কে কোন ধরনের বা কোন ব্র্যাণ্ডের প্রসাধনী ব্যবহার করবেন–এমন একটা প্রশ্ন অনেকেই করেন। কিন্তু সেটা এক কথায় বলে দেয়া যায় না। কারণ আমাদের প্রত্যেকের ত্বকের ধরন ভিন্ন। আমরা বিভিন্নজনকে বলি বিভিন্ন প্রডাক্ট ব্যবহার করে দেখতে, এবং শেষে যেটা তার শরীরের পক্ষে মানানসই লাগে সেটা ব্যবহার করতে। যারা এত পরীক্ষা-নিরীক্ষার ঝামেলার মধ্যে দিয়ে যেতে চান না, তারা এবং যাদের ত্বক সংবেদনশীল বা সেনসিটিভ (আমাদের দেশের বেশিরভাগ মানুষের ত্বকই এমন), তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সরাসরি সেনসিটিভ টাইপের প্রসাধনী ব্যবহার করা।
এমনিতে চুল বা ত্বক ভালো রাখতে সবচেয়ে বেশি জরুরী হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, জামাকাপড়-অন্তর্বাস থেকে শুরু করে বিছানাপত্র–সব কিছু সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। এতে চুলকানি, খুশকি, চুলপড়া ইত্যাদি সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়।
সেই সাথে বাজারের হরেক রকমের প্রসাধনী থেকে দূরে থাকতে পারলেও ভালো। এসব যত কম ব্যবহার করা যায়, ততই ভালো। কারণ যেসব রাসায়নিক পদার্থ দিয়ে এসব বানানো হয় তার বেশিরভাগই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর এগুলোর অন্যতম প্রধান উপাদান হলো অ্যালকোহল। এসব রাসায়নিক উপাদান আমাদের শরীরের সংস্পর্শে এসে ক্যান্সার থেকে শুরু করে নানান ধরনের রোগের সৃষ্টি করে।
তবুও দৈনন্দিন জীবনে এসবের ব্যবহার একেবারে না করে থাকা যায় না। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে যেটুকু দরকার, তার বাইরে এসব ব্যবহার যত কম করা যায়, তত ভালো। আর যেহেতু অল্প অল্প ব্যবহার করবেন, তাই ভালো ব্র্যাণ্ডের জিনিস একটু বেশি দাম হলেও সেগুলো কেনা ভালো। আর নামকরা ব্র্যান্ডের কোম্পানিগুলোর প্রায় সবাই সব ধরনের প্রসাধনীর একটা সেনসিটিভ ভার্সন থাকে। এই প্রডাক্টগুলোতে অ্যালকোহল না থাকাতে যেমন কম ক্ষতিকর, সেই সাথে দামও তুলনামূলক ভাবে কম।
রেগুলার প্রসাধনী ব্যবহারে চুল ওঠা, চুলকানি বা ত্বকের নানান সমস্যা হয়ে থাকলে সেগুলো বাদ দিয়ে এই সেনসিটিভ প্রসাধনীগুলো ব্যবহার করে দেখতে পারেন।
Sujon
Hello Sir….
how are you?
amr problems hocce amr chul pore jacce….
and amr hat pa breddo loker moto kuchke jacce etar karon ki?
ki korle ai somossar somadhan korte pari…
please ektu janaben…*
Bangla Health
আপাতত চুল খুব ছোট করে ফেলতে পারেন। চুলে যাতে ময়লা না হয় সেটা দেখতে হবে। সেসব সাবান-শ্যাম্পুতে চুল উঠে সেগুলো বাদ দিতে হবে।
হাত-পা কুঁচকে গেলে ব্যায়াম করতে হবে, সেই সাথে খাওয়া আর ঘুম ঠিক রাখতে হবে।
s
skin forsha korte ki use korbo
Bangla Health
স্কিন ফরসা করার কোনো কিছু এখনো দুনিয়ায় আসে নাই। ফেয়ার এন্ড লাভলি টাইপের যা কিছু আছে, সেগুলো সব ভূয়া। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এরা প্রতারণা করে আসছে শুধু।
muhaiminul
nice post.i hope that helps people.go ahead,,,,,,,,,,,,
Sazzad
রেগে পুড়ে যাওয়া তক ও হাত কিভাবে ঠিক হবে?
Bangla Health
রেগে মানে বুঝলাম না।
Sumaiya Sujon
Ami baby nite chai kintu hoi na kintu amr masik niyom Moto hoi kintu masik er sathe norom manso bar hoi akon Ami ki korbo bolle onk help hoto amr
Bangla Health
গাইনী ডাক্তার দেখাবেন।
মাসিক নিয়ম মত হলে মাসিক শুরুর দিন থেকে হিসাব করে ১৩তম থেকে ১৭তম–এই ৫ দিন ট্রাই করে দেখবেন।
Md:Mominul Islam
hmm