ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত দিনেই বেশি কামড়ায়। সাদা-কালো ডোরাকাটা এই মশা আবদ্ধ পানিতে জ্নায়। কিছু পদক্ষেপ নিলে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণ করে সহজেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়।
— ফুলের টবে যেন পানি না জমে, সেদিকে খেয়াল রাখুন। সম্ভব হলে টবের নিচে ছিদ্রযুক্ত প্লেট রাখা ভালো। টবের ওপরের অংশের মাটি আলগা করে দিন, এতে টবে পানি জমবে না এবং মাটির শোষণক্ষমতাও বাড়বে।
— যেসব গাছ বোতলে রাখা হয়, সেসবের পানি এক দিন পর পর বদলিয়ে দিন। গাছের শেকড় ভালোভাবে ধুয়ে ফেলুন। কারণ শেকড়ে মশার ডিম লেগে থাকে।
— যেসব শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে জমানো পানি থাকে, তা নিয়মিত বদলানো ভালো। সেই পানিতে এক সপ্তাহ পর পর এক চামচ পেট্রল ঢেলে নিতে পারেন। এতে মশা বংশবৃদ্ধি করতে পারবে না। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বাইরের অংশে ট্রে বা এমন কিছু দেওয়া উচিত নয়, যাতে পানি জমতে পারে।
— ভাঙা বা অব্যবহৃত বোতল, কৌটা বা যেকোনো পাত্র, ক্যান, আইসক্রিম বা অন্য কিছুর বাক্স, টায়ার, রঙের টিন, নারকেল বা তালের খোসা প্রভৃতি ডাস্টবিনে ফেলে দিতে হবে। যদি এমন হয় যে শিগগিরই ডাস্টবিনে ফেলা যাচ্ছে না, তাহলে সেগুলো ঢেকে রাখুন এবং খেয়াল রাখুন, যেন বৃষ্টির পানি না জমে।
— নালা ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। পলিথিন ব্যবহার করা এবং বাড়ির আশপাশে পলিথিন ফেলা একেবারেই উচিত নয়। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে পানি জমে থাকে।
— ছাদের জলাধারে সব সময় ঢাকনা ব্যবহার করুন।
— নালায় সপ্তাহে এক দিন কেরোসিন বা পেট্রল ঢেলে দিন, এতে মশার লার্ভা মরে যাবে। এ ছাড়া সিটি করপোরেশনের সাহায্যে মেলাথিয়ন স্প্রে করাতে পারেন। মেলাথিয়নে এডিস মশা মরে। এর পরও ঘরে এডিস মশা ঢুকতে পারে, তাই ঘরের জানালায় নেট ব্যবহার করা সবচেয়ে ভালো। যেসব এলাকায় মশার উপদ্রব বেশি, সেখানে দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন।
ডা· ইকবালকবীর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০৬, ২০০৮
Leave a Reply