হাইলাইটস
- সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে
- ডেটিং সাইট বা ম্যাট্রিমনিয়াল সাইটের থেকে ফেসবুক,
- ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফর্মই বেশি পছন্দ তরুণ তরুণীদের
এছাড়াও সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে ডেটিং সাইট বা ম্যাট্রিমনিয়াল সাইটের থেকে ফেসবুক, ইন্সটাগ্রামের মতো প্ল্যাটফর্মই বেশি পছন্দ তরুণ তরুণীদের। কারণ কিছু ডেটিং সাইটের বেশ কিছু নিয়ম আছে, বন্ধুত্বের জন্য সেখানে পয়সা দিতে হয় এছাড়াও ডেটিং করব, প্রেম করব এই মানসিকতা নিয়েই সকলে আসেন। ম্যাট্রিমনিয়াল সাইটেও সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া হয়। আর তাই অনেকেই এমন বন্ধুত্ব পছন্দ করছেন না। কারণ এসব জায়গায় খোলামেলা ভাবে যেমন মেশা যায় না তেমনই কোনও ব্যক্তি সম্পর্কে সম্পূর্ণ তথ্যও পাওয়া যায় না। ফলে কথাবার্তা খুবই সীমিত থাকে। আর সোশ্যাল মিডিয়ায় বিশ্বের যে কোনও প্রান্তে থাকা মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়। এছাড়াও তাঁর পছন্দ, তাঁর স্বভাব, তাঁর বন্ধুবৃত্ত সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। আর যদি মিউচ্যুয়াল কোনও বন্ধু থাকেন তাঁর মারফতও জানা যায় যে সেই ব্যক্তি কেমন হতে পারেন।
যে কোনও ডেটিং অ্যাপের তুলনায় সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেকটা বেশি সময় কাটান। কারণ এখান থেকে তাঁরা অনেক কিছুই জানতে পারেন। তেমনই পুরনো বন্ধুকে খুঁজে পাওয়া, পুরনো ক্রাশকে খুঁজে পাওয়া এসব সোশ্যাল মিডিয়ায় যতটা সহজ ডেটিং অ্যাপে কিন্তু ততটাও সহজ নয়।
ধরা যাক, ফটোগ্রাফি কারোর নেশা। কারোর নেশা ব্লগিং। কেউ আবার বিভিন্ন জায়গার খাবার খেয়ে বেড়াতে পছন্দ করেন। এঁদের পছন্দের সঙ্গে মিল রয়েছে এমন মানুষদের সঙ্গেই এঁদের সখ্যতা জন্মে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ পান। ইদানিং নিজের ইন্সটাগ্রাম পেজও অনেকেই সুন্দর করে সাজিয়ে রাখেন। নিজের পেন্টিং, বেড়ানোর ছবি, ফটোগ্রাফি, রান্নার শখ নানা রকম ছবি সেখানে থাকে। ফলে common interest থাকলে একটা কথা বলার মতো বিষয় পাওয়া যায়। আর এই ভালোলাগার বি।য়গুলি একে অপরের সঙ্গে শেয়ার করা, আলোচনা, তর্ক-বিতর্কের মধ্যে দিয়েই গড়ে ওঠে বন্ধুতা। এ প্রজন্ম প্রেমের প্রথম দিনেই I LOVE YOU বলায় বিশ্বাসী নয়, ভালোবাসার কথা তারা জানায় একটু অন্যভাবে। যে কারণে সঙ্গী খোঁজার একমাত্র ঠিকানা পাত্র-পাত্রী বিজ্ঞাপন কিংবা কলেজ ক্যাম্পাস নয়, সোশ্যাল মিডিয়াও।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-22 20:35:33
Source link
Leave a Reply