-ডাই-অক্সাইডকে অক্সিজেনে পরিণত করে। উল্লেখ্য, এই গাছগুলি যে কোনও স্থানে থাকতে পারে। ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত বাঁচতে পারে এই এয়ার প্ল্যান্ট।
এয়ার স্যানিটাইজার স্প্রে
ব্যাক্টিরিয়ার কারণে দুর্গন্ধ তৈরি হলে এর সাহায্যে তা থেকে মুক্তি পেতে পারেন। শুধু তই নয়, এই স্প্রের সুগন্ধ শুধু দুর্গন্ধ ঢেকেই ফেলে না, বরং সেগুলিকে বাড়ি থেকে বের করে দেয়। ডাস্টবিন, পোষ্য, ধূমপানের গন্ধ থাকলে সহজে তা থেকে মুক্তি পাওয়া যায়।
কাজে লাগান ১০০ শতাংশ অর্গ্যানিক টি ট্রি অয়েল
রান্নাঘর, বদ্ধ কামরা ও বাথরুম থেকে আসা নানান ধরণের গন্ধ দূর করার জন্য বাড়ির আনাচে কানাচে এই তেল ছেটাতে পারেন। এই তেল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাক্টিরিয়াল। কেমিক্যালে সমস্যা থাকলে এই তেলই হোক আপনার প্রথম পছন্দ। তবে এর কয়েক ফোঁটা গন্ধ বহু দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। তাই উগ্র গন্ধের হাত থেকে বাঁচতে হিসেব মতো ব্যবহার করুন।
লম্বা ননটক্সিক, পেট-ফ্রেন্ডলি ব্যাম্বু প্লান্ট
এই বাঁশ গাছগুলি বাড়িতে রাখার উপযুক্ত। এগুলি বায়ু থেকে ফর্মালডিহাইড এবং অন্যান্য টক্সিন অপসারিত করে। আবার অক্সিজেনে সমৃদ্ধ করে আপনার সুখী গৃহকোণকে।
সেল্ফ ওয়াটারিং প্ল্যান্টার
সময়ের অভাবে অনেক সময় নিজের সাধের গাছপালার যত্ন নেওয়া হয়ে ওঠে না। অন্যদিকে বেশ কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেলে তো কথাই নেই। বাড়ি ফিরে শুকনো গাছ দেখে আপনারও মুখ শুকিয়ে যাবে। আবার অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি জল দেওয়া হয়ে গেলেও গাছের ক্ষতি হয়ে যায়। এই মুশকিল আসান করতে বাড়িতে নিয়ে আসুন সেল্ফ ওয়াটারিং প্ল্যান্টার। এই টবের নীচের অংশটি একটি প্লেটের মতো, যাতে জল সংরক্ষণ করে রাখা যেতে পারে। এই টবের নীচের অংশে রাখা প্লেটে ক্লিপ-অন লাগানো থাকে। ওই প্লেটগুলিতে জল ভরে রাখবেন। প্রয়োজন মতো জল পেতে থাকবে আপনার সাধের গাছগুলি। দু সপ্তাহ পর্যন্ত গাছে জলের অভাব হতে দেয় না এই টবগুলি।
গার্বেজ ডিসপোসাল ফ্রেশনার
এগুলি ছোট ছোট গুলির মতো দেখতে। রান্নাঘরের সিঙ্কে একটি গুলি রেখে দিলে, দুর্গন্ধের হাত থেকে মুক্তি পেতে পাবেন সহজেই।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-27 20:04:25
Source link
Leave a Reply