পরামর্শ দিয়েছেন
ডা· মাসুদা বেগম
সহযোগী অধ্যাপক, হেমাটলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সমস্যাঃ আমার বোনের বয়স ২০ বছর। ওজন ৪০ কেজি, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। অবিবাহিত। গত জুনে ওর বাঁ পায়ের ঊরুতে টিউমারের অপারেশন হয়েছে। অপারেশন করার কিছুদিন পর সেলাই শুকিয়ে গেছে। এখন সে মোটামুটি সুস্থ। সমস্যা হচ্ছে, বায়োপসি রিপোর্টে টিউমারের টিস্যুতে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে এবং একদিকে সামান্য পরিমাণে শরীরে প্রবেশ করেছে বলে চিকিৎসক বলেছেন। রিপোর্ট দেখে সার্জিক্যাল ডাক্তার বলেছেন, এটার সমস্যা হচ্ছে বারবার একই জায়গায় টিউমার হয়। তবে চিকিৎসা করে ভালো করা সম্ভব। তিনি আমাদের ঢাকায় যোগাযোগ করতে বলেন। ঢাকার একজন চিকিৎসককে দেখালে তিনি রক্ত পরীক্ষা করতে দেন। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে তিনি বলেন, শরীরে রক্তস্বল্পতা রয়েছে। তিনি শরীরে দুই ইউনিট রক্ত দিতে বলেন। রক্ত দেওয়ার পর নাকি চিকিৎসা শুরু করা হবে। ইতিমধ্যে দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে। রক্ত দেওয়ার পর আমার বোনের রাতে, বিকেলে কিংবা অন্য সময় জ্বর ওঠে। তখন মনে হয় ওর হাত-পা অবশ হয়ে যাচ্ছে। আমরা বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। এটা কি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে দেশে এর সঠিক চিকিৎসা কোথায় পাব জানালে উপকৃত হব। শুনেছি এর চিকিৎসা ব্যয়বহুল, তাই আনুমানিক ব্যয় কত হতে পারে জানালে ভালো হয়।
ফাহিমা আক্তার
ময়মনসিংহ।
পরামর্শঃ আপনি অনেক কথাই লিখেছেন, কিন্তু আপনার বোনের টিউমারটি কী ধরনের সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। শরীরে নানা ধরনের টিউমার হয়ে থাকে। কোনোটা নিরাময়যোগ্য আবার কোনোটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা সম্ভব। দেরি হয়ে গেলে জটিলতা বেশি হয়। রক্তশূন্যতা যদি থাকে, তাহলে দেখতে হবে টিউমারটা অস্থিমজ্জায় বিস্তৃত হয়েছে কি না। বিশেষ করে ক্যান্সারজাতীয় টিউমার অস্থিমজ্জায় ছড়িয়ে পড়ে। সে ক্ষেত্রে আগে রোগীকে রক্ত দিয়ে স্বাভাবিক করে তারপর চিকিৎসার পরিকল্পনা করতে হয়। শরীরে রক্ত দেওয়ার পর যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়, যেগুলোর মধ্যে আপনার বোনের উপসর্গগুলো পড়ে না। মনে হচ্ছে এটা মানসিক উপসর্গ। চিকিৎসা যদি করাতে চান, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বাংলাদেশেই এখন এ ধরনের রোগের উন্নত মানের চিকিৎসা সম্ভব। প্রয়োজন শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। পরিবারে একজন শারীরিকভাবে অসুস্থ হলে মানসিকভাবে আর সবাই বিপর্যস্ত হয়ে পড়ে। ধৈর্য ধরুন। অসুখের নামটা জানালে আপনাকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া যেত।
সূত্রঃ প্রথম আলো, আগস্ট ১৩, ২০০৮
ABU NASIR
আমার ঘাড়ে হঠাত্ একটু মাংশ উচুঁ মনে হয় এবং হাতে ধরা যায় এটি টিউমার কিনা পরামর্শ চাই।
Bangla Health
কোনো আঘাতজনিত কারণে হয় নি তো? অনেক সময় ফ্যাট জমেও এমন চাকতির মতো হতে পারে।
খুব সন্দেহজনক হলে ডাক্তার দেখিয়ে নিন।