মহামারীর দ্বিতীয় ঢেউ আসতেই গোটা ভারত কেঁপে উঠেছে। এই দ্বিতীয় ঢেউ এর প্রভাব কতটা সুদুরপ্রসারী তা প্রতিদিনের খবর থেকে আমরা জানতে পারছি। এই প্রভাব কী করে কাটা যায় সেই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসার কথা বলা হচ্ছে। কোথাও কোথাও আবার বলা হচ্ছে যে গরম জলের তাপ নিলে ভাইরাস শেষ করতে পারি আমরা।
করোনা আক্রান্তরা এবং যারা নিজেদের এই ভাইরাস থেকে দূরে রাখতে চাইছে তারা সকলেই এই পদ্ধতি মেনে চলছে। কিন্তু এও প্রশ্ন উঠছে যে সত্যিই কি এই পদ্ধতি কার্যকর হতে পারে? আবার যারা যারা এই পদ্ধতি মেনে চলছেন তাদের উপর কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কি সেই নিয়ে প্রশ্নও উঠেছে।
ইউনিসেফের এক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন যে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে করে বোঝা যায় যে এই ভাইরাসকে দূরে রাখতে বা নির্মূল করতে সক্ষম এই স্টিম পদ্ধতি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মহামারীর চিকিৎসায় এই স্টিম পদ্ধতি গ্রহণ করার পক্ষপাতী নয়। এর কারণ হলো স্টিম নেওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
আরো পোস্ট- গরমের ছুটি ঘোষণা হরিয়ানা এবং রাজস্থান সরকারের
ক্রমাগত গরম জলের ভাপ নিতে থাকলে গলা এবং পাঁজরের মধ্যবর্তী যে নলটি রয়েছে সেখানে ট্রাকিয়া এবং ফেরিংস জ্বলে যেতে পারে বা আশংকাজনক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। বলাবাহুল্য এই নলটি ক্ষতিগ্রস্ত হলে যেকোনো মানুষের পক্ষে নিঃশ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
শুধু এটুকুই নয়, করোনা ভাইরাস খুব তাড়াতাড়ি শরীরে প্রভাব বিস্তার করে ফেলতে পারে। স্টিম নেওয়ার খারাপ প্রভাব সম্পর্কে যারা অজ্ঞ তাদের সচেতন করতে ইউনিসেফের তরফে বিশেষ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরেকটি পোস্টের মাধ্যমে বলা হচ্ছে যে গরম জল আমাদের গলার জন্য ভালো। কিন্তু জেনে রাখা ভালো যে করোনা ভাইরাস নাকের প্যারানসল সাইনাসের ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকতে পারে এবং সেই জায়গায় গরম জল পৌছাতে পারে না। তিন চারদিন পরে সেই ভাইরাস আমাদের পাঁজরে প্রবেশ করে যায় এবং এর ফলেই প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
“Can inhaling water vapour lessen the impact of #COVID19?”
A question we’ve heard a lot this year.
The answer may surprise you.#Unite2FightCorona pic.twitter.com/EJtOLUXRKU
— UNICEF India (@UNICEFIndia) April 17, 2021
তবে প্যারানসল সাইনাসে লুকিয়ে থাকা ভাইরাসটিকে শেষ করতে সক্ষম গরম জল। জেনে রাখুন যে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো গরম জলের ভাপ নিতে পারলে তবেই তা আমাদের নাকের সেই অংশে পৌঁছাতে পারে যেখানে ভাইরাসটি লুকিয়ে রয়েছে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-04-22 16:19:05
Source link
Leave a Reply