বিষাক্ত দুধ খেয়ে চীনের অসুস্থ শিশুর সংখ্যা দাড়িয়েছে ছয় হাজার দুইশ৷ এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ মিশ্রণের কারণে ২২টি ব্রান্ডের দুধ বিষাক্ত বলে প্রমানিত হয়েছে৷ আর বিষাক্ত এ দুধ খেয়ে এ পর্যন্ত তিনজন শিশু মারা গেছে আর দেড়শ শিশুর অবস্থা সংকটাপন্ন৷ মুলত এই বিষাক্ত দুধ শিশুদের কিডনিতে আঘাত করছে৷ চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হেবেই প্রদেশের সান লু নামের এইকট কোম্পানির দুধে প্রথরেম এই বিষাক্ত পদার্থ মেলামাইন পাওয়া যায়৷ সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিউজির্যান্ডের ৪৩ ভাগ মালিকানাধীন এ কোম্পানি গত মার্চ মাসে তাদের বাজারজাত করা দুধে বিষাক্ত পদার্থ পাবার বিষয়টি নিশ্চিত হলেও তারা এ খবর চেপে রেখেছিল৷
Leave a Reply