নিজস্ব প্রতিবেদন: সাড়ে তিন লাখ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আবার রেকর্ড আক্রান্ত ভারতে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু সংখ্যাতেও রেকর্ড। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬২৪ জনের।
কোভিড মুক্ত হয়েছেন ২,১৯,৮৩৮ জন। ভারতে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ১,৬৬,১০,৪৮১। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৩৮,৬৭,৯৯৭। মোট মৃত্য হয়েছে ১,৮৯,৫৪৪ জনের। তবে বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। যা মূলত চিন্তার বড় কারণ হয়ে উঠেছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ২৫, ৫২,৯৪০। আর এই সংখ্যাতেই মুখ থুবড়ে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। চিতার লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে।
India reports 3,46,786 new #COVID19 cases, 2,624 deaths and 2,19,838 discharges in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,66,10,481
Total recoveries: 1,38,67,997
Death toll: 1,89,544
Active cases: 25,52,940Total vaccination: 13,83,79,832 pic.twitter.com/ExbQhoN65D
— ANI (@ANI) April 24, 2021
এর মধ্যেই চলছে ভ্যাকসিন প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ১৩,৮৩,৭৯,৮৩২ জন।
Zee24Ghanta: Health News
2021-04-24 10:44:35
Source link
Leave a Reply