বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
পুরুষ-নারীর ভেদাভেদে আজীবন আপত্তি জানিয়ে এসেছেন বিদ্যজনেরা। ভেদাভেদে আপত্তি জানান তথাকথিত নারীবাদীরাও। যদিও পুরুষরাবাদীরা তা আজও মানতে নারাজ।
তবে কেউ মানতে রাজি থাক বা না থাক, গোটা বিশ্বে পুরুষ এবং নারীর সমান সমান অধিকার প্রকৃতিই ঠিক করে দিয়েছে। প্রকৃতিই তাদের একে অপরকে নিজের নিজের পরিপূরক করে তুলেছে। পুরুষ এবং নারী একে অপরকে ছাড়া অসম্পূর্ণ।
সত্যিই কি তাই?
তাই যদি সত্যি হবে তাহলে কিছু মানুষ বিপরীত লিঙ্গের পরিবর্তে সমলিঙ্গের প্রতি আকর্ষিত কেন হন? এটা তো তাহলে প্রকৃতির সৃষ্টি। আর প্রকৃতির সৃষ্টি তো কখনও মিথ্যে হতে পারে না। যদিও সমাজ আজও প্রকৃতির তৈরি এই নিয়মের বিরোধিতা করে চলেছে। আইন করে যতই সমর্থন হোক না কেন সমাজ সমপ্রেমকে আজও মানতে নারাজ।
কিন্তু কেন?
পুরুষ হয়ে যদি নারীকে ভালোবাসা যায়, তাহলে পুরুষ হয়ে পুরুষকে কেন ভালোবাসা যাবে না? কিংবা উল্টোটা। অথবা দুজনকেই তো ভালোবাসা যায়। ভালোবাসার তো কোনও ভেদাভেদ হয় না।
বড্ড জটিল হয়ে যাচ্ছে। সহজ করে বলা যাক। প্রিয়ব্রত যখন ক্লাস সেভেন ছাত্র তখন ক্লাস ইলেভেনের সাম্যর বড় ভক্ত ছিল। স্কুলে যেমন সিনিয়রদের ভক্ত হওয়ার রীতি হয় ঠিক তেমনই হয়তো। সাম্যের সঙ্গ প্রিয়ব্রত পছন্দ করত। সাম্যও তাকে বেশ স্নেহ করত। বারো ক্লাস পাশ করে সাম্য কলেজে চলে যায়। প্রিয়ব্রত একাকীত্বে ভুগতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে দুজন দুজনের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ে।
প্রায় ১৫ বছর পর অফিসের কাজ সূত্রে দুজনের দেখা হয়। দুজনেই দুজনকে চিনতে পারে। বিবাহিত সৌম্য প্রিয়ব্রতকে দেখেই জড়িয়ে ধরে। আর সৌম্যকে এত কাছ থেকে পেয়ে প্রিয়ব্রতও আপ্লুত হয়ে পড়ে। আর এতদিন পর তারা বুঝতে পারে যে স্কুলের সাধারণ বন্ধুত্বের সম্পর্ক নয়, আসলে তারা একে অপরেকে ভালোবাসে। না হলে ১৫ বছর ধরে একে অপরের কথা অযথাই মনে রাখবে কেন? একে অপরের কাছে গিয়ে অন্যরকম অনুভূতি কেন হবে?
প্রিয়ব্রত আর সৌম্যই নয়, এরকম অনুভূতি অনেকের মধ্যেই হয়। আর সমাজ মেনে নিক বা না নিক এটা প্রকৃতির সৃষ্টি। বিপরীত লিঙ্গের প্রতি যদি আকর্ষণ থাকতে পারে সমলিঙ্গের প্রতিও তা পারে। এটা দোষের কিছু নয়। এটা স্বাভাবিক।
এরকম অনুভূতি আপনার কখনও হয়েছে কি? মনে মনে সমলিঙ্গের মানুষের প্রতি আকর্ষণের কথা ভেবেছেন? কিংবা স্বপ্নে সমলিঙ্গের মানুষের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হয়েছে? না। ফলাও করে সকলকে বলে বেড়াতে হবে না। নিজেকে প্রশ্ন করুন। আর যদি তার উত্তর “হ্যাঁ” হয় তাহলে হয়তো আপনিও হয়তো সমপ্রেমী বা উভপ্রেমী।
তবে হ্যাঁ এক্ষেত্রে শুধু কাম হলেই হবে না সঙ্গে ভালোবাসাও থাকলে হবে। অর্থাৎ সমলিঙ্গের মানুষের সঙ্গে রোম্যান্টিক এবং শারীরিক দু ধরনের আকর্ষণই থাকতে হবে।
কীভাবে বুঝবেন আপনি সমকামী?
খুব ভালো প্রশ্ন। তবে এই প্রশ্নের কোনও উত্তর নেই। মানে কোনও পরীক্ষানিরীক্ষার দ্বারা আপনার শারীরিক এবং মানসিক চাহিদার সংজ্ঞা দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনার ইচ্ছেটাই বড় কথা। কারও সার্টিফিকেটের দরকার নেই। সমপ্রেমীদের নিয়ে আজও সমাজে হাসি ঠাট্টা বা ঘৃণার পরিবেশ থেকে গেছে। কিন্তু সত্যি বলতে কি সমপ্রেমীতা কোনও দোষ বা রোগ নয়। এটি স্বাভাবিক শারীরিক এবং মানসিক চাহিদা।
অনেকে আবার সম এবং অসম উভয় ধরনেই প্রেমেই আগ্রহী থাকেন। এই প্রবণতাও স্বাভাবিক। অনেক মানুষ সমাজের ভয়ে নিজের চাহিদা কামনা বাসনাকে সারাজীবন লুকিয়ে রাখেন। এতে আখেরে নিজেদেরই কষ্ট।
সম কিংবা অসমের কারণ কী?
কোনও কারণ নেই। দুটোই প্রকৃতির তৈরি। দুটোই স্বাভাবিক। এতে লজ্জা-ঘৃণা কিংবা ভয়ের কোনও কারণ নেই।
লোকে বলে, বলে গো
লোককে বলার দরকার কি? একথা অস্বীকার করার জায়গা নেই যে সমপ্রেমের কথা শুনে লোকে আদতে ঠাট্টা করে। ফলে আপনার অস্বস্তি বাড়বে।
তার চেয়ে নিজের মতো থাকুন। লোকের কথা গায়ে মাখারও দরকার নেই। একমাত্র প্রকৃত বন্ধুর খোঁজ পেলে তবেই তাঁর সঙ্গে নিজের পছন্দের কথা শেয়ার করুন। তাছাড়া সমপ্রেমীদের নির্দিষ্ট কমিউনিটি থাকে। সেখানে যোগাযোগ করুন এবং তাঁদের সঙ্গে বন্ধুত্ব করুন। দেখবেন মন হালকা করে কথা বলতে পারছেন।
সবচেয়ে বড় কথা নিজের পছন্দকে গুরুত্ব দিন। মন থেকে অপরাধবোধকে ঝেঁটিয়ে বিদেয় করুন। সমলিঙ্গ হোক বা অসমলিঙ্গ কিংবা উভলিঙ্গ, প্রেম করুন নিজের ইচ্ছে মতো। যদিও সঙ্গীকে সত্যিটা বলে রাখবেন। না হলে পরে ভুল বোঝাবুঝি হতে পারে।
সতর্কতা
সমপ্রেমী হোন কিন্তু এক্ষেত্রে সাবধান থাকুন। সাবধান থাকুন যৌনরোগ থেকে। সমলিঙ্গের সঙ্গমে যৌন রোগ ছড়ায় না একথা কিন্তু ভিত্তিহীন।
যৌনাঙ্গ, পায়ু, যৌনিদ্বার কিংবা মুখ যে কোনও অঙ্গ থেকেই যৌনরোগ ছড়াতে পারেন। এমনকি অপরিষ্কার সেক্স টয় বা হাতও যৌনরোগ ছড়াতে ওস্তাদ।
তাই শারীরিক সম্পর্কের সময় পরিচ্ছন্নতা অবলম্বন করতে ভুলবেন না।
সমপ্রেমীতা নিয়ে আগে নিজের মনকে শক্ত করুন পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কথা পরে ভাবা যাবে।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-21 16:53:11
Source link
Leave a Reply