প্রতিটি মানুষ চায় নিজেকে নিখুঁত সৌন্দর্যের অধিকারী করে গড়ে তুলতে। প্রকৃতি প্রদত্ত সৌন্দর্য অনেক ক্ষেত্রেই নিখুঁত রূপে আবির্ভূত হয় না। ফলে প্রয়োজন হয় খানিকটা মেকওভারের। মেকওভারের মাধ্যমে কিভাবে হয়ে উঠবেন নিখুঁত সৌন্দর্যের অধিকারী তাই তুলে ধরা হলো এই আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলি
পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই। কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে একেবারে নিখুঁত মানুষ খুঁজে পাওয়া শুধু মুশকিলই নয়, বলা যায় প্রায় অসম্ভব। আপনার নিজের কথাই ধরুন না। আপনি তো অনেক সুন্দর। কিন্তু আপনি কি একেবারে নিশ্চিত হয়ে বলতে পারবেন আপনি সম্পূর্ণ নিখুঁত। যদি পারেন তাহলে ধরে নিচ্ছি আপনি অনেক ভাগ্যবান। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় বাহ্যিক সৌন্দর্য প্রকাশের অঙ্গ যেমন- চোখ, কান, ঠোঁট, নাক, ভ্রু ইত্যাদিতে কিছু না কিছু খুঁত থেকেই যায়। কারও ঠোঁট হয়তো বেশি চিকন আবার কারো হয়তো বেশি মোটা। কারো নাক চাপা তো কারো নাক বেশি খাঁড়া, কারো ভ্রু বেশি মোটা তো কারো ভ্রু বেশি চিকন। আর খুঁতগুলোর জন্য মনটাও খুঁতখুতে হয়ে থাকে। খুঁত যাই থাকুক না কেন তা ঢাকতে হলে প্রয়োজন মেকওভারের। তাই নিখুঁত হওয়ার জন্য আপনি যা করতে পারেন-
আপনার ঠোঁট যদি হয় অনেক চিকন এবং আপনার যদি মনে হয় ঠোঁট আরেকটু মোটা হলে ভাল হত, তবে লিপ লাইনার দিয়ে ঠোঁটটা একটু মোটা করে এঁকে নিন। তারপর ঠোঁটে লিপস্টিক লাগান। আবার আপনার ঠোঁট যদি হয় বেশি মোটা আর তাতে লিপস্টিক লাগানোর পর যদি মনে হয় আপনাকে বিশ্রী দেখাচ্ছে এবং ঠোঁটটা আরেকটু চিকন হলে ভাল লাগত, তবে মোটা ঠোঁটটাকে আপনি লিপ লাইনার দিয়ে চিকন করে এঁকে নিতে পারেন। একদম ঠোঁট বরাবর না এঁকে ঠোঁট যতটুকু চিকন করতে চান ততটুকুতে লিপ লাইনার দিয়ে এঁকে নিন। তারপর লিপস্টিক লাগিয়ে নিন। মুখে মেকআপ করার সময় ঠোঁটের সে বাদ দেওয়া অংশটুকুতেও মেকআপ করে নিন।
‘চোখ যে মনের কথা বলে’- সে মনের কথা বলা চোখের যদি কোন খুঁত, বিশেষ করে চোখের পল্লবে যদি কোন সমস্যা থাকে তবে কৃত্রিম চক্ষু পল্লব লাগাতে পারেন। চক্ষু পল্লব লাগানোর জন্য প্রথমে পল্লবগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। তারপর ভেতরের কোণ থেকে লাগাতে শুরু করুন। মাসকারা লাগানোর সময় নিচ থেকে ওপরের দিকে লাগান। আবার আপনার স্বাভাবিক চক্ষুপল্লব লম্বা ও ছাড়ানো দেখাতে চাইলেও আপনার পছন্দের রং অনুযায়ী মাসকারা ব্যবহার করুন এবং গাঢ় প্যাঁচ না দিয়ে দু’বার হালকা প্যাঁচ দিন।
মুখের সৌন্দর্যের কেন্দ্রস্থল হল নাক। তাই আপনার নাক যদি খুব চওড়া ও মোটা হয়, তবে নাকের উঁচু অংশে ফাউন্ডেশন লাগিয়ে নিন এবং গালের অংশে পাউডার দিন। আবার মুখের অন্যান্য অংশের তুলনায় আপনার নাক যদি হয় খুব সরু তবে নাকের ফুটোর উপরে ফাউন্ডেশন লাগিয়ে উপরের দিকে ছড়িয়ে নিন। চাপা নাকে চারপাশে ফাউন্ডেশন দিয়ে নাকের কিনারায় গাঢ় রং দিন।
যাদের মোটা ভ্রু তারা ভ্রু প্লাক করে নিতে পারেন। গোল মুখের জন্য পর্বতাকার, চতুষ্কোণ মুখের জন্য ধনু আকার এবং লম্বা মুখের জন্য একটু বাঁক রেখে সোজা করে প্লাক করে নিতে পারেন। কান লম্বা হলে কানে গাঢ় ফাউন্ডেশন ব্যবহার করে ছোট করে নিতে পারেন। আমরা গলায় অলঙ্কার পড়ি। আর এক্ষেত্রে ঘাড়টা সুন্দর হওয়া জরুরি। তাই আপনার ঘাড় যদি হয় খুব মোটা তবে সামনে হালকা এবং দু’ধারে গাঢ় ফাউন্ডেশন দিন। এতে ঘাড় পাতলা দেখাবে। মেকওভার দিয়ে সকল খুঁতকে সাময়িকভাবে ঢেকে ফেলা যায়। তাই আপনার খুঁতকে ঢেকে ফেলে হয়ে উঠুন নিখুঁত সুন্দর।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মার্চ ১৬, ২০১০
Leave a Reply