হাইলাইটস
- লকডাউনে বিশ্ব অর্থনীতিতে যে মন্দা এসেছে তা সকলেই জানেন।
- অনেক মানুষ চাকরিও খুইয়েছেন।
- তেমনই এক দম্পতি হল রামিনা আর অনুরাগ
আমাদের পাঁচ বছরের সন্তানকে হারিয়েছি
মেহুল ও সাক্ষী জানালেন, লকডাউনে তাঁরা তাঁদের ৫ বছরের সন্তানকে হারিয়েছেন অ্যাক্সিডেন্টে। এরপর তাঁর স্ত্রীয়ের প্রায় কথাই বন্ধ হয়ে গিয়েছিল। নিজেদের অফিসের কাজও প্রায় বন্ধ হয়ে গেছিল। স্বামী-স্ত্রী দুজনেই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। সারা রাত কাঁদতেন। ঘুমোতে পারতেন না। তাঁদের স্বাভাবিক জীবনটাই নষ্ট হয়ে যেতে বসেছিল। জীবনের কোনও মানেই তাঁরা খুঁজে পাচ্ছিলেন না। এরপর আবার তাঁরা সন্তানের পরিকল্পনা করেন। সেই সন্তানের জন্মের পর এখন তাঁরা অনেকটাই ভালো আছেন।
চাকরি চলে গিয়েছিল
লকডাউনে বিশ্ব অর্থনীতিতে যে মন্দা এসেছে তা সকলেই জানেন। অনেক মানুষ চাকরিও খুইয়েছেন। তেমনই এক দম্পতি হল রামিনা আর অনুরাগ প্রথম কয়েকমাস তাঁরা খুবই কষ্ট করে চালিয়েছেন। ডিপ্রেশনে পড়ে একসময় অনুরাগ মদ্যপান করতেন। পরবর্তীতে আবার চাকরি পান অনুরাগ। কিছুটা সময় লাগে। কিন্তু আবারও তাঁরা সুখী দাম্পত্যে জীবনে ফিরে আসেন। আর এই কয়েক মাস রামিনাও খুব কষ্ট করে সংসার চালিয়েছেন।
বিশ্বাসঘাতকতা
হর্ষ আর শিবানির প্রেম করেই বিয়ে। কিন্তু বিয়ের পর তাঁরা দুজন দুটো আলাদা শহরে থাকতেন। লকডাউনে দুজনে একসঙ্গে থাকতে শুরু করেন। প্রথমদিকে কোনও সমস্যা ছিল না। পরবর্তীতে হর্ষ বুঝে পারে তারই অফিসের এক সহকর্মীর সঙ্গে শিবানির আলাদা সম্পর্ক রয়েছে। প্রথমে হর্ষ পুরোপুরি ভেঙে পড়ে। পরে শিবানি নিজের ভুল বুঝতে পারে। আবার তাদের সম্পর্ক জোড়া লাগে।
লং ডিসট্যান্স রিলেশনশিপ
চারিদিকে মৃত্যু আর হাহাকারে অনেকেই মন থেকে ভেঙে পড়েছিলেন। বহু মানুষ নিজের দেশে ফিরতে পারেননি। অনেককেই প্রিয়জনদের থেকে দূরে থাকতে হয়েছিল। বিশেষত লং ডিসট্যান্স রিলেশনশিপে খুবই সমস্যা হয়েছিল। প্রায় এক বছর পর দেখা হয়েছে যুগলের মান অভিমান জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছিল। কিন্তু সে সব পর্ব মিটিয়ে অনেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন।
শ্বশুরবাড়ির সমস্যা
ভারতীয় সমাজে এখনও অনেক পরিবারেই শ্বশুর শাশুড়িকে নিয়ে সমস্যায় পড়তে হয়। হর্ষিতা আর শেখরের পরিবারেও এমন সমস্যা হয়েছিল। লকডাউনে ছেলে বৌমার কাছে থাকতে আসেন শেখরের মা। এসেই তিনি বৌমার সংসারে নিজের মত করে নিয়ম চালু করেন। সেই নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে থাকত। এর পরে তাঁর স্বামী পুরো ব্যাপারটি বোঝেন এবং তিনিই বিষয়টি মধ্যস্থতা করেন। এখন অবশ্য তাঁরা দুজন সুখেই আছেন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-26 23:33:26
Source link
Leave a Reply