০০ বাগানে ব্যবহারযোগী সরঞ্জামে মাঝে মাঝে জং ধরে যায়। একটু কাপড় নিয়ে তার মধ্যে কাপড় ধোয়ার সাবান লাগিয়ে তারপিন তেলে কাপড়টি ভিজিয়ে জং লাগা জায়গা গুলো ঘষতে থাকুন।
০০ তালা যদি ঠিকমত বন্ধ না হয় বা না খোলে তবে এর মধ্যে দু’চার ফোটা সর্ষের তেল দিয়ে তিন চারবার চাবি দিয়ে তালা খুলুন, বন্ধ করুন।
০০ বর্ষাকালে কাঠের দরজা ঠিকমত বন্ধ হয় না। দরজা খুলে কোন থেকে স্যান্ড পেপার দিয়ে দরজাটি ঘষে নিন। ওপর থেকে মোম লাগিয়ে নিন। যদি লোহা অথবা স্টিলের দরজা হয় তবে সেখানে তেল লাগাতে হবে।
০০ দরজা বন্ধ করার সময় যদি খুব আওয়াজ করে তাহলে একটি দেড় ইঞ্চি মোটা ফোমের টুকরো স্টপারের কাছে লাগিয়ে নিন।
০০ বাথরুমের শাওয়ারের ফুটো মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়। ঠিকমত পানি আসে না। তখন শাওয়ারের ঢাকনা খুলে নিবেন। একটি পুরনো ব্রাশ দিয়ে ঢাকনাটি ভাল করে পরিষ্কার করে নিবেন। এবার একটা টুথপিক বা আলপিন দিয়ে শাওয়ারের ঢাকনাটি রগড়ে ভাল করে পরিষ্কার করে নেবেন।
০০ কাঠের ফার্নিচারে যদি সাদা দাগ ধরে যায় তাতে মেয়োনিজ আর টুথপেস্ট মিশিয়ে তার ওপর লাগিয়ে দিন। এরপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। এবার ফার্নিচার একবার পালিশ করে নিন।
০০ কোন ছবি দেয়ালে টাঙ্গাবার আগে আপনার আঙ্গুল ভিজিয়ে দেয়ালে গোল দাগ করে নিন। তাতে দাগও থাকবে না। ছবিও ঠিক জায়গায় আটকানো যাবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ১৫, ২০১০
Leave a Reply