নিজস্ব প্রতিবেদন: ১৮ বছর থেকেই নেওয়া যাবে কোভিড ভ্যাকসিন, জানাল কেন্দ্র। এতদিন, ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স ছিল তাঁরাই কেবল ভ্যাকসিন নিতে পারছিলেন। এবার, নতুন প্রজন্মকে দেওয়া হবে ভ্যাকসিন।
বিশেষজ্ঞরা বারবার করে জানাচ্ছিলেন, করোনার ডবল মিউটেন্টের পর সবচেয়ে বেশি ক্ষতি করছে নতুন প্রজন্মকে। সমীক্ষা বলছে করোনায় কাবু হচ্ছে মূলত ১৫ থেকে ৪৫। অন্যদিকে, ছাড় পাচ্ছে না সদ্যোজাতোরাও। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বেশ কিছুদিন ধরে কেন্দ্রের কাছে আবেদন করেন, যাতে ১৮ বছরের পর থেকেই ভ্যাকসিন দেওয়া হয়। সেই পথেই হাঁটল এবার কেন্দ্র।
শুধু কেজরিওয়াল নয়, একাধিক গবেষকরা পর্যালোচনা করে জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জেনারেশন ওয়াইয়ের ভ্যাকসিন প্রক্রিয়া চালু করার প্রয়োজনীয়তা রয়েছে।
তবে, ইদানিং দেশ জুড়ে ভ্যাকসিনের আকাল শুরু হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে প্রথম ডোজ পেয়ে যাওয়ার পর দ্বিতীয় ডোজ পেতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে অনেককে। আবার প্রথম ডোজের জন্যও ডেট পাওয়া যাচ্ছে না। ভ্যাকসিন কেন্দ্রে জিজ্ঞাসাবাদ করলে তারা জানাচ্ছেন, পর্যাপ্ত ভ্যাকসিন নেই। উল্লেখ্য, যাঁদের ১৮ বছরের ঊর্ধ্বে বয়স, তারা মে মাসের ১ তারিখ থেকে নেওয়া যাবে ভ্যাকসিন।
Zee24Ghanta: Health News
2021-04-19 19:59:09
Source link
Leave a Reply