হাইলাইটস
- ডেটিং এর আনন্দে মশগুল থেকে কিন্তু মাস্ক পরতে ভুলবেন না।
- সেই সঙ্গে নিয়মিত স্যানিটাইজারও সঙ্গে রাখুন।
- বার বার হাত ধোওয়া, স্প্রে করা এসব কিন্তু একেবারেই ভুলবেন না
নিজেকে অতিরিক্ত কিছু দেখাবেন না
নিজে যা তাই থাকুন। অতিরঞ্জিত করতে যাবেন না। খুব বেশি সাজগোজ, খুব বেশি পরিপাটি পোশাক যেমন দরকার নেই তেমনই আড্ডা মারতে যাওয়ার মুডেও যাবেন না। অতিরিক্ত কোনও কথা যেমন বলবেন না তেমনই চুপ থাকবেন না। মোটকথা নিজে যা তাই থাকুন।
ফ্যান্সি ডেট নয়, বরং ফান ডেট হোক
প্রথম ডেট মানেই ক্যান্ডেল লাইট ডিনার নয়। কিংবা খুব দামি জায়গায় যেতে হবে এমনও নয়। বরং এমন কোথাও যান যেখানে দুজনে বসে চুটিয়ে গল্প, মজা সব করতে পারবেন। আর এমন ডেটই কিন্তু মনে থাকবে আজীবন।
মেয়েদের সামনে কোনও অভিনয় নয়
মেয়েদের কিন্তু একেবারেই বোকা ভাববেন না। আপনার যাবতীয় চালাকি ধরে ফেলার মতো ক্ষমতা রয়েছে মেয়েদের। কোন ছেলে বাড়িয়ে কথা বলছেন, কী বিষয়ে মিথ্যে বলছেন সবই বুঝতে পারেন মেয়েরা। কাজেই তাঁদের সামনে নিজেকে বিশাল কেউকেটা প্রমাণের কোনও দরকার নেই। এতে নিজেরই সম্মানহানি।
ফুল নিয়ে যেতে পারেন
প্রথম ডেট? ভাবছেন কী উপহার নিয়ে যাবেন? ফুল নিয়ে যেতে পারেন। কিংবা চকোলেটও নিতে পারেন। তবে খুব বড়েো ফুলের তোড়া নিয়ে হাজির হবেন না। বরং পছন্দের যে কোনও দুটো ফুল নিতে পারেন। সঙ্গে চকোলেট নিতে পারেন।
কুল থাকুন
ডেট মানেই বোর্ডের ফাইনাল পরীক্ষা নয়। ফলে দু রাত জেগে নোটস মুখস্থ করার টেনশন নেবেন না। কী দেখব, কেমন দেখব, কেমন প্রশ্ন করবে এসব ভেবে নিজের পালস রেট বাড়িয়ে তুলবেন না। বরং নিজের মতো শান্ত থাকুন। গান শুনুন। প্রয়োজনীয় কাজ মিটিয়ে ডেটে যান। আড্ডা দিন। কফি খান। একটা সুন্দর সন্ধ্যে কাটিয়ে বাড়ি ফিরে আসুন।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-19 19:46:34
Source link
Leave a Reply