করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী মানুষের মনে উদ্বেগ ও উত্কন্ঠা রয়েছে অন্তহীন। সেই যে ফেব্রুয়ারি -মার্চ মাসে এই অনুজীবের প্রকাশ ঘটলো বিশ্বময় সেই থেকে এই বছর যে প্রায় শেষ হতে চললো, এই জীবাণুকে এখনও পরাস্ত করা যায়নি। অবশ্য খানিকটা আশার আলো দেখা দিয়েছে যে এই সংক্রমণের বিরুদ্ধে টীকা বেরিয়েছে এবং টীকা দেয়ার কাজও শুরু হয়েছে কিন্তু একই সঙ্গে এই জীবাণুর রূপান্তর বা মিউটেশানও লক্ষ্য করা যাচ্ছে এবং রূপান্তরিত কভিড ১৯ ‘এ আবার সংক্রমিত হচ্ছেন কেউ কেউ ।
করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী মানুষের মনে উদ্বেগ ও উত্কন্ঠা রয়েছে অন্তহীন। সেই যে ফেব্রুয়ারি -মার্চ মাসে এই অনুজীবের প্রকাশ ঘটলো বিশ্বময় সেই থেকে এই বছর যে প্রায় শেষ হতে চললো, এই জীবাণুকে এখনও পরাস্ত করা যায়নি। অবশ্য খানিকটা আশার আলো দেখা দিয়েছে যে এই সংক্রমণের বিরুদ্ধে টীকা বেরিয়েছে এবং টীকা দেয়ার কাজও শুরু হয়েছে কিন্তু একই সঙ্গে এই জীবাণুর রূপান্তর বা মিউটেশানও লক্ষ্য করা যাচ্ছে এবং রূপান্তরিত কভিড ১৯ ‘এ আবার সংক্রমিত হচ্ছেন কেউ কেউ। কভিড ১৯ এর এই নতুন রূপ বিশ্লেষণ করছেন লন্ডনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল চাইল্ড হেলথ ‘এর মা শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা জাকি রিজওয়ানা আনোয়ার। আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সাংবাদিক ও সম্প্রচারক আনিস আহমেদ।
ভিডিও চিত্রধারণ ও সম্পাদনা : সাফিউল মাসুদ
স্বাস্থ্য – ভয়েস অব আমেরিকা
2020-12-24 10:08:46
Source link
Leave a Reply