কুরিয়ার সার্ভিস একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের দেশে এখন ন্যাশনাল বা আভ্যন্তরীণ কুরিয়ার সার্ভিস এবং ওয়ার্ল্ড ওয়াইড বা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের সেবা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক কুরিয়ার সেবা নিয়ে আমাদের এবারের আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ
আপনি ইচ্ছে করলেই আমাদের দেশ থেকে নানা ধরনের কাগজপত্র, ব্যবহারিক পণ্য, উপহারসামগ্রী আপনার প্রিয়জনের কাছে পাঠাতে পারেন বিশ্বের যে কোনো দেশে। এর জন্য খরচ পড়বে জিনিস, পরিমাণ ও দেশ অনুযায়ী। আমাদের দেশের কয়েকটি ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিস রয়েছে।
ডিএইচএল ঃ ডিএইচএল এক্সপ্রেসে বিশ্বের প্রায় সব দেশেই পণ্য পাঠানোর ব্যবস্থা আছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৭টি সেবাকেন্দ্র নিয়ে জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
ডিএইচএল-এর প্রধান কার্যালয় : মলি ক্যাপিটাল সেন্টার, ৭৬ গুলশান এভিনিউ (চতুর্থ ও পঞ্চম তলা), গুলশান-১, ঢাকা। ফোন: ৯৮৮৬৩০৫-৯। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেটে তাদের শাখা অফিস রয়েছে।
ফেডেক্স ঃ ফেডেক্স বিশ্বের ২১১টি দেশে পণ্য আদান-প্রদান করে থাকে। ফেডেক্স মূলত আমেরিকার মালিকানাধীন একটি কোম্পানি। দেশব্যাপী ফেডেক্সের সার্ভিস সেন্টার রয়েছে। প্রধান কর্যালয়: ইব্রাহীম চেম্বার, ৯৫ মতিঝিল, ঢাকা। ফোন: ৯৫৬৫১১৪।
টিঅ্যান্ডটি এক্সপ্রেস ঃ এই কুরিয়ার সার্ভিস বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তের প্রায় সব দেশেই পণ্য আদান-প্রদান করে থাকে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও খুলনায় তাদের সেবাকেন্দ্র রয়েছে। প্রধান কার্যালয়: ৭৮/কে পার্ক রোড, বারিধারা, ঢাকা। ফোন: ৯৫৫৮২৩৯।
স্কাই নেট ঃ বিশ্বের বিভিন্ন দেশে স্কাই নেট পণ্য পাঠানোর কাজ করে থাকে। সারা দেশে তাদের কয়েকটি শাখা রয়েছে। প্রধান কার্যালয়: মতিঝিল, ঢাকা। ফোন: ৯৫৬০২২৮।
এক্সেলসিয়র এক্সপ্রেস ঃ আমাদের দেশ থেকে এই কুরিয়ার সার্ভিস বিশ্বের প্রায় সব দেশেই পণ্য পাঠানোর কাজ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রামে তাদের সার্ভিস সেন্টার রয়েছে। প্রধান কার্যালয় : ১২/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা। ফোন: ৭১৬২৪৬০।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০৮, ২০১০
mohsin saddam
আপনেরা কোন কোন দেশে কুরইয়ার করেন ?
AZAM
Please Service charge chart give me for country 1. US 2. QATAR 3. MALAYSIA
মাহে আলম
আমি ওমান থাকি আমি কুরিয়ার বেবসা করতে চাই
কি ভাবে সমবাব
Uttam Acharjee
ভাই আমি ইন্ডিয়া থেকে ঔষদ আনতে চাই । আগরতলা থেকে কি পাঠাবে আপনার মাধ্যমে ।
01715633433