বাথরুম, রান্নাঘরসহ অন্যান্য ঘরেও আজকাল টাইলসের ব্যবহার বাড়ছে। টাইলসের সুবিধা হলো, এতে পানি পড়লে মোজাইকের মতো দাগ ধরার আশঙ্কা নেই। তবে অনেকেরই অভিযোগ, টাইলস পরিষ্কার রাখা বেশ ঝামেলার।
‘টাইলসের ঘর ঝকঝকে তকতকে পচ্ছিন্ন রাখতে হবে। রং জ্বলে ফ্যাকাসে কিংবা দৃষ্টিকটু যেন না হয়ে যায়, সে জন্য প্রতিদিন পরিষ্কার করে রাখতে হবে। পর্যাপ্ত যত্ন করলে টাইলসের টিকে থাকার সম্ভাবনা বেশি।’ টাইলসের ঘরের পরিচ্ছন্নতা নিয়ে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফাওজিয়া।
যা করতে হবে
প্রতিদিন ঘর পানি দিয়ে মুছতে হবে।
কোনো ধরনের কালচে দাগ যেন না হয়, সে জন্য প্রতিদিনই পরিষ্কার করা প্রয়োজন।
টাইলসের ওপর যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সাধারণত টাইলসের জোড়া লাগানো স্থানের কোনায় কোনায় ময়লা জমে কালচে দাগ পড়ে, তাই সপ্তাহে অন্তত এক দিন ডিটারজেন্ট পাউডার গোলা পানি কিংবা ফোমে সাবান বা লিকুইড ক্লিনার ব্যবহার করা যেতে পারে।
রান্নাঘরের টাইলসে ময়লা পড়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। তাই পরিষ্কারক তরল দিয়ে সব সময় কিংবা রান্নার পরপরই পরিষ্কার করে রাখতে হবে।
প্রতিদিন ঘর মোছার মতো শুকনো পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে ঘরের প্রতিটি কক্ষ পরিষ্কার করে রাখতে হবে। তবে লক্ষ রাখতে হবে, পানি দিয়ে পরিষ্কার করার সময় মেঝে পিচ্ছিল হয়ে না যায়।
তেল, চর্বিজাতীয় দাগ পড়ে টাইলস যেন নষ্ট না হয়, সে জন্য যেসব স্থানে দাগ পড়বে সঙ্গে সঙ্গে তা সাবানের পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
রোগজীবাণুমুক্ত রাখতে সপ্তাহে অন্তত একবার স্যালভন পানির সঙ্গে মিশিয়ে ঘর পরিষ্কার করতে হবে।
দেয়ালের সিরামিক-টাইলস পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন সুতির শুকনো কাপড়।
বাজারে বৈচিত্র্যপূর্ণ টাইলসের বাহার রয়েছে; তাই যে ধরনের টাইলস ঘরে ব্যবহার করুন না কেন, যত্ন নিলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আর স্থায়ীও হবে বেশি দিন।
নাঈমা আমিন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০১, ২০১১
Leave a Reply