চীনে প্রস্তুত কোন কোন কোম্পানির গুঁড়ো দুধ যথাযথ কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন ছাড়া কীভাবে আমদানি ও বাজারজাত করা হচ্ছে, তা নিরূপণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে আন্তএজেন্সি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আট সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্সে আহ্বায়কের দায়িত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকীম।
টাস্কফোর্সকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসংবলিত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পেশ করতে বলা হয়েছে। এ ছাড়া টাস্কফোর্স স্থানীয় বাজারে রেজিস্ট্রেশনহীন কোন কোন ব্র্যান্ডের আমদানি করা গুঁড়ো দুধ বাজারজাত হচ্ছে তা চিহ্নিত করা, সংশ্লিষ্ট আমদানিকারককে শনাক্ত করা, কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন ছাড়া গুঁড়ো দুধ কীভাবে আমদানি ও বিপণন করা হচ্ছে, তা নিরূপণ করবে। বিদ্যমান আমদানি নীতি আদেশে বর্ণিত পরীক্ষা সনদের ভিত্তিতে আমদানি করা গুঁড়ো দুধ খালাস করা হচ্ছে কি না, তা-ও যাচাই করবে টাস্কফোর্স।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৮, ২০০৮
Leave a Reply