হাইলাইটস
- গর্ভাবস্থায় মাত্রাতিরিক্ত চুলকানি আসলে একটা অসুখ বলে জানাচ্ছেন ডাক্তাররা।
- ডাক্তারি পরিভাষায় এর নাম ইনট্রাহেপাটিক কোলেস্টাসিস অফ প্রেগন্যান্সি বা আইসিপি।
- লিভারের সমস্যা থেকেই আইসিপি হতে পারে।
গর্ভাবস্থায় মাত্রাতিরিক্ত চুলকানি আসলে একটা অসুখ বলে জানাচ্ছেন ডাক্তাররা। ডাক্তারি পরিভাষায় এর নাম ইনট্রাহেপাটিক কোলেস্টাসিস অফ প্রেগন্যান্সি বা আইসিপি। লিভারের সমস্যা থেকেই আইসিপি হতে পারে। আইসিপি-র কারণে গর্ভবতী মহিলার বিশেষ কোনও শারীরিক ক্ষতি না হলেও তাঁর গর্ভের সন্তানের জন্য বড় বিপদ অপেক্ষা করে থাকতে পারে। তাই গর্ভাবস্থায় অতিরিক্ত চুলকানি হলে অবশ্যই ডাক্তার দেখান।
PUPPP হল এমন এক ধরনের চুলকানিযুক্ত র্যাশ যেটি আপনার গর্ভাবস্থার শেষ দিকের মাসগুলিতে আপনার পেটের উপর দেখা যায়। ডাক্তাররা বিশ্বাস করেন যে প্রসারিত ত্বক এই র্যাশটিকে আরও বাড়িয়ে তোলে কিন্তু এর আসল কারণটি অজানাই। PUPPP র্যাশগুলি খুব সম্ভবত প্রথম গর্ভাবস্থায় এবং তৃতীয় ত্রৈমাসিকে হয়ে থাকে। PUPPP র্যাশগুলি মারাত্মক চুলকানির সৃষ্টি করে যা অস্বস্তির কারণ হয়ে ওঠে।এগুলি আপনার উরু এবং এমনকি স্তনেও ছড়িয়ে যেতে পারে।
আইসিপি-র চিকিত্সা না হলে নির্দিষ্ট সময়ের আগেই সন্তানের জন্ম হয়ে যেতে পারে। গর্ভাবস্থার দ্বিতীয় ও তৃতীয় ট্রিমেস্টারে আইসিপি হতে পারে। বিশেষ করে রাতের বেলা এর প্রকোপ বাড়ে। চুলকানির সঙ্গে খিদে কমে যাওয়া, ক্লান্তি, ত্বক হলদেটে হয়ে যাওয়াও আইসিপির চিহ্ন।
গর্ভাবস্থার চুলকানি নিরাময়ের জন্য ওটমিলের স্নান করা হল চুলকানি থেকে মুক্তি পাওয়ার একটি বিশ্বাসযোগ্য অনুশীলন। কেবল এক বাটি ওটমিল নিয়ে সেটিকে হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটিকে দেহের যে কোনও চুলকানি অংশের অস্বস্তি ও জ্বলন প্রশমিত করতে ব্যবহার করুন।
এছাড়া অ্যালোভেরা জেল একটি বহুমুখী প্রাকৃতিক পণ্য। এটি ত্বকের বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য বিশ্বব্যাপী ব্যবহৃত হয়ে থাকে। কেবল জেলটিকে প্রভাবিত এলাকায় এবং চুলকানিপ্রবণ অঞ্চলগুলির উপর প্রয়োগ করুন। জেলটি প্রাকৃতিক ভাবেই জ্বলন, ঘা,ব্যথা এবং আঁচড়ানোর তাগিদ হ্রাস করবে। তাছাড়াও জেলটি আবার এমন একটি স্তরও গঠন করে যা আঁচড়ে চুলকানোর সময় কোনও ক্ষতি হওয়া থেকে ত্বককে রক্ষা করে।
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-19 18:24:13
Source link
Leave a Reply