হাইলাইটস
- দার্জিলিং থেকে তাকদা যাবার পথে, আমার পথ অবরোধ হয়েছিল কুয়াশার মিছিলে।
- দার্জিলিঙের সব থেকে ভালো লাগে আমার এই ২৩ কিলোমিটার পথে পাড়ি দিতে।
- কুয়াশার মধ্যে দিয়ে ড্রাইভ করা, এক অদ্ভুত শিহরণ শরীরে জাগে।
দার্জিলিং থেকে তাকদা যাবার পথে, আমার পথ অবরোধ হয়েছিল কুয়াশার মিছিলে। দার্জিলিঙের সব থেকে ভালো লাগে আমার এই ২৩ কিলোমিটার পথে পাড়ি দিতে। কুয়াশার মধ্যে দিয়ে ড্রাইভ করা, এক অদ্ভুত শিহরণ শরীরে জাগে।
দার্জিলিংয়ের ৫ পয়েন্ট ৭ পয়েন্ট এর সাথে এটাকেও একটা পয়েন্ট হিসাবে ঘোষণা করা উচিত। আমি এটার নাম রেখেছি থ্রিলার পয়েন্ট। কেন? কুয়াশা, মেঘ, জঙ্গল, চা বাগান সবকিছুই এই যাত্রাপথে পাওয়া যায়। ঘুম জোড় বাংলো হয়ে এই পথ গেছে। এই পথে কুয়াশা রাস্তা ভিজিয়ে রাখে। গাড়িটাকে জাপটে রাখে।
একটু নামতে হবেই, একটু ভিজতে হবেই একটু কুয়াশার গন্ধ নাকে নিতে হবেই। এই পথে প্রচুর সিডার রোজ পাইন পাবেন অদ্ভুত রূপসী এই ফল, তবে আমি এর এই পুরুষোচিত নামটাকে মন থেকে এনে নিতে পারিনা। আমার কাছে ফুল হচ্ছে গাছেদের কন্যা সন্তান অার ফল হচ্ছে পুত্র সন্তান। অার এই সিডার পাইন দেখতে একদম গোলাপের মত। আবার যে সে গোলাপ নয়, একদম ডাচ রোজ এর চেহারা। তাই একে কি করে সবাই বলে পাইন ফল! আমি তিনটে গাছের ফুল কখনো দেখিনি, একটা ডুমুর একটা পাইনের ফুল অার একটা মেহগনি ফুল। নাহ্ আমি ভ্রমণ গল্পে ফুল ফলের আলোচনা কেনো করছি! আমার খুব প্রিয় সিডার রোজ এই পথে দেখতে পাই।
তাকদা টি গার্ডেন, পেশক টি গার্ডেন, লামাহাটা পার্ক ও পার্কের মাথায় অবস্থিত জোরাপোখরি। ঘন পাইন জঙ্গলের ভেতর দিয়ে এক কিলোমিটার পার্কের উপরে উঠলে দুটো ছোট জলাধার কুয়াশার চাদরে মুড়ি দিয়ে শুয়ে আছে। প্রাণ ভরে পাইন গাছের বুনো মিষ্টি গন্ধ নিন অার নিজেকে রোগ মুক্ত করুন। তাহলে চলুন দুর্যোগ মিটে যাওয়ার পরে, আমাদের রাজ্যের মুকুট দার্জিলিং পাহাড়ে।নিউ জলপাইগুড়ি থেকে তিন হাজারের গাড়ি নিয়ে আসতে হবে। তাকদা চা বাগান ও লামাহাটায় থাকার জায়গা পাবেন।
(লেখক পরিচিতি: পেশা ভিন্ন হলেই ভ্রমণের টানে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। বছরভর ভ্রমণেই কেটে যায় তাঁর। ভ্রমণ সংক্রান্ত লেখালেখি প্রায় ১০ বছর।)
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-25 16:21:40
Source link
Leave a Reply