AIIMS-এর ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়াও এই বিষয়ে সরব হয়েছেন। সব করোনা রোগীকে অক্সিজেন দিতে হলে যাঁদের প্রয়োজন, তাঁদের দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি। শ্বাসকষ্ট এবং শরীরে অক্সিজেন কমে যাওয়া অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়, কিন্তু তখনই হয়তো তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। এই কঠিন সময়ে জেনে রাখুন কখন বুঝবেন যে আপনাতে হাসপাতালে ভর্তি হতে হবে।
অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে আমাদের রক্তে অক্সিজেনেটেড হিমোগ্লোবিনের উপস্থিতি। এই অক্সিজেনেটেড হিমোগ্লোবিন ফুসফুস থেকে বেরিয়ে সারা শরীরে প্রবাহিত হয়। অক্সিমিটারের রিডিং ৯৪-এর ওপরে আছে মানে আপনি একদমই সুস্থ। করোনাভাইরাসের প্রভাবে আমাদের শরীরে অক্সিজেনেটেড হিমোগ্লোবিনের উপস্থিতি কমে যায়। অক্সিমিটারের রিডিং ৯৪-এর নীচে নামলে আমাদের সচেতন হওয়া জরুরি। আর ৯০-এর নীচে নামা মানে হাসপাতালে ভর্তির সময় এসে গিয়েছে।
শ্বাসকষ্ট, বুকে ব্যাথা হল শরীরে অক্সিজেন কমে যাওয়ার চিহ্ন। শরীরে অক্সিজেন কিছুটা কমে গেলে তা ঘরেই ম্যানেজ করে নেওয়া সম্ভব বলে জানাচ্ছেন ডাক্তাররা। বাড়িতে অক্সিজেন থেরাপি বা প্রোন ব্রেদিং করে অক্সিজেন লেভেল কিছুটা বাড়ানো সম্ভব। অক্সিজেন ২-১ ঘণ্টা ধরে টানা ৯১-৯২ লেভেলে থাকলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বিশেষ করে যাঁদের আগে থেকে শ্বাসকষ্ট আছে, বয়স্ক এবং ফুসফুসের অসুখে যাঁরা ভুগছেন, তাঁদের হাসপাতালে ভর্তির জন্য খুব একটা বেশি সময় অপেক্ষা না করাই ভালো।
যদি দেখেন রোগীর গা ঠাণ্ডা হয়ে যাচ্ছে, চামড়া নীল বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। এগুলি অক্সিজেন লেভেল উদ্বেগজনক ভাবে কমে যাওয়ার চিহ্ন। এছাড়া মাথা যন্ত্রণা, এক নাগাড়ে কাশি, ছটফট করা, হাঁপানো, বুকে ব্যাথা শরীরে অক্সিজেন কমে যাওয়ার উপসর্গ।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-24 16:27:38
Source link
Leave a Reply