আবাসিক ইমারতগুলোতে ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত অন্দরের সম্পূর্ণ সজ্জায় থাকে আধুনিকতার ছোঁয়া। মেঝে, দেয়াল, কোনা, দরজার সাজসজ্জা তো ছিলই, এখন আধুনিক বাড়িতে প্রাধান্য পাচ্ছে ছাদসজ্জার বিষয়টিও। কাঠ, আয়না, রং করা কাচ, রড প্রভৃতি উপাদান দিয়ে নান্দনিকভাবে করা হচ্ছে ছাদের সজ্জা। ‘সাধারণত বাসাবাড়িতে মেঝে থেকে ছাদের উচ্চতা ন্যূনতম সাড়ে নয় থেকে ১০ ফুট পর্যন্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে মেঝে থেকে দেয়াল পর্যন্ত নান্দনিক ইন্টেরিয়রে সাজানো হলেও যদি বাড়ির সিলিং থাকে সাদামাটা, তবে তা অনেকাংশেই বাড়িটাকে ম্লান করে তোলে।’ জানালেন ইন্টেরিয়র ডিজাইনার ফারজানা গাজী। ছাদ সাজানোর নানা উপায় বলে দিলেন তিনি।
আধুনিক বাসাবাড়িতে ছাদসজ্জা শুরু হয় বাড়ির প্রবেশপথ থেকেই। বেশির ভাগ বাড়িতেই ছাদ থেকে দেড় ফুট নিচে অথবা দরজা পর্যন্ত ফলস ছাদ নির্মাণ করে তার ওপর করা হয় নানা রকম সজ্জা। সাধারণত বোর্ড (পারটেক্স), কাঠ কেটে (পছন্দমতো আকারে) উঁচু-নিচু ধাপে বসিয়ে এর ভেতর স্পট লাইট বসিয়ে নির্মাণ করা হয় এই ছাদ। এ ছাড়া বসার ঘরের যেকোনো একদিকে মূল ছাদ থেকে এক ফুট নিচে কাঠের ভেতর রং করা কাচ ব্যবহার করেও করতে পারেন এই সজ্জা। একইভাবে খাওয়ার ঘর, শোয়ার ঘরেও করতে পারেন ছাদের সজ্জা। খাওয়ার ঘরের সিংকের ওপর ছাদ থেকে দেড় ফুট নিচে আয়তক্ষেত্র ও রম্বস আকৃতিতে পাশাপাশি চারটি কাঠ দিয়ে বাক্স তৈরি করে পাইপের সাহায্যে বসিয়ে দিন (পাশের ছবির মতো)। এতে আলো (হিডেন লাইট) ব্যবহার করুন। একইভাবে শোয়ার ঘরের খাটের ওপর মূল সিলিং থেকে ছয় ইঞ্চি নিচে পিয়ানো আকারে ফলস ছাদ নির্মাণ করে পিয়ানোর রিড আকারে পাশাপাশি পাঁচ ইঞ্চি দূরত্বে কাঠের বাক্সগুলো ফলস সিলিংয়ের ভেতরে ঢুকিয়ে দিন। বিছানায় শুয়ে ওপরের দিকে তাকালে মনে হবে যেন পিয়ানো বসানো হয়ছে। সাধারণত বাসাবাড়িতে বাথরুমের ওপর ফলস ছাদ দিয়ে এর ওপর স্টোরেজের ব্যবস্থা করা হয়। সে ক্ষেত্রে স্টোরেজের দরজাটি বাইরে না রেখে বাথরুমের ফলস ছাদেই করতে পারেন এতে ঢোকার প্রবেশপথ। কাঠ দিয়ে ফলস ছাদ তৈরি করে মধ্যবর্তী জায়গা বর্গাকৃতি আকারে ফাঁকা রাখুন, এরপর ফাঁকা জায়গায় বসিয়ে দিন কাঠের বর্গাকৃতির ঢাকনা। এ ছাড়া সিলিংয়ের মধ্যবর্তী স্থানে আয়না, রং করা কাচ স্থায়ীভাবে বসিয়েও করতে পারেন ছাদসজ্জা। তবে খেয়াল রাখবেন, ঘরের চারদিকের ছাদ কখনোই সম্পূর্ণ সাজাবেন না। এ ক্ষেত্রে যেকোনো একটি দিক (ছাদের) সাজানোর জন্য নির্বাচন করুন। তা না হলে ঘরটি বেশি জবরজং দেখাবে। ছাদসজ্জাকে আকর্ষণীয় করে তোলে আলোর ব্যবহার। ফলস লাইট, হিডেন লাইট, স্পট লাইট, টিউব লাইটে নানা ধরনের আলো-ছায়ার খেলায় আপনিও সাজাতে পারেন ছাদ। এ বিষয়ে ফারজানা গাজী বলেন, কোনো আসবাবের ওপর আলো বেশি পড়বে, ঘরের কোন জায়গা বেশি দেখা যাবে, কোথায় আলো-ছায়ার খেলা হবে, তা ছাদের আলোর সাহায্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। তাই শুধু ছাদ সাজিয়েই নয়, ঘরে আলোর লুকোচুরি খেলা খেলতে চাইলে মনের মতো রঙের আলো ব্যবহারে রাঙিয়ে নিতে পারেন আপনার ঘরটিকে।
বিপাশা রায়
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০১০
Leave a Reply