পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· মো· আশরাফ হোসেন
চেয়ারম্যান, দন্ত বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সমস্যাঃ আমার বয়স ২৮ বছর। শরীরের উচ্চতা অনুযায়ী ওজন স্বাভাবিক। স্বাস্থ্য ভালো। সমস্যা হচ্ছে, তিন বছর ধরে
আমার দাঁতের একেবারে গোড়ার দিকে দাগ পড়ে যাচ্ছে। প্রথম এটি কম ছিল। তবে এখন আস্তে আস্তে বাড়ছে। যদিও এতে কোনো ব্যথা বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই, ঠান্ডা পানি খেলে শিরশির করে না, কোনো রকম রক্তপাতও নেই, তবে এগুলো দেখতে ভালো লাগে না। এ অবস্থায় আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিলে খুশি হব।
শাবাব উল হক
থানাপাড়া, কুষ্টিয়া।
পরামর্শঃ দাঁতের গোড়ায় দাগ পড়ার কয়েকটি কারণ রয়েছে। সাধারণত যারা নিয়মিত পান খেয়ে থাকে, তাদের দাঁতে দাগ পড়ার আশঙ্কা বেশি। ধূমপানের ফলেও দাঁতে দাগ পড়ে। তাই প্রথমেই এ অভ্যাসগুলো বাদ দিতে হবে। তারপর চিকিৎসা নিতে হবে। দাঁতের গোড়ায় পাথর জমার কারণে যে দাগ হয়, তা স্কেলিংয়ের মাধ্যমে সহজেই দূর করা যায়। অন্যান্য কারণে দাগ হলে তারও চিকিৎসা আছে। এ ব্যাপারে অভিজ্ঞ দন্তচিকিৎসকের সঙ্গে দেখা করুন। পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও সমস্যাটিকে অবহেলা করা ঠিক নয়। কারণ এর সঙ্গে দাঁতের অন্য কোনো সমস্যার সম্পর্ক থাকতে পারে।
সূত্রঃ প্রথম আলো, আগস্ট ২৭, ২০০৮
Leave a Reply