বাংলাদেশে কভিড ১৯ এর যে নতুন ঢেউ আঘাত হানছে তাতে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে বহুগুণ। করোনা ভাইরাসের এই নতুন প্রকরণ আগেকার চাইতে অনেক বেশি উদ্বেগজনক কারণ এতে শুধু মাত্র বয়স্ক মানুষই সংক্রমিত হচ্ছেন না ; সংক্রমণ বাড়ছে অপেক্ষাকৃত কম বয়সী লোকদের মধ্যেও । এ সব নিয়েই বিশ্লেষণ করছিলেন ঢাকার ইউনাইটেড হাসপাতালের নিউরো-সার্জারির বিশেষজ্ঞ ড.নুরুল আখতার । তিনি বলেন কভিড ১৯ এর এই নতুন প্রকরণ কেবল ফুসফুসেই নয়, মস্তিষ্কে এবং হৃদপিন্ডেও আক্রমণ করতে পারে। সুরক্ষার এক মাত্র উপায় হচ্ছে স্বাস্থ্য বিধি মনে চলা। সর্বস্তরের মানুষের মধ্যে এই সচেতনতা না আসলে এই রোগের প্রকোপ নির্মূলতো দূরের কথা নিয়ন্ত্রণ করাও মুস্কিল হবে। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
ভিডিও সম্পাদনা: সাফিউল মাসুদ
স্বাস্থ্য – ভয়েস অব আমেরিকা
2021-04-27 08:09:57
Source link
Leave a Reply