হাইলাইটস
- পরিবারের সদস্যদের শিশুটির থেকে দূরে রাখুন। কোনও একজন শিশুটির সংস্পর্শে যাবে।
- শিশুটির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে বাড়ির অন্যদেরও পরীক্ষা করিয়ে নিন।
করোনার এই লক্ষণগুলি শিশুদের মধ্যে দেখা দিতে পারে
হার্ভার্ড হেলথের একটি প্রতিবেদন অনুসারে, করোনার কারণে শিশুদের স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়তে পারে। কারোর কারোর মধ্যে করোনার লক্ষণগুলি গুরুতর ভাবে দেখা দিচ্ছি, আবার কারোর মধ্যে কোনও লক্ষণই দেখা যায় না। করোনার সবচেয়ে সাধারণ লক্ষণ হল কাশি, জ্বর, সর্দি এবং মাথা ব্যথা। করোনার এই নতুন স্ট্রেনে বড়দের লক্ষণগুলিও শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে।
দেখে নিন কোন কোন লক্ষণ শিশুর মধ্যে দেখা দিলে সাবধান হতে হবে
জ্বর
ত্বকের সমস্যা
চোখ লাল হয়ে যাওয়া
শরীরে বা জয়েন্টে ব্যথা
বমি বমি ভাব
পেটের সমস্যা
ক্লান্তি বা ঝিমুনি
অতিরিক্ত ঘুম হওয়া
একেবারে ছোট বাচ্চাদের মধ্যেও করোনার লক্ষণ দেখা দিতে পারে। যাদের বয়স এক বছরের চেয়ে কম তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলি দেখা যায় –
ত্বকে বিভিন্ন বিভিন্ন প্যাচ উপস্থিত হয়
জ্বর
ক্ষিদে কমে যাওয়া
শরীরে জ্বালাভাব
বমি করা
ঠোঁট এবং ত্বক ফুলে যাওয়া
ফোসকা
আপনার সন্তানের মধ্যে যদি করোনার উপসর্গ দেখা দেয় তাহলে দেরি না করে ডাক্তারকে বা হেল্পলাইন নম্বরে ফোন করুন। বাচ্চার শারীরিক অবস্থা বিচার করে ডাক্তারবাবু জানাবেন যে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, নাকি ঘরে রেখেই চিকিত্সা সম্ভব।
আরও যা করতে হবে…
* পরিবারের সদস্যদের শিশুটির থেকে দূরে রাখুন। কোনও একজন শিশুটির সংস্পর্শে যাবে।
* শিশুটির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে বাড়ির অন্যদেরও পরীক্ষা করিয়ে নিন। হোম আইসোলেশনের ব্যবস্থা করুন।
* শিশুর সঙ্গে থাকাকালীন মাস্ক ও গ্লাভস পরুন। নিজের চোখে, মুখে, নাকে হাত দেবেন না।
* বারবার সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন। স্যানিটাইজার ব্যবহার করুন।
* বাড়ির চারপাশ স্যানিটাইজ করান।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-21 17:36:32
Source link
Leave a Reply