ল;সমস্যা থাকতেই পারে। তবে একদম দাড়ি টানার আগে নিজেকে কিছু প্রশ্ন করুন।
পৃথিবীতে আদর্শ সম্পর্ক বলে কিছু নেই। অন্য সব বিষয়ের মতোই সম্পর্কে সমস্যা থাকে। এই সমস্যা নিয়ে দুইজন মানুষের একসঙ্গে এগিয়ে যাওয়াই আসলে সফল সম্পর্কের লক্ষণ।
তবে কোনো কোনো সময় সমস্যা এতই বেড়ে যায় যে একসঙ্গে এগিয়ে যাওয়া দূরে থাক টিকে থাকাই মুশকিল হয়ে যায়। তখন আসে একলা চলার চিন্তা।
সম্পর্কবিষয়ক ভারতীয় একটি ওয়েবসাইটের একটি প্রতিবেদনে জানানো হয়, একলা চলার সিদ্ধান্ত ইদানিং মানুষ খুব দ্রুত নিয়ে ফেলে।
তারা পরামর্শ দিয়েছে সম্পর্ক শেষ করার আগে কয়েকটি প্রশ্ন নিজেকে করে বুঝে নিতে যে সম্পর্ক আসলেই শেষ করা প্রয়োজন কি-না। হয়ত একটা সুযোগ দিলে সম্পর্কটা ঠিক হয়েও যেতে পারে—
সর্বাত্বক চেষ্টা: সম্পর্ক শেষ করার আগে অন্তত একবার বসে ভাবতে হবে একসঙ্গে থাকার চেষ্টায় নিজের পক্ষ থেকে কোনো ত্রুটি ছিল কি-না। সঙ্গীর সঙ্গে কি খোলামেলা আলোচনা করা হয়েছিল! সম্পর্ক থেকে নিজের কী চাওয়া আছে অথবা সঙ্গী কী চাচ্ছে? পাশাপাশি এটাও জানা জরুরি একজন আরেকজনের মধ্যে কী পরিবর্তন আশা করেছিলেন। সম্পর্ক বা জেদের বাইরে এখনও কি একটা যত্ন বা উদ্বেগের জায়গা সঙ্গীর জন্য রয়ে গেছে?
কারণ যখন সময়: এমনও তো হতে পারে সম্পর্কটা বেড়ে ওঠার যথাযথ সময় পায়নি। একজন আরেকজনের সঙ্গে আরও সময় কাটালে হয়ত ভুল বুঝাবুঝি কমে আসতে পারে। কেজানে হয়ত সারাজীবন মনে রাখার মতো সুন্দর কোনো মুহূর্ত খুঁজে পাওয়া যাবে। তাই একদম শেষ করে দেওয়ার আগে একসঙ্গে আরও কিছু একান্ত সময় কাটানোর কথা ভাবা যেতে পারে।
ভেঙে পড়ার কারণ: সম্পর্ক ভেঙে ফেলার আগে অবশ্যই পরিষ্কার করে জানতে হবে সম্পর্কটা কেনো ভেঙে ফেলতে চাওয়া হচ্ছে। এটার কারণ যদি মাদকাশক্তি হয়, শারীরিক বা মানসিক নির্যাতন হয়, যৌতুকের জন্য চাপ দেওয়া হয় তবে যত দ্রুত সম্ভব সেটা ভেঙে ফেলা উচিত।
তবে কারণ যদি এমন হয় যে সঙ্গীর পরিবারের সদস্যদের বা বন্ধুদের পছন্দ হচ্ছে না। অথবা সঙ্গীর কাজের ব্যস্ততার কারণে দূরত্ব তৈরি হচ্ছে তবে অবশ্যই এই সম্পর্ক ভাঙা ঠিক না। সম্পর্কের মূল কথা হচ্ছে দুজনে মিলে ভালো থাকা। এখানে ছোটখাটো সমস্যা আসতে পারে কিছু বিরক্তিকর অপ্রিয় মানুষও আসতে পারে। শুধুমাত্র তাদের কথায় বা কাজে নিজেদের মধ্যে এমন মনোমালিন্য সৃষ্টি করা অনুচিত যা ভাঙন তৈরি করে।
হারিয়ে ফেলার ভয়: সম্পর্কের তিক্ততা অনিরাপদ বোধ থেকেও আসতে পারে। কখনও কখনও একসঙ্গে থাকার অতিরিক্ত চেষ্টা সম্পর্ক ভাঙনের কারণ হতে পারে। সম্পর্ককে একটু সময় আর নিজের মতো স্বাধীন করে দিলেই এই সমস্যা থেকে মুক্ত থাকা যায়।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
Leave a Reply