‘প্রতিদিন লাশ হওয়া’ লেখা দেয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সাদাছড়ি হাতে একজন মানুষ অথবা ছাদের ওপর শুয়ে আছে একটি ছেলে, তার ঠিক নিচে ‘যোগফল শূন্য’ লেখা। ক্যামেরায় তোলা ছবিগুলো প্রতিদিনের জীবনের কথাই বলেছে। এ রকম সাতটি ছবিগল্প নিয়ে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। গল্পের ছবিগুলোয় স্বাধীনতার স্বাদ না-পাওয়া মানুষের কথা ফুটে উঠেছে।
ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) চতুর্থ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ২৮ মে চার দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, ‘কিছু ছবি আছে, যা আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে। এ ছবিগুলো আমাদের জীবনের কথাই বলে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম. হামিদসহ আরও অনেকে। মুক্তিযুদ্ধভিত্তিক সাতটি ছবিগল্প নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী। সাতটির ছবিগল্পে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধকালীন জগন্নাথ হলে বেঁচে থাকা এক বৃদ্ধার প্রতিদিনের খুঁটিনাটি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিবিজড়িত কিছু স্থাপনা; দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ; মুক্তিযুদ্ধকালীন ফটোগ্রাফার রশিদ তালুকদারের আলোকচিত্রের সঙ্গে তাঁর জীবনের গল্প; বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুক্তিযুদ্ধকালীন স্মৃতির সঙ্গে তাঁর স্ত্রী মিলি রহমান। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ও প্রদর্শনীর আলোকচিত্রী দীপঙ্কর দীপু বলেন, ‘আমরা ছবির মাধ্যমে নতুন প্রজন্মকে স্বাধীনতার বর্তমান অবস্থানের কথা জানাতে চাই।’ প্রদর্শনীতে ১৮ জন আলোকচিত্রীর মোট ৬৫টি আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। ধানমন্ডির দৃক গ্যালারিতে চলে এ প্রদর্শনী।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০১, ২০১০
Leave a Reply