ডিনারের মেনু
বিয়ের পর সংসারের দায়িত্ব দুজনে ভাগ করে নেওয়া, রান্নাঘরের দায়িত্ব ভাগাভাগি হলেও বেশিরভাগ ছেলেদেরই খাওয়া নিয়ে হাজারো বায়নাক্কা থাকে। একেবারে হালকা, সেদ্ধ বাড়ির খাবার কখনই তাদের মুখে রোচে না। ফলে রাতের খাবার নিয়ে ঝামেলা লেগেই থাকে।
বাথরুম নিয়ে সমস্যা
কেন বালতি এক জায়গায় আর মগ আরেক জায়গায় কিংবা শ্যাম্পু, শাওয়ার জেল কেন ঠিক করে রাখা নেই এসব নিয়ে তো সমস্যা লেগেই থাকে। কোমোডের সিট নামিয়ে রাখার মতো সুঅভ্যাস ছেলেদের মধ্যেই গড়েই উঠতে চায় না। এই সামান্যতম কাজেও বড়ই অনীহা তাঁদের। ফলে খিটিমিটি লেগেই থাকে।
টিস্যুপেপার ছড়িয়ে রাখা
হাতের সামনে টিস্যু চাই, কিন্তু ব্যবহারের পর সেই টিস্যু গোল্লা পাকিয়ে এদিক ওদিক ছুঁড়ে দেওয়া ছেলেদের অভ্যাস। কখনই তাঁরা পরিষ্কার ভাবে টিস্যুর ব্যবহার করেন না। এমনকী টয়লেট পেপার রোল বাজে ভাবে ছেঁড়া নিয়েও সমস্যা হয় তাঁদের মধ্যে।
ফ্রিজে খাবার রাখা নিয়ে সমস্যা
প্রতিদিনের খাবার ফ্রিজে গুছিয়ে রাখাও একটা আর্ট। ছেলেদের উপর এই কাজে একদমই ভরসা করা যায় না। খাবার কখনও ঢাকনা দিয়ে রাখতেই জানে না। শুধু তাই নয়, খাবার গুছিয়েও রাখতে পারে না। এসব নিয়ে ঝামেলা লেগেই থাকে।
রান্নাঘর পরিষ্কার
একজন রান্না করলে আর অন্যজন পরিষ্কার করলে সব কাজই অনেক সহজ হয়। কিন্তু এই পরিষ্কারের কাজ ছেলেদের দিলে আর রক্ষে নেই। ভালো করে যেমন পরিষ্কার হয় না তেমনই সব এক জায়গায় এসে জড়ো হয়ে যায়। আর এসব নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগেই থাকে। মেয়েরা যতই হোক রান্নাঘরের দায়িত্ব অন্য কাউকে দিতে চায় না।
বিছানায় ভেজা তোয়ালে
এসব বোঝহয় ছেলেদের জন্মগত স্বভাব। মেয়েদের মধ্যে কিন্তু এমন অভ্যাস থাকে না। এই ভেজা তোয়ালে রাখার অভ্যেসের জন্য প্রথমে মায়ের কাছে বকুনি খায়। পরে বউ এর ঝাড়। কিন্তু এসবের পরেও ছেলেরা শুধরোয় না।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-04-19 15:34:17
Source link
Leave a Reply