পরামর্শ দিয়েছেন
ডা· রাশেদ মোহাম্মদ খান
ত্বক বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
সমস্যাঃ আমার বয়স ২৩ বছর। সম্মান শেষ বর্ষের ছাত্র। স্বাস্থ্য ভালো। সমস্যা হচ্ছে, আমার মাথায় প্রচুর খুশকি রয়েছে। পড়াশোনা ও অন্যান্যকারণে দিনের বেশ বড় একটা সময় আমাকে বাইরে ধুলোবালি ও রোদ-বৃষ্টি মাথায় করে থাকতে হয়। আমি নিয়মিত শ্যাম্পু করি ও চুলের যত্ন নিই। মাঝেমধ্যে অ্যান্টি-ডেনড্রাফ শ্যাম্পুও ব্যবহার করি। কিন্তু কিছুতেই খুশকি কমছে না।
–অণু বিশ্বাস, টঙ্গী, গাজীপুর।
পরামর্শঃ খুশকি একটি নিয়ন্ত্রণযোগ্য চর্মরোগ। আপনার সমস্যাটিকে বলা হয় সেবোরিক ডারমাটাইটিস। আপনি সপ্তাহে দুই দিন কিটোকোনাজল ২% শ্যাম্পু মাথায় ব্যবহার করতে পারেন। এ ছাড়া সেলেনিয়াম সালফাইডযুক্ত শ্যাম্পু প্রথমে এক দিন পর পর, তারপর সপ্তাহে দুই দিন এবং আস্তে আস্তে তা সপ্তাহে এক দিন করে কিছুদিন ব্যবহার করুন। এতে খুশকি না কমলে ইকোনেট প্লাস ক্রিম রাতে একবার করে চুলের গোড়ায় তিন সপ্তাহ ব্যবহার করতে পারেন। খুশকি কমে গেলে আবার একই নিয়মে শ্যাম্পু ব্যবহার করুন।
সূত্রঃ প্রথম আলো, আগস্ট ২০, ২০০৮
Leave a Reply