বিশেষজ্ঞের চেম্বার থেকে
পরামর্শ দিয়েছেন
ডাঃ মাহবুব মোতানাব্বি
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সমস্যা: আমার মেয়ের বয়স এক বছর ছয় মাস, উচ্চতা ৮২ সেঃমিঃ, ওজন ১০ কেজি। জন্মের পর থেকেই তার পায়খানার সমস্যা। নিয়মিত পায়খানা হয় না। ঢুস দিয়ে পায়খানা করাতে হয়। জন্মের তিন মাস থেকে এখন পর্যন্ত চার-পাঁচ দিন পর পর ঢুস দিয়ে পায়খানা করাতে হয়। বাচ্চার পায়খানার বেগ উঠলে পেটে ব্যথা করে। বিভিন্ন সময় ডাক্তার দেখালে তাঁরা পায়খানার জন্য মেগমিল ও অ্যাবোলেক সিরাপ দিতেন অথবা ঢুস দেওয়ার কথা বলতেন। কিন্তু অনেক দিন হলেও আমার বাচ্চার পায়খানার সমস্যা দূর হয়নি। তাই কীভাবে তার পায়খানার সমস্যা দূর করা যাবে এবং ওজন বা উচ্চতা ঠিক আছে কি না তা জানালে উপকৃত হব।
মোঃ রাসেল, মতিঝিল, ঢাকা।
পরামর্শ: আপনার শিশুর পায়খানার সমস্যার ব্যাপারে পরামর্শ দিতে হলে আরও কিছু তথ্য জানা প্রয়োজন। যেমন−পারিবারিকভাবে, বিশেষ করে শিশুর মায়ের এ ধরনের কোনো সমস্যা আছে কি না, শিশুর খাদ্যাভ্যাস কেমন, খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার আছে কি না, শর্করার (ভাত বা সুজি) পরিমাণ কেমন, শিশুর ঠিকমতো ঘুম হয় কি না, এ পর্যন্ত আপনার শিশুর বিকাশের বিভিন্ন স্তরে সে কত মাস বয়সে বসেছে, কত মাস বয়সে দাঁড়িয়েছে, কত মাস বয়সে হেঁটেছে, এই বয়সের অন্য শিশুদের মতোই তাঁর মনোদৈহিক বিকাশ হচ্ছে কি না, বর্তমানে সে অর্থবোধক শব্দ উচ্চারণ করতে পারে কি না, বয়স অনুযায়ী সবার সঙ্গে তার পারস্পরিক যোগাযোগ কেমন ইত্যাদি।
খাদ্যাভ্যাস ছাড়া উল্লিখিত বিষয়গুলো স্বাভাবিক থাকলে প্রথমেই শিশুর খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে। আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে। কিছুদিন ইসবগুলের ভুসি খাইয়ে দেখতে পারেন। নিয়মিত ও পরিমিত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। খাদ্যাভ্যাসের পরিবর্তনের পর পর্যবেক্ষণ করে দেখুন, অবস্থার কোনো পরিবর্তন হয় কি না। না হলে অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পরিপাকতন্ত্রের এক্স-রে করে দেখতে হবে তাতে স্থায়ী পরিবর্তন হয়েছে কি না। এরপর চিকিৎসা শুরু করতে হবে।
আর উল্লিখিত অন্য বিষয়গুলো স্বাভাবিক না থাকলে শিশুর হরমোনজনিত সমস্যা (সাধারণত থাইরয়েডজনিত) থাকতে পারে। সে ক্ষেত্রে হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এ বয়সে শিশুদের আদর্শ উচ্চতা হলো ৮৩ সেন্টিমিটার আর আদর্শ ওজন ১১ঃ৫ কেজি। যেহেতু শরীরের উচ্চতা অনুযায়ী আপনার শিশুর ওজন মোটামুটি ঠিকই আছে, তাই হরমোনজনিত সমস্যা হওয়ার আশঙ্কাও কম।
সূত্রঃ প্রথম আলো, সেপ্টেম্বর ১৭, ২০০৮
Leave a Reply