১. সিএনজি কিংবা বাসের লাইনে দাঁড়ানো অবস্থায় আপনাকে ধাক্কা মেরে পিছন থেকে কেউ আগে চলে গেলেন, আপনি
ক. চুপচাপ থাকবেন, একেবারেই প্রতিবাদ করবেন না।
খ. খুব জোরে না হলেও এ নিয়ে গজ গজ করবেন।
গ. লাইন ছেড়ে এগিয়ে গিয়ে কড়া ভাষায় শাসাবেন।
২. বাড়িওয়ালাকে বোঝান দরকার, বাড়ি রং করান প্রয়োজন। এখন
ক. বাড়িওয়ালার সঙ্গে রীতিমত ঝগড়া ও কড়া সমালোচনা করেন।
খ. বুঝিয়ে বলবেন এবং রঙ করানোর জন্য একটি তারিখ ঠিক করতে অনুরোধ করবেন
গ. আলোচনার ফাঁকে ফাঁকে দু-একটা বাক্যবান ছোড়েন।
৩. বান্ধবীর ওয়াশিং মেশিন গ্যারান্টি পিরিয়ডের মধ্যেই খারাপ হয়ে গেছে। বান্ধবীর সঙ্গে সার্ভিস ক্লেম করতে আপনিও গেছেনঃ
ক. বান্ধবীর পক্ষ হয়ে প্রচন্ড ঝগড়া বাধিয়ে দিবেন শপের লোকজনের সঙ্গে।
খ. বন্ধুকে চেচাঁমেচি করতে অনুপ্রাণিত করেন।
গ. চুপচাপ থাকেন ও বান্ধবীকে সামলান।
৪. আপনার এমবিএ ক্লাসের দিনগুলো কাজের লোকটি কোন না কোন ঝামেলা তৈরি করে। আপনি ওকেঃ
ক. ডেকে বোঝান। যাতে এমনটা আর না করে।
খ. চিৎকার করে বাড়ি মাথায় তোলেন
গ. কিছু না বলে মুখ গোমড়া করে গজ গজ করতে থাকেন।
৫. এলাকার দোকানে চলতি দামের চেয়ে সব জিনিসেই একটু বেশি দাম নেয়। আপনি
ক. আপনি এলাকার সবাইকে এ নিয়ে বলতে থাকেন।
খ. বুঝতে পেরে সে দোকানে কেনা-কাটা বন্ধ করেন।
গ. বুঝতে পেরে ঝগড়া বাধিয়ে বসেন
৬. আপনার স্বামীর দোষগুলো নিয়ে আপনিঃ
ক. মাঝে-মধ্যেই কটাক্ষ করেন কিন্তু মানিয়ে নেন।
খ. যখন-তখন ঝগড়া করেন।
গ. খোলা-মেলা আলোচনা করে বোঝানোর চেষ্টা করেন।
৩০-৫০ : আপনার অতিরিক্ত রাগ। আপনার অন্য যে গুণই থাক, এ একটি দোষ আপনার জনপ্রিয়তা নষ্ট করে দেবে। মুখরা হওয়ার মধ্যে কিন্তু কোনও বাহাদুরি নেই।
৫১-৭০ : আপনি অতিরিক্ত রাগী না হলেও ক্ষেত্র বিশেষে রাগ করেন। তবে সাবধান হন এখনই। কারণ মুখরা মেয়েদের সবাই এড়িয়ে চলে।
৭১-৯০ : আপনি অতিরিক্ত রাগী নন মোটেই। তাই আপনার জনপ্রিয়তা বা সুনাম নষ্ট হওয়ার কোনও ভয় নেই। ঠান্ডা মাথায় থাকতেই পছন্দ করেন।
ক খ গ
১ ১৫ ১০ ৫
২ ৫ ১৫ ১০
৩ ৫ ১০ ১৫
৪ ১৫ ৫ ১০
৫ ১০ ১৫ ৫
৬ ১০ ৫ ১৫
সূত্র: দৈনিক ইত্তেফাক, মার্চ ১৬, ২০১০
Leave a Reply