বন্ধু দিবসের নানা ধরনের কার্ড পাওয়া যাচ্ছে বাজারে ‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাক, একটু বসিয়া থাক।’ বন্ধুর প্রতি এমন আবেদন অন্য বন্ধুর থাকবে, এটাই তো স্বাভাবিক। আর সেই বন্ধুকে বিশেষভাবে স্মরণ করার জন্য আছে একটি বিশেষ দিনও। হ্যাঁ, পাঠক, বন্ধু দিবসের কথাই বলছি। আগস্টের প্রথম রোববার সারা বিশ্বে পালিত হয় দিনটি। আর তরুণ প্রজন্মের কাছে দিনটির আছে আলাদা আবেদন।
বন্ধু দিবসের আর মাত্র কয়েক দিন বাকি। তাই মহা ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্যা। প্রিয় বন্ধুদের জন্য কী উপহার কিনবেন, তাই নিয়ে তাঁর ঘুম হারাম। তবে যত যা-ই উপহার কিনুন না কেন, ফ্রেন্ডশিপ ব্র্যান্ড তাঁর চাই-ই চাই। বন্ধু দিবসে এর চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে।
গিফট হাউস হলমার্কে দেখা মিলল একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভা, ফারহানা, শাওন ও শর্মীর সঙ্গে। বন্ধু দিবসকে বিশেষভাবে পালন করতে মনের মতো উপহার কিনতে এসেছেন তাঁরা। যদিও বন্ধুর প্রতি ভালোবাসা এক দিনে সীমাবদ্ধ নয়, তার পরও। আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস আইডিয়াসের কর্ণধার নিপা খালেদ বলেন, ‘বিশেষ দিনকে বিশেষভাবে স্মরণ করা বা বন্ধুত্বের অবিচ্ছেদ্য বন্ধনে প্রিয় বন্ধুটিকে আরও আপন করে নিতে তাকে দেওয়া যেতে পারে ছোট কোনো উপহার। যেহেতু তরুণেরাই দিনটি পালন করে থাকে, তাই তাদের চাহিদা আর সামর্থ্যের কথা চিন্তা করে কার্ড, শোপিস, কলম, মোবাইল ব্যাগের মতো ছোট উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা।’
ফ্যাশন হাউস সাদাকালোর স্বত্বাধিকারী তাহসিনা শাহীন বলেন, ‘বিশ্বায়ন আমাদেরকে অনেক কাছে টেনে এনেছে। ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিনগুলোকে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও একসঙ্গে পালন করে থাকি। তবে তা পালন করি নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিলিয়ে। এবারের বন্ধু দিবসের জন্য আমাদের আয়োজনটা একটু ভিন্ন। বন্ধু দিবসের উপহার নিয়ে মোট তিনটি প্যাকেজের অফার আছে আমাদের। প্রথম প্যাকেজে একটা গিফট বাক্সের মধ্যে মগ ও কার্ড, দ্বিতীয় প্যাকেজে মগ ও কার্ডের সঙ্গে টি-শার্ট এবং তৃতীয় প্যাকেজে আছে একটা মগ, কার্ড, ফ্রেন্ডশিপ ব্র্যান্ডের সঙ্গে টি-শার্ট। এই প্যাকেজগুলোর জন্য নির্ধারিত মূল্য হচ্ছে যথাক্রমে ৫২০, ৬২০ ও ৯৫০ টাকা। ফ্যাশন হাউস নিত্যউপহার বরাবরের মতো এবার একটু ভিন্ন স্বাদ নিয়ে এসেছে বন্ধু দিবসের উপহারে। রেগুলার টি-শার্টের পাশাপাশি বন্ধু দিবসের জন্য তারা তৈরি করেছে বন্ধুত্বের স্মারকসংবলিত নানা টি-শার্ট আর মাথায় বাঁধার ব্যান্ডেনা। এসব টি-শার্টের দাম পড়বে ১৭০ থেকে ১৮০ টাকা আর ৮০ টাকায় মিলবে ব্যান্ডেনা। ফ্যাশন হাউস স্বপ্নবাজ বন্ধুত্বের নানা ধরন আর বিবর্তনগুলো তুলে ধরেছে কবিতা বা গদ্যের মাধ্যমে টি-শার্ট ও ফতুয়ায়। এসব টি-শার্টের দাম পড়বে ১৭০ টাকা আর ফতুয়া মিলবে ৪০০ টাকার মধ্যে। এ ছাড়া আলাদা করে কার্ড, মগ, ছোট পুতুল, ফ্রেন্ডশিপ ব্র্যান্ড, ব্যান্ডেনা, ছবি রাখার ফ্রেমও হতে পারে বন্ধু দিবসের উপহার। আর্চিজ, হলমার্ক, আইসকুল, রঙ, আড়ংসহ রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউসে মিলবে এসব উপহার।
আকারভেদে ফ্রেন্ডশিপ কার্ডের দাম পড়বে ২০-২০০০ টাকা, ছবি রাখার ফ্রেম ১৫০-১৮০০ টাকা। মগের দাম পড়বে ১০০-৫০০ টাকা, ফ্রেন্ডশিপ ব্র্যান্ড ৩৫-৮০ টাকা আর ব্যান্ডেনা পাওয়া যাবে ৬০-১০০ টাকার মধ্যে। স্থানের ভিন্নতার কারণে দামের ভিন্নতাও হয়ে থাকে। ইচ্ছা হলে আপনি বন্ধুকে দিতে পারেন হাতে বানানো উপহার। বিভিন্ন রঙের সুতা দিয়ে পেঁচিয়ে বা বেণি করে তৈরি করা যেতে পারে ফ্রেন্ডশিপ ব্র্যান্ড। আবার বিভিন্ন রঙের মোটা কাগজ দিয়ে হাতে বানাতে পারেন ফ্রেন্ডশিপ কার্ডও। তবে উপহারটা যা-ই হোক না কেন, বন্ধু দিবসের মধ্য দিয়েই ভালোবাসা আর বন্ধুত্বের বন্ধন বিস্তৃত হবে জীবনের বাকি দিনগুলোতে, সেই প্রত্যাশা সবার।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২৭, ২০১০
Leave a Reply