নিজস্ব প্রতিবেদন: ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন করতে হবে ওই একই পদ্ধতিতে। ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন নিতে পারবেন। গত সোমবার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রক। সুতরাং বালা যায়, পয়লা মে থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন এর তৃতীয় পর্যায়ের কর্মসূচি।
শনিবার থেকে CoWIN অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে। তৃতীয় পর্যায়ে ৫০ শতাংশ ভ্যাকসিন কেন্দ্রকে দেবে নির্মাণ সংস্থা। বাকি ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি হবে। ভ্যাকসিনের জন্য রাজ্যকে কেন্দ্রের উপর নির্ভর করতে হবে না। রাজ্য সরকার সরাসরি প্রস্তুতকারক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে।
ভ্যাকসিনের দাম সরকারি হাসপাতালে ৪০০ টাকা। বেসরকারি হাসপাতালে খরচ পড়বে ৬০০ টাকা। কেন্দ্র সরকার থেকে এই দাম নির্ধারিত করা হয়েছে।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
- আপনার মোবাইলে CoWIN অ্যাপটি ওপেন করুন, অথবা ওয়েব সাইট cowin.gov.in লিঙ্কে ক্লিক করুন।
- রেজিস্টার অথবা সাইন ইন-এ ক্লিক করুন ।
- এরপর আপনার 10 ডিজিটের মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে রেজিস্টার করুন।
- এরপর আপনি একটি ওটিপি ( OTP )পাবেন। নির্ধারিত জায়গায় ওটিপিটি নথিভুক্ত করুন ।
- রেজিস্টার করার পর আপনি কবে ভ্যাকসিন নিতে যেতে পারবেন সেটি বেছে নিন। তবে সেই দিন ফাঁকা নাও পেতে পারেন। তার জন্য অ্যাপে জানিয়ে দেওয়া ফাঁকা দিনটি বেছে নিতে হবে।
- আপনার ভ্যাকসিনেশন হয়ে গেলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন । যা দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেটটা পেয়ে যাবেন আপনি।
Zee24Ghanta: Health News
2021-04-22 14:07:51
Source link
Leave a Reply