বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে পুরো পৃথিবী। মাঠে গিয়ে খেলা দেখা না-ই বা হলো। ঘরে বসেই বিশ্বকাপের খেলা দেখতে ফুটবলপ্রেমীরা নতুন টেলিভিশন কেনার জন্য বাজারে ভিড় করছেন। বিক্রেতারাও আকর্ষণীয় ছাড় দিচ্ছেন তাঁদের পণ্যে। স্টেডিয়াম মার্কেটে টিভি কিনতে আসা যাত্রাবাড়ীর মাসুদ আলম বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের জন্য চার বছর অপেক্ষা করতে হয়। ফুটবল বিশ্বকাপ বড় পর্দার টিভিতে দেখার মজাই আলাদা। তাই অনেক ঘুরে পছন্দের একটি বড় টিভি কিনব। এবার মজা করে বিশ্বকাপ দেখব।’
ফিলিপস
বিশ্বকাপ উপলক্ষে ফিলিপস মূল্য ছাড়ের পাশাপাশি বিভিন্ন উপহার দিচ্ছে। টিভি কিনলে সঙ্গে একটি করে স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। স্ক্র্যাচ কার্ডে জেতার সুযোগ থাকবে ৪৬ ইঞ্চি ফিলিপস এলইডি টিভি, হোম থিয়েটার সিস্টেম, ডিভিডি প্লেয়ার, সিডি-আরসিআর অডিও সিস্টেম, টি শার্ট, মগসহ বিভিন্ন উপহার। ফিলিপসের ৩২ ইঞ্চি এলসিডি টিভির আগের মূল্য ৭৫ হাজার টাকা। বিশ্বকাপ উপলক্ষে এখন এর দাম ৬৫ হাজার টাকা স্ক্র্যাচ কার্ডসহ। স্ক্র্যাচকার্ড ছাড়া এই টিভির মূল্য ৫৯ হাজার ৯৯৯ টাকা। অন্য একটি মডেলের ৩২ ইঞ্চি এলসিডি টিভির আগের মূল্য ৭৫ হাজার ৯০০ টাকা। বিশ্বকাপ উপলক্ষে ৬৫ হাজার টাকা। ৪০ ইঞ্চি এলইডি টিভির বর্তমান মূল্য দুই লাখ ১৫ হাজার টাকা। ৪২ ইঞ্চি এলসিডি টিভির বর্তমান মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা। আরেকটি মডেলের ৪২ ইঞ্চি এলসিডি টিভির বর্তমান মূল্য এক লাখ ৬৫ হাজার টাকা। ৪৬ ইঞ্চি এলসিডি টিভির বর্তমান মূল্য তিন লাখ ৫৫ হাজার টাকা। এর দাম আগে ছিল তিন লাখ ৭৫ হাজার টাকা। ৪৭ ইঞ্চি এলসিডি টিভির বর্তমান মুল্য এক লাখ ৭০ হাজার টাকা। অন্য মডেলের ৪৭ ইঞ্চি এলসিডি টিভির বর্তমান মূল্য দুই লাখ ৩০ হাজার টাকা। ৫২ ইঞ্চি এলসিডি টিভিতে সবচেয়ে বেশি মূল্য ছাড় দেওয়া হয়েছে। এর আগের মূল্য তিন লাখ ৯৯ হাজার টাকা। বিশ্বকাপ উপলক্ষে বর্তমান মূল্য তিন লাখ ১০ হাজার টাকা। ফিলিপস ২৯ ইঞ্চি টিভি ২৮ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে ২১ ইঞ্চি টিভি ১৫ হাজার ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ফিলিপসের কমবো প্যাকেজে ২১ ইঞ্চি টিভি ও ডিভিডি প্লেয়ার কিনলে এক হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
ট্রান্সটেক
ট্রান্সটেকের ১৪ ইঞ্চি টিভি আট হাজার ৭০০ টাকা, এই মূল্য থেকে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ট্রান্সটেকের চ্যাংহং ২১ ইঞ্চি টিভি ১৪ হাজার ৯০০ টাকা। এই মূল্য থেকে চার হাজার টাকা ছাড় পাওয়া যাবে। ট্রান্সটেকের ২১ ইঞ্চি টিভি ১৩ হাজার ৯০০ টাকায় কিনলে একটি ডিভিডি প্লেয়ার বিনামূল্যে পাওয়া যাবে।
সনি
সনির সিআরটি ২১ ইঞ্চি টিভির মূল্য ২১ হাজার থেকে ২৯ হাজার টাকা। সনি র্যাংগ্স ১৪ ইঞ্চি টিভি আট হাজার টাকা থেকে নয় হাজার টাকা। ২১ ইঞ্চি টিভি ১২ হাজার থেকে ১৬ হাজার টাকা। সনি ব্রাভিয়া ১৯ ইঞ্চি ৪৪ হাজার টাকা। ২০ ইঞ্চি ৪৫ হাজার টাকা। ২২ ইঞ্চি ৫৫ হাজার টাকা। ২৬ ইঞ্চি ৫৬ হাজার টাকা। ৩২ ইঞ্চি ৭০ হাজার টাকা। ৫০ ইঞ্চি এক লাখ ১০ হাজার টাকা। ৪৬ ইঞ্চি দুই লাখ ৪০ হাজার টাকা। ৫২ ইঞ্চি দুই লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া সনি টিভি ক্রয় করলে স্ক্র্যাচ কার্ডে মগ, ক্যাপ, টি-শার্ট, ফুটবল ইত্যাদি বিনা মূল্যে পাওয়া যাবে।
এলজি
১৪ ইঞ্চি ১০ হাজার টাকা, ২১ ইঞ্চি টিভি ১৫ হাজার থেকে ১৯ হাজার টাকা। ২৯ ইঞ্চি ৩৫ হাজার টাকা। এলজি টিভি ক্রয় করলে স্ক্র্যাচ কার্ডে মোটরসাইকেল, টিভি পাওয়া যাবে। এ ছাড়া ৪৫০ টাকা থেকে ১০০% পর্যন্ত ছাড় পাওযা যাবে।
স্যামসাং
স্যামসাং ২১ ইঞ্চি ১২ হাজার ৮৫০ টাকা। ৩২ ইঞ্চি টিভি ৭২ হাজার টাকা। স্যামসাং ইলেকট্রা ১৫ ইঞ্চি টিভি সাত হাজার ৪০০ থেকে ১৩ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এ ছাড়া স্যামসাং ইলেকট্রার ১৫ ইঞ্চি নয় হাজার ৪০০ টাকা। ২১ ইঞ্চি ১০ হাজার থেকে ১৩ হাজার ৮০০ টাকা। ২৯ ইঞ্চি ৩৩ হাজার ৫০০ থেকে ৩৮ হাজার টাকা।
নোভা
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তাদের ১৫ ইঞ্চি টিভি ছয় হাজার ৬৫০ টাকা থেকে সাত হাজার ৯৫০ টাকা। ২১ ইঞ্চি টিভি ১০ হাজার ৩০০ টাকা থেকে ১৪ হাজার ৫০০ টাকা। এ ছাড়া নোভার এলসিডি ২২ ইঞ্চি টিভি ২৯ হাজার ৫০০ টাকা। ২৬ ইঞ্চি টিভি ৩৯ হাজার ৫০০ টাকা। ৩২ ইঞ্চি টিভি ৪৯ হাজার ৫০০ টাকা। ৪২ ইঞ্চি টিভি ৮৯ হাজার ৫০০ টাকা।
মাই ওয়ান
মাই ওয়ান টিভি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্ক্র্যাচ কার্ডে ২৫০ টাকা থেকে ১০০ শতাংশ মূল্য ছাড় পাওয়া যাবে। এ ছাড়া স্ক্র্যাচ কার্ডে মোবাইল ফোনসেট, হাতঘড়ি, টি-শার্ট ইত্যাদি পাওয়া যাবে। মাই ওয়ান ১৪ ইঞ্চি টিভি সাত হাজার ৬৫০ থেকে আট হাজার ৯০০ টাকা। মাই ওয়ানের এই মডেলের টিভি বিদ্যুৎ ছাড়া ব্যাটারিতে চালানো যাবে। ১৫ ইঞ্চি টিভি নয় হাজার ৯০০ টাকা। ২১ ইঞ্চি টিভি ১১ হাজার ৪৫০ থেকে ১৬ হাজার ৪০০ টাকা। ২৯ ইঞ্চি টিভি ২৭ হাজার ৯০০ টাকা।
কনকা
কনকা ১৫ ইঞ্চি টিভি আট হাজার ২০০ টাকা। ২১ ইঞ্চি টিভি ১১ হাজার ৩০০ থেকে ১৬ হাজার ২০০ টাকা। ২৯ ইঞ্চি টিভি ২৪ হাজার ২০০ টাকা। কনকার এলসিডি ১৯ ইঞ্চি টিভি ১৯ হাজার ৫০০ টাকা। ২২ ইঞ্চি টিভি ২২ হাজার টাকা। ৩২ ইঞ্চি টিভি ৫১ হাজার টাকা। ৪২ ইঞ্চি টিভি ৭৮ হাজার টাকা। কনকা টিভি কিনলে স্ক্র্যাচ কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে।
ওয়ালটন
বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটন স্ক্র্যাচ কার্ডে ২৫০ টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। ওয়ালটন ১৪ ইঞ্চি টিভি আট হাজার টাকা। ২১ ইঞ্চি টিভি ১৪ হাজার টাকা। ওয়ালটন এলসিডি টিভি ২৪ ইঞ্চি ২৯ হাজার ৯০০ টাকা। ৪২ ইঞ্চি টিভি ৭০ হাজার টাকা। ৩২ ইঞ্চি টিভি ৪৫ হাজার টাকা।
ছোট টিভি
বর্তমান বাজারে ছোট আকারের কিছু টিভি পাওয়া যায়। ছোট আকারের ঘর বা দোকানে এই টিভি দেখা যায়। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ছোট আকারের এই টিভিগুলোর চাহিদা কিছুটা বেড়েছে। বিভিন্ন ব্র্যান্ডের ছোট আকারের সাড়ে পাঁচ ইঞ্চি টিভি ১৩ হাজার থেকে ১৪ হাজার টাকা। সাত ইঞ্চি ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
টিভি কার্ড
অনেকেই বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কম্পিউটারের মনিটরে টিভি কার্ড দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার প্রস্তুতি নিচ্ছে। গ্রেট মি টিভি সিআরটি টিভি কার্ডের দাম এক হাজার ৫০০ টাকা। এলসিডি টিভি কার্ড দুই হাজার টাকা। এ ছাড়া অ্যাপারমিডিয়া এলসিডি ও সিআরটি উভয়ের জন্য মনিটরের জন্য টিভি কার্ড পাঁচ হাজার টাকা।
কোথায় পাবেন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় টিভি পাওয়া যায়। বিশেষ করে স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেট, গুলিস্তান, মিরপুর, যাত্রাবাড়ী, গুলশানে পাওয়া যায়। এ ক্ষেত্রে কোম্পানির নিজস্ব ডিলার থেকে পছন্দের পণ্যটি কিনলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা ছাড়া বিক্রয়োত্তর সেবা পাওয়ার সুবিধাও এ ক্ষেত্রে বেশি। টিভি কার্ড এলিফ্যান্ট রোড, আগারগাঁওয়ের আইডিবি ভবনে পাওয়া যায়।
ঢাকার বাইরে প্রায় সব জায়গাতেই এখন টিভি পাওয়া যায়।
তারিকুর রহমান খান
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৫, ২০১০
Leave a Reply