এই গরমে সব সময় আপনি সঙ্গে রাখতে পারেন এক বোতল পানি। বাজারে এখন পাওয়া যাচ্ছে উন্নতমানের প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন রং আর ডিজাইনের পানির পাত্র।
এই সময় পানিটা একটু বেশি পান করা প্রয়োজন। তাই নার্সারিতে পড়া হূদিকে নিয়ে তার মা সুমি নিউমার্কেটে এসেছেন পানির পাত্র কিনতে। বিভিন্ন ডিজাইন আর বাহারি রঙের পানির পাত্রের মধ্যে কোনটি নিজের জন্য বেছে নেবে, তা নিয়ে দারুণ উত্তেজনা ছোট্ট হূদির চোখে-মুখে।
শুধু কি স্কুলের বাচ্চারা, বিশ্ববিদ্যালয়ে পড়া ইভারও পছন্দ এ ধরনের পানির পাত্র। তিনি বলেন, রোগ-বালাইয়ের ভয়ে বাসার বাইরে কখনো পানি পান করি না। তাই সব সময় ব্যাগের মধ্যে পানির পাত্র রাখি।
নিউমার্কেটে ক্রোকারিজের বিক্রেতা জসিমউদ্দিন বলেন, গরম পড়ার কারণে পানির পাত্রের বিক্রি বেড়েছে অনেক। শিশুদের পছন্দ কার্টুনের ডিজাইন করা বিভিন্ন রংয়ের প্লাস্টিকের পাত্র। আবার কারও কারও পছন্দ অ্যালুমিনিয়ামের পাত্র। এ ছাড়া কেউ আবার অ্যালুমিনিয়ামের তৈরি এমন পাত্র চান, যাতে পানির নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা যায়। তবে তুলনামূলকভাবে অ্যালুমিনিয়ামের পাত্রের চাহিদা বেশি।
কোথায় মিলবে
বিভিন্ন রং, ডিজাইন ও আকারের এই সব পানির পাত্রের বিশাল পসরা রয়েছে নিউমার্কেটের ক্রোকারিজের দোকানগুলোতে। এ ছাড়া রাইফেলস স্কয়ার, ধানমন্ডির ক্যাপিটাল মার্কেট, মেট্রো শপিং মল, প্লাজা এ আর, বসুন্ধরা সিটি এবং রাজধানীর বিভিন্ন মার্কেট ও সুপার স্টোরগুলোতেও পাওয়া যাবে এ ধরনের পানির পাত্র।
দরদাম
পানির পাত্রের দাম কিন্তু একেবারেই হাতের নাগালে। আকারভেদে প্লাস্টিকের পানির পাত্র পাওয়া যাবে ১২০ থেকে ১৮০ টাকার মধ্যে। ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে পাওয়া যাবে অ্যালুমিনিয়ামের পাত্রগুলো। আর ফ্লাস্কের সুবিধাসংবলিত পানির পাত্রগুলোর দাম পড়বে ১৮০ থেকে ৩৫০ টাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০১, ২০১০
Leave a Reply