স্বল্প ব্যয়ে কিডনি ও মূত্ররোগের শল্যচিকিৎসায় সালাম ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লানটেশন ফাউন্ডেশন গঠিত কিডনি ও মূত্ররোগের সাধারণ ও শল্যচিকিৎসা স্বল্প ব্যয়ে করার জন্য ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে সালাম ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লানটেশন ফাউন্ডেশন। বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেলবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর এম এ সালাম এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
এতে ফাউন্ডেশনে কিডনি ও মূত্ররোগের চিকিৎসা করা হয়। দরিদ্র রোগীদের প্রতিষ্ঠানটি স্বল্প ব্যয়ে চিকিৎসা করে থাকে। সালাম ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লানটেশন ফাউন্ডেশনে রয়েছে ইউরোলজি বহির্বিভাগ। এই বিভাগে শনি থেকে বৃহস্পতিবার মূত্ররোগবিষয়ক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
অন্যান্য কাজ
সার্জন বা শল্যচিকিৎসকদের ল্যাপারোস্কপিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এই ফাউন্ডেশনে রয়েছে শল্যচিকিৎসকদের সহায়তার জন্য ল্যাপারোস্কপি ট্রেনিং সেন্টার। শল্যচিকিৎসাবিদ হতে ইচ্ছুক যেকোনো চিকিৎসক এখানে ল্যাপারোস্কপিতে প্রশিক্ষণ নিতে পারবেন। এ ছাড়া সালাম ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লানটেশন ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এখন পর্যন্ত ৭০টির মতো কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। ভবিষ্যতে ভ্রাম্যমাণ ইউরোলজি হাসপাতাল প্রতিষ্ঠা করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে মূত্ররোগের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
যোগাযোগ
বাড়িঃ ১১, সড়কঃ ৫, ধানমন্ডি, ঢাকা।
ফোনঃ ০১৭২০১৯৭১৫২, ০১৫৫৬৬৩৩৪৭১।
ই-মেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.swt.org.bd
— স্বাস্থ্যকুশল প্রতিবেদক
সূত্রঃ দৈনিক প্রথম আলো, জুলাই ১৬, ২০০৮
Leave a Reply