অধূমপায়ীদেরও ফুসফুসের ক্যানসার হতে পারে
ধূমপান ফুসফুসের ক্যানসারের একটি অন্যতম ও প্রধান কারণ। যাঁরা দৈনিক ২ থেকে ৩ প্যাকেট সিগারেট সেবন করেন বা ২০-৩০ বছর ধরে ধূমপান করেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশ ব্যক্তিরই ফুসফুসের ক্যানসারের ঝুঁকি থাকে। তাই বলে যাঁরা ধূমপান করেন না, তাঁরা কি একেবারেই নিরাপদে থাকেন? অধূমপায়ীদেরও ফুসফুসের ক্যানসার হতে পারে। এমনকি নারীরাও এই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ধূমপান করেন না বলে কিছু উপসর্গকে অবহেলা করবেন, তা হয় না।
* পরিবেশের ও কর্মক্ষেত্রের নানা দূষণ, গাড়ির ধোঁয়া ফুসফুসের ক্যানসারের কারণ হতে পারে। তাই কাঠ বা কয়লা পোড়ানোর ধোঁয়া বা যানবাহনের ধোঁয়া থেকে নিজেকে রক্ষা করুন। শিল্পকারখানায় কাজ করার সময় মাস্ক ব্যবহার করা ভালো।
* নারী ও অধূমপায়ীদের ভিন্ন ধরনের ক্যানসার হয়ে থাকে। পরোক্ষ ধূমপানও অন্যদের ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* বেশ কিছুদিনের কাশি, কাশির সঙ্গে রক্তপাত, জ্বর, ওজন হ্রাস ইত্যাদি ফুসফুসের ক্যানসারের পরিচিত লক্ষণ। তবে কিছু অপরিচিত উপসর্গ নিয়েও ফুসফুসের ক্যানসার দেখা দিতে পারে। যেমন-গলার স্বর পরিবর্তন। ধূমপায়ী বা ব্রংকাইটিসের রোগীর সাধারণ কাশির ধরন পরিবর্তন। বুকে বা কাঁধে ব্যথা। ৫০ শতাংশ রোগী বুক বা কাঁধের ব্যথা নিয়েই কেবল চিকিৎসকের দ্বারস্থ হতে পারেন। ঘন ঘন নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ হতে পারে একটি লক্ষণ।
* খুসখুসে কাশি বা শ্বাসকষ্টও এর লক্ষণ হতে পারে। অনেক সময় আমরা এগুলোকে অ্যালার্জি বা হাঁপানি ভেবে অবহেলা করি।
* দেহের অন্য কোনো অঙ্গের ক্যানসার ছড়িয়ে পড়ে ফুসফুসে বাসা বাঁধতে পারে। ব্রেস্ট, কোলন, প্রোস্টেট ক্যানসার ফুসফুসে বেশি ছড়ায়। এ ধরনের রোগের ইতিহাস থাকলে ফুসফুসজনিত কোনো উপসর্গকেই অবহেলা করা যাবে না।
ডা. মো. আজিজুর রহমান,
বক্ষব্যাধি বিশেষজ্ঞ
সোর্স – প্রথম আলো।
Nahian
Assalamualaikum achcha ami age Esoral Mups 20 Shokale ebong ratre khabar age khetam.Ekhon 3-4 din khai na.Ekhon jodi ami abar khawa shuru kori amar ki kono problem hobe naki?
Bangla Health
না, সমস্যা হবে না।
shafiqul islam
আসসালামু আলাইকোম আমি একটা রোগ নিয়ে অনেক সমস্যায় আছি দয়া করে আমাকে একটা advise দিবেন রোগটা হল প্রাই তিন বছর পূর্বে সলালে ঘুম থেকে চোখ খোলার সঙ্গে সঙ্গে আমার মাথা ঘোরান দেয় তার পর থেকে এদিক ওদিক তাকালে মাথা ডেউ মারে এবং মনে হয় পরে যাব। তিন বছর ধরে এ রোগ নিয়ে ভুগছি বর্তমানে যে অবস্থা এখন শরীর অনেক দূর্বল, চলার সময় শরীর ডোলে, কোন দিকে তাকালে মনে হয় পরে যাব, চোখে জাপসা দেখি, রাত হলে চলাফেরা আরও বেশি সমস্যা হয়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথা ডোলে পরতে চায় মনে হয় মাথা দূবর্ল ও মাথায় পুষ্টির অভাব অনেক চিকিতসা করিয়েছি কিন্তু রোগ ভাল হয় না এবং রোগও ধরতে পারিনা please দয়া করে আমাকে একটা advise দিবেন।
jessoreroad
ar putekar ke……..aca
Ik parves
ওয়েব সাইট টি কিনতে চাই ….. আমার ফোন নম্বর 01742376123