হাইলাইটস
- স্তনদুগ্ধের মধ্যে সার্স কোভ ২ অ্যান্টিবডির নিঃসরণ হয় কী না, গবেষকদের কাছে তা-ই ছিল জানার বিষয়।
- ৮৪ জন মহিলার ওপর এই সমীক্ষা চালানো হয়।
- ২১ দিনের অন্তরালে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয় তাঁদের।
জার্নাল অফ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (JAMA)-এ একটি নতুন সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী, কোভিড ১৯ ভ্যাকসিনেশন স্তনদুগ্ধে অ্যান্টিবডির নিঃসরণকে ত্বরান্বিত করে। টীকা নেওয়ার পর থেকে ৬ সপ্তাহ পর্যন্ত স্তনদুগ্ধে এই অ্যান্টিবডি থাকতে পারে।
শিশুরোগ বিশেষজ্ঞ ড: ড্যানেল ফিশার এবং ক্যালিফর্নিয়ার স্যান্টা মনিকার, প্রভিডেন্স সেন্ট জোনস হেল্থ সেন্টারের শিশুরোগ বিশেষজ্ঞরা এমনই তথ্য খুঁজে পেয়েছেন। তাঁদের কাছে এটি ‘অবিশ্বাস্যভাবে উৎসাহজনক’। শিশুদের শরীরে বেশ কয়েক সপ্তাহ ধরে অ্যান্টিবডির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ফিশার জানান, ‘আমরা মায়েদের করোনা অতিমারী থেকে সুরক্ষা প্রদান করা শুরু করি। যাতে তারা শিশুর শরীরের এটি পাস করতে পারেন।’
কী বলা হয়েছে সমীক্ষায়
২৩ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে ইসরায়েলে এই সমীক্ষা চালানো হয়। প্রথমে নবজাতক সন্তানের মায়েদের ভ্যাকসিনেশন প্রোগ্রামে শামিল করা হয়নি। কিন্তু পরে টীকা নেওয়ার জন্য তাঁদের উৎসাহিত করা হয়।
স্তনদুগ্ধের মধ্যে সার্স কোভ ২ অ্যান্টিবডির নিঃসরণ হয় কী না, গবেষকদের কাছে তা-ই ছিল জানার বিষয়। ৮৪ জন মহিলার ওপর এই সমীক্ষা চালানো হয়। ২১ দিনের অন্তরালে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয় তাঁদের।
প্রথম টীকা দেওয়ার ২ সপ্তাহ পর স্তনদুগ্ধের নমুনা সংগ্রহ করেন গবেষকরা। তার পর প্রতি সপ্তাহে একবার নমুনা সংগ্রহ করতে থাকেন তাঁরা। ৬ সপ্তাহ ধরে এ ভাবেই নমুনা সংগ্রহ করা হয়।
প্রথম টীকা নেওয়ার ২ সপ্তাহ পর অ্যান্টি সার্স কোভ ২, বিশেষত IgA অ্যান্টিবডির স্তরের উল্লেখযোগ্য পরিপূর্ণতা দেখা দেয়। আবার দ্বিতীয় টীকা নেওয়ার পর অ্যান্টিবডির স্তরের তাৎপর্যপূর্ণ উন্নতি দেখা দেয়।
মা ও সন্তানের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কেও গবেষণা চালানো হয়। কিছু কিছু মহিলাদের মধ্যে টীকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। চারজন শিশুর মধ্যে জ্বর, সর্দি ও কনজেশান ধরা পড়ে। এগুলির মধ্যে ৩ জন কোনও চিকিৎসা ছাড়াই সেড়ে ওঠে। একজন শিশুকে অ্যান্টিবায়োটিক দিয়ে সারিয়ে তোলা হয়। সমীক্ষা চলাকালীন কোনও মহিলা ও শিশু গুরুতর প্রতিকূল প্রতিক্রিয়ার মুখে পড়েননি। ফিশার বলেন, ‘সমীক্ষার সমাধান অত্যন্ত উৎসাহজনক।’
গর্ভবতী বা শিশুকে স্তনদুগ্ধ পান করিয়ে থাকলে যা জানা উচিত
সেন্টারস ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড ফ্রিভেনশানের মতে প্রেগনেন্সি ও ব্রেস্টফিডিংয়ের সময় কোভিড ১৯ টীকা শিশুদের জন্য রিস্ক ফেক্টর হিসেবে বিবেচিত নয়।
গর্ভবতী ও স্তনদুগ্ধ পান করানো মহিলাদের কী করা উচিত, সে বিষয়ও বহু চিকিৎসকরা উৎসাহিত করেছেন, জানান ফিশার। তিনি বলেন, ‘টীকা নিন, কারণ কিছু না-থাকার চেয়ে অতি সামান্য নিরাপত্তাও ভালো। এ সময় বাচ্চাদের জন্য কোনও ভ্যাকসিনই নেই। স্তনদুগ্ধের গুরুত্ব আমরা সকলেই জানি। ফর্মিউলা মিল্ক থেকে এ ধরণের নিরাপত্তা অর্জন করা যাবে না।’
উল্লেখ্য ফাইজার ভ্যাকসিনের ওপর এই সমীক্ষা চালানো হয়। তিনি আরও বলেন, ‘ফাইজার এবং মর্ডানা ভ্যাকসিন একই রকম ভাবে কাজ করে এবং সুরক্ষা প্রদান করে। তাই মর্ডানার ফলাফল সম্পর্কে অনুমান করা যায়।’ এই দুটিই মেসেঞ্জার আরএনএ (mRNA) ভ্যাকসিন। ফিশারের বলেন, ‘আমি বিশ্বাসের সঙ্গে সকলকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছি। বিশেষত গর্ভবতী ও ব্রেস্টফিডিং মায়েদের। তবে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। কারণ এর কাজ করার মেক্যানিসমই আলাদা।’
বর্তমানে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন প্রক্রিয়াকে স্থগিত রাখা হয়েছে। এই ভ্যাকসিনের কারণে প্রকাশ্যে আসা কিছু বিপরীত প্রতিক্রিয়া বর্তমানে তদন্তাধীন।
ফিশার ব্যাখ্যা করেন যে, ‘জনসন অ্যান্ড জনসনের নিরাপত্তামূলক পরীক্ষার পর, এটি বিকল্প হিসেবে ভালো কাজ করবে। তাঁদের আরও সমীক্ষা করতে হবে, যার সাহায্যে শিশুদের মধ্যে অ্যান্টিবডি পাস করার বিষয় বিশদে জ্ঞান অর্জন সম্ভব হবে। বর্তমানে ফাইজার ও মর্ডানা শিশুদের মধ্যে ভালো কাজ করছে।’
তবে শিশুদের মধ্যে কতদিন পর্যন্ত এই অ্যান্টিবডি থাকবে, তা এখনও আলোচনার বিষয়।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-23 17:46:15
Source link
Leave a Reply