উন্নত বিশ্বে প্রতিটি কর্মক্ষেত্রে গড়ে প্রায় ১০ শতাংশ কর্মী কেবল বিষণ্নতার কারণে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন না। বিষণ্নতার কারণে বছরে গড়ে ৩৬ কর্মদিবস নষ্ট হয়। কিন্তু বিষণ্নতায় আক্রান্ত ৫০ শতাংশ কর্মী চিকিৎসাসেবা নেন না। অনেক সময় মানসিক সমস্যার কথা মুখ ফুটে বললে চাকরি হারানোর ভয় থাকে। দেশে অনেক ক্ষেত্রে নারীদের মধ্যে কর্মস্থলে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বেশি দেখা গেছে। তবে কাজের চাপ, অতিরিক্ত কর্মঘণ্টা, উদ্বেগ, পরিবারে সময় কম দেওয়া ইত্যাদি কারণে নারী-পুরুষ উভয়ের ওপর মানসিক চাপ বাড়ে, যা কর্মদক্ষতা কমিয়ে দেয়।
কর্মক্ষেত্রকে মানসিক স্বাস্থ্যবান্ধব করতে এবং নারীকর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে চাকরিদাতা ও কর্মীদের সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য যাতে না থাকে, সেদিকে নজর দিতে হবে। গুণগত মানসম্মত কর্মী নিয়োগ, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া, কর্মীদের মনের যত্নের জন্য কাজের পাশাপাশি বিনোদনমূলক কার্যক্রম চালু রাখলে (পিকনিক, চা চক্র ইত্যাদি) কর্মক্ষেত্রে মানসিক চাপ কমাবে।
কর্তৃপক্ষ এগিয়ে না এলেও নিজেরা নানা কার্যক্রম চালু করতে পারেন। কর্মক্ষেত্রে পরস্পরের সঙ্গে স্বচ্ছ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শিখুন। যেসব নারীকর্মীর শিশুসন্তান রয়েছে, তাদের জন্য কর্মক্ষেত্রে ‘শিশু যত্ন কেন্দ্র’ থাকা উচিত। যে কারও সাফল্যকে উদ্যাপন করতে হবে, ব্যর্থতাকে বারবার তুলে ধরা যাবে না, ব্যঙ্গবিদ্রূপ করা চলবে না। কারও মধ্যে বিষণ্নতা, উদ্বেগ বা আচরণজনিত সমস্যা দেখা দিলে সেটি নিয়ে তার সঙ্গে আলাদা কথা বলতে হবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
সোর্স – প্রথম আলো।
প্রথমে ৮ দিন মাসিকের পর ঔষুধ (Micobal tramic memoral) খাবার পর ৫ দিন বন্ধ থাকার পর আবার আজ সামান্য রক্ত যাচ্ছে , তল পেটে ব্যাথা আছে, পরাপৰ্শ আশা করছি
সামান্য রক্ত গেলে সমস্যা হওয়ার কথা নয়। তবে ব্যথা বেশি হলে ডাক্তার দেখাবেন।
আমার গার্লফ্রেন্ড বয়স ১৭বছর১০মাস।ওর সাদা স্রাব হওয়ার সময় খুব পেট ব্যথা করে। এটা কেন হয়
৩-৪ দিন সঠিক ভাবে হওয়ার পর আরো ২-৩ দিন ১-২ ফোটা করে বের হওয়া।এটা কি কোন সমস্যা, আমি কি আমার মেডাম কে ডাক্তার দেখাবো। আবার আমার মেডাম সিজার হয়েছে ২১মাস বয়স। ১৩-১৪ মাস পযন্ত কোন মাসিক হয়নি।বাচ্চার বয়স এখন ২১ মাস। তবে টাইম মতই মাসিক হচ্ছে। সমস্যা সুধু আগে ৩-৪-৫ দিনেই ক্লিয়ার হতো।এখন ৬-৭ দিন পযন্ত হয়। এটা কি কোন সমস্যা।
আমার বউ এর মাসিক হয়েছে কিন্তু ময়লা অল্প ভাঙ্গে এর কারণে কি কোনো সমস্যা হবে
আমার মাসিক চলা কালীন অধিক রক্তক্ষরন হয়।এক মহিলার থেকে জানতে পারলাম,বেশি রক্তক্ষরণ হওয়া ভালো না ।।
আমার মাসিক চলা কালীন অধিক রক্ত বাংগে. আমি শুনলাম রক্ত বেশী যাওয়া ভালো লক্ষন না …আমার প্রশ্ন রক্ত বেশী কেন যায়..?