সৌন্দর্য বৃদ্ধির জন্য গয়না অপরিহার্য। গয়না ছাড়া সাজের পূর্ণতা আসে না। ঝকঝকে উজ্জ্বল গয়না আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিবে। এজন্যই চাই গয়নার যত্ন, যাতে আপনার গয়নাটি থাকে অনেকদিনপরও উজ্জ্বল ঝকঝকে। গয়না পরিষ্কার যেভাবে করবেন-
০ সোনা অনেক গরম ধাতু। সোনার গয়না গরম পানিতে ধুয়ে বাই কার্বনেট মিশিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে পারেন। হালকা ডিটারজেন্টে বা টুথপেস্ট দিয়েও সোনার গয়না পরিষ্কার করতে পারেন।
০ রূপার গয়না বডি ট্যালকম পাউডার দিয়ে পরিষ্কার করা যায়। এক্ষেত্রে নরম সুতির কাপড় দিয়ে মুছতে হবে।
০ মুক্তার গয়না নরম ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। তবে সাধারণ পানি দিয়েও পরিস্কার করা যায়, খুব বেশি ময়লা হলে সামান্য সাবান মিশিয়ে নিতে পারেন।
০ এমেথিস্ট, হিরা, গারনেট, মুনস্টোন, নীলার গয়না পরিষ্কার করতে আপনি ডিটারজেন্ট, পানি ও অ্যামেনিয়ার মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই ক্লিনার দিয়ে গয়না ধুয়ে আঁশহীন, নরম ও মসৃণ তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
০ হীরার গয়না ফুটন্ত সাবান পানিতে ২-৫ মিনিট ফুটিয়ে টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন।
গয়না ব্যবহারের সাবধানতা
০ রোদের কড়া তাপ, বেশি হিমেল ঠান্ডা বা আগুনের আঁচ দামি পাথর যা গয়নার জন্য ক্ষতিকর, তাই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যে পাথর গুলোর বেশি ক্ষতি হয় সেগুলো হল- এমেথিস্ট, পান্না, ফিরোজা, লাল ও গ্রে কোয়ার্টাজ ইত্যাদি।
০ দামি পাথর বসানো গয়না পরলে, খেয়াল রাখবেন যেন জোরে ধাক্কা বা ঠোকা না লেগে যায়, এতে পাথর চিড় খেয়ে বা ছিলকা ভেঙে যেতে পারে।
গয়না যেখানে রাখবেন
০ বিভিন্ন ধরনের গয়না কখনো একসাথে রাখবেন না। এতে একটির সাথে অন্যটি আটকে বা জড়িয়ে যেতে পারে। গয়না এমনভাবে রাখতে হবে, যাতে একটির সাথে অপরটি ঘষা না খায়।
০ সোনার গয়না নরম কাপড়ে মুড়ে রাখবেন যাতে ঠোকাঠুকি না লাগে।
০ লোহার আলমারির লকারে রাখতে হলে গয়না সেলোফেন কাপড়ে মুড়ে রাখুন, তা না হলে লকারের আয়রন অক্সাইডের প্রভাব সোনার ক্ষতি হয়।
গয়না সবসময় নরম কাপড়ে মুড়ে রাখা ভাল। অথবা নির্দিষ্ট সাটিন লাইনিং দেওয়া ভেলভেট বাক্সে রাখলে গয়না ভাল থাকে। সুতরাং আপনার সবসময়ে পড়ার গয়না বা উৎসবে পড়ার গয়না যেটি হোক না কেন তার যত্ন নিন, তাহলে আপনার গয়নাটি থাকবে সবসময় নতুন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মার্চ ১৬, ২০১০
Leave a Reply