ব্লিস্টার বা ফোস্কা জীবনে কখনো হয়নি এমন লোক পাওয়া যাবে না। নতুন জুতা পড়ে বেশ কিছুক্ষণ হাঁটলে কিংবা পুরনো জুতা পরেই বেশি সময় হাঁটলে ফোস্কা পড়ার সম্ভাবনা খুবই বেশি। ত্বকের নিচে পানির বাবল্সের মতো দেখতে ফোস্কা। এটি হয় যেখানে ক্রমাগত ঘর্ষণ হতে থাকে এমন জায়গায়। ফোস্কার ব্যথাও মারাত্মক।
এটি সারানোর উপায় নিম্নরূপঃ
(১) টিংচার বেনজোয়িন দিয়ে ফোস্কার চারপাশে মেখে নিন।
(২) ফোস্কাটির সাইজের সমান মাঝখান ফুটো করা একটি প্লাস্টার তৈরি করুন। এই উপরে একটি পরিষ্কার প্যাড রেখে প্লাস্টারটি সেঁটে দিন।
(৩) ভুলেও এটি গলাবেন না। ভেতরের পানি নিজেই শোষিত হয়ে যাবে। যদি কোন কারণে গলে যায়, তবে এন্টিসেপটিক সাবান দিয়ে ধুয়ে ঢেকে রাখুন। চামড়া উঠাবেন না।
(৪) ডাক্তার দেখান যদি- এটি লাল হয়ে যায়, পুঁজ হয়, ফুলে যায় অথবা গরম হয়ে যায়। কারণ এরকম অবস্থা ইনফেকশনের জন্য হয়।
————————
মোঃ আসাদুজ্জামান জীবন
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ।
দৈনিক ইত্তেফাক, ২৪ মে ২০০৮
Leave a Reply