দেশের মাটিতে চলছে বিশ্বকাপ ক্রিকেট। ক্রিকেটের জোয়ারে মেতেছেন ক্রিকেটপ্রেমীকেরা। জাতীয় ক্রিকেট দলকে সমর্থন দিতে তাঁদের কত আয়োজন!
শুধু জার্সি নয়; ভুভুজেলা, ব্যান্ডানা আরও নানা কিছু নিয়ে খেলা দেখতে যাচ্ছেন তাঁরা।
ঢাকার বাজার ঘুরে দেখা যায়, পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের পতাকা, মাথায় বাঁধার ব্যান্ডানা, হাতে বাঁধার ব্যান্ড, রয়েল বেঙ্গল টাইগারের ছবিসহ টুপি, সফট টয় কিংবা ক্যাপ। আর ফুটবল বিশ্বকাপে ব্যাপক পরিচিতি পাওয়া ভুভুজেলা তো আছেই। নিউ সুপারমার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে দেখা। এঁদের মধ্যে শাওন বলেন, ‘আমাদের টাইগাররা চার ও ছয় মারলে তাদের আরও বেশি উৎসাহ দিতে চাই। এ জন্যই এসব কেনা।’ কলাবাগানের প্লাজা এআরএতে অবস্থিত স্পোর্টস জোনে ভুভুজেলা কিনতে আসা রাফিদ হাসান বলেন, ‘ভুভুজেলা কিনলাম। নিজে মাঠে গিয়ে খেলা দেখব। তবে ঘরে বসে পরিবারের অন্য সদস্য যাঁরা খেলা দেখবেন, তাঁদের জন্যও নিলাম ভুভুজেলা এবং মাথায় বাঁধার ব্যন্ডেনা।’
নিউমার্কেটের টুপির দোকানের এখন বেশির ভাগ জায়গাজুড়ে লাল-সবুজ রঙের টুপি। দোকানি আসাদ হোসেন বলেন, ‘অন্য সময়ের চেয়ে এখন অনেক বেশি বিক্রি হচ্ছে। হয়তো কেউ প্রয়োজনেই টুপি কিনছে, সেখানেও লাল-সবুজের ছড়াছড়ি।’ গুলিস্তান ও কলাবাগনের ক্রীড়া সামগ্রীর দোকান, নগরের বড় বড় বুটিক হাউস, নিউ সুপারমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালায় এলাকা আর ফুটপাতে সর্বত্রই মিলবে নানা ডিজাইন কিংবা আকারের স্মারক। এ ছাড়া স্টেডিয়ামের সামনে তো আছেই।
আকারভেদে পতাকার দাম পড়বে ১০-৫০০ টাকা, টুপি ৫০-২০০ টাকা, টাইগারদের ছবিসংবলিত টুপি ১৫০-২০০ টাকা, মাথায় বাঁধার ব্যান্ডেনা ৫০ টাকা, হাতে বাঁধার ব্যান্ড ২০-৫০ টাকা, ভুভুুজেলা আকারভেদে ৫০-২০০ টাকায় পাওয়া যচ্ছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০১, ২০১১
Leave a Reply