অধ্যাপক ডা· আনোয়ারা বেগম
সাবেক বিভাগীয় প্রধান
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ — ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সমস্যাঃ আমার বয়স ৩১ বছর। প্রায় চার বছর ধরে ডায়াবেটিস আছে। এ অবস্থায় আমি প্রথম সন্তানের মা হই। সব সময় অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছি। নিয়মিত ইনসুলিন নিই, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করি। পরে একটি সুস্থ সন্তানের জন্ম দিই। বাচ্চা হওয়ার পর থেকে প্রায়ই বিষণ্ন থাকি। মনে সাহস পাই না। মাথা ঘোরায়। কেমন যেন ভয় ভয় লাগে। বাচ্চার বয়স তিন বছর। এই কয়েক বছর ধরে সব সময়ই মাথা ঘোরায় মনে হয়।
সেই সঙ্গে চোখেও স্বস্তি লাগে না। আমি বারডেমে নিয়মিত পরামর্শ নিই। সেই সঙ্গে একজন চক্ষু, মেডিসিন ও নিউরোলজিস্টকেও মাঝেমধ্যে দেখিয়েছি। কোনো সমস্যাই পাওয়া যায়নি। এখন ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। বাচ্চা হওয়ার পরপর একটু অনিয়ন্ত্রিত ছিল। এখন বেশ কিছু ওষুধ নিয়মিত সেবন করে যাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিস থাকা অবস্থায় বাচ্চা নেওয়ায় আমার কোনো সমস্যা হবে কি? আমার মাথা ঘোরানো কি কমবে না? পরে কি আর সন্তান নিতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক
টঙ্গী, গাজীপুর।
পরামর্শঃ আপনি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন এবং নিজেও সুস্থ আছেন। তাই ডায়াবেটিস থাকা অবস্থায় সন্তান নেওয়ায় আপনার কোনো সমস্যা নেই। যেহেতু আপনার ডায়াবেটিস আছে, রক্তচাপও কিছুটা বেশি, তাই এগুলো অনিয়ন্ত্রিত থাকলে মাথা ঘুরতেই পারে। এ জন্য ডায়াবেটিস ও রক্তচাপ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন। আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকতে পারে। এটি পরীক্ষা করিয়ে নিশ্চিত হোন। আপনি নিয়মিত আয়রন ট্যাবলেট ও মাল্টিভিটামিন ট্যাবলেট খাবেন। সকালে ও সন্ধ্যায় খোলা জায়গায় হাঁটুন। চিন্তামুক্ত থাকুন। আবার সন্তান নিতে চাইলে দেরি না করাই ভালো।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০৬, ২০০৮
assalamually kum.my frend now verry sik.his in side the sckin tumar all body.
tumar its small typ mabe mor than 50. he is now saudiarabia.how i want to tak madesin homiupattik.you can give me homiu DrPHONE NO OR adress
pation name-abdul.50yers old.waight70.strtof tumar three month.
সৌদিআরবের হোমিওপ্যাথী ডাক্তারের ঠিকানা সংগ্রহ করা আমাদের জন্য একটু কঠিন।
আপনার বন্ধু কি এলোপ্যাথী ডাক্তার দেখিয়েছিলেন?
one month before born my son with normal delivery. Next 2-3 years after i want next kids which method appropriate for me. If pill, which pill & when i start ?
দুইটা মেথডই কার্যকরী। তবে পিলের ব্যাপারে বেশী সতর্ক থাকা উচিত যাতে অনিয়মিত না হয় বা কোনোদিন বাদ না পড়ে।
নানা প্রকারের পিল আছে, যেটায় সুবিধা হয়। ভালো হয়- অভিজ্ঞ ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নিলে।
আমর বয়স ১৭ বসর ৯ মাস । আমার ওজন ৬৭ kg । আমার সমস্যা হলো প্রায় ৪ থেকে ৫ বসর ধরে আমর পা জিম জিম করে । মনে হয় মাসিক হবার পর থেকে । যদি আমি কখনো বসি তাহলে আমি আর উঠতে পারি না । আমার পা কি রকম জিম জিম করে এবং কিরকম অনুবতী হয় । খুব অসস্তি লাগে । আমি ঢাকায় ডাক্তর আবুল কাশেম খন্দকার কে দেকিয়চিলাম । প্রায় ৩ বসর আগে । তিনি আমকে বলেছেন আয়রন কাপ্সুল খেতে । এখন আমি লন্ডন এ থাকি । সেজন্য থাকে দেখানু সম্ভব নয় । কয়েক মাস আগে আমার miscarriage হয় । এখন থেকে আমার এই সমস্যা খুব বেশি হচ্ছে । এবং হাতে ও হচ্ছে । কিছু কাটতে গেলে হাত জিম জিম করে ও হাতের রগ । এটাকি ওজন বেশি এর কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে ? এবং এ থেকে কিভাবে মুক্তি পাব ।
আপনার হাইটটা বললে একটু সুবিধা হত। মনে হচ্ছে আপনার ওজনটা একটু বেশী। শরীরের কোন অঙ্গপ্রতঙ্গে রক্তচলাচলে সমস্যা হলে এমনটি হতে পারে। শরীরে ফ্যাট বেশী থাকলে রক্তচলাচলে সমস্যা হয়। রক্তের ফ্লো ঠিক রাখতে আপনি নিয়মিত দৌড়াতে পারেন, নইলে জোরে জোরে হাঁটা শুরু করেন ৩০-৪৫ মিনিট। একদিন পর পর করলেও হবে। আর প্রচুর পানি খাবেন।