সুরের ভেলায় ভাসতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় টুং টাং মিষ্টি শব্দের। মনটা নিশ্চয়ই ভরে যাবে প্রশান্তিতে। হ্যাঁ, উইন্ড চাইমের কথাই বলছি। উইন্ড চাইমের টুং টাং শব্দ ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। ধারণা করা হয়ে থাকে, চীনারা সর্বপ্রথম উইন্ড চাইম ব্যবহার শুরু করে। কিন্তু চীনাদের এই উইন্ড চাইম এখন প্রতি ঘরে ঘরে তার সুরেলা শব্দ বিলিয়ে যাচ্ছে। উইন্ড চাইমের সাথে জল তরঙ্গের শব্দের অনেক মিল রয়েছে। একই সাথে ঘরের শোভা আর একটা অন্যরকম সুরেলা পরিবেশের সৃষ্টি করে ইউন্ড চাইম।
উইন্ড চাইমের বিভিন্ন ধরণ
নাম দিয়েই বোঝা যাচ্ছে বাতাসের দোলাতেই সুরের সৃষ্টি হয় উইন্ড চাইমে। সাধারণত উইন্ড চাইমে এমন উপকরণ ব্যবহার করা হয় যাতে কোন ধাক্কা লাগলেই শব্দ হয় আর সেটা টুং টাং শব্দ হয়ে থাকে। বর্তমানে যে সকল উইন্ড চাইম ব্যবহার করা হচ্ছে এগুলোর বেশির ভাগই ধাতব বা প্লাস্টিক ফাইবার কিংবা কাঁচ দিয়ে তৈরি। প্রধানত কতগুলো দন্ড সারি সারি করে ঝোলানো থাকে। এগুলোর মাঝখানে থাকে কোন গোল বা চারকোনা ধাতব বা কাঠের উপকরণ। সৌন্দর্য বৃদ্ধির জন্য উইন্ড চাইমের দন্ডের সাথে লাগানো থাকে বিভিন্ন শোপিসের আদল। সেটা হতে পারে লাভের আকৃতি, ডলফিন, তারা, পাপেট কিংবা কোন ফ্রুট।
ঘরের কোথায় থাকবে উইন্ড চাইম
সাধারণত ড্রয়িং রুমেই উইন্ড চাইম বেশি ব্যবহার করা হয়। কোন অতিথি যখন আপনার ঘরে প্রবেশ করবে তখন যদি টুং টাং শব্দ হয় তবে নিশ্চয়ই তা মন্দ হয় না। ড্রয়িং রুমের প্রবেশ দরজা ভেতরের দিকে লাগাতে পারেন উইন্ড চাইম। তবে খেয়াল রাখতে হবে যেন বাতাসের ছোঁয়া সেখান পর্যন্ত যায়। কেননা বাতাসের কারসাজিতেই আছে সুরেলা টুংটাং এর রহস্য। আপনার এক টুকরো ব্যালকনিও হতে পারে উইন্ড চাইম ঝোলানোর উপযুক্ত জায়গা। অবসর কিংবা অফিস থেকে এসে যদি এক কাপ গর কফি নিয়ে বসেন ব্যালকনিতে আর তখন যদি টুং টাং শব্দ ভেসে আসে। তবে মনটা নিশ্চয়ই খারাপ থাকবে না।
বেছে নিন পছন্দের উইন্ড চাইম
আপনার ঘরের দেওয়ালের রঙের দিকে লক্ষ্য রেখে উইন্ড চাইম কিনুন। কখনই এমন রঙের উইন্ড চাইম কিনবেন না যাতে খুব খারাপ দেখা যায় বা চোখে লাগে। ক্রিস্টাল বা স্বচ্ছ গ্লাসের উইন্ড চাইম বেছে নিতে পারেন। কারণ এ ধরনের উইন্ড চাইম সবরকম দেয়ালের রঙের সাথেই মানিয়ে যায়। বাচ্চাদের ঘরে উইন্ড চাইম ঝুলানোর জন্য কার্টুন ও উজ্জ্বল রঙ বেছে নিতে পারেন। যাতে বাচ্চারা আনন্দ পাবে বেশি। মেটালের ওপর বিভিন্ন কারু কাজ করা এন্টিক রঙের উইন্ড চাইম ঝুলিয়ে দিলে ঘরের ইন্টেরিয়রে একটা অন্যরকম লুক আসবে। আমাদের দেশে যে উইন্ড চাইমগুলো সেগুলোর প্রায় সবগুলোই চায়না। উইন্ড চাইমের দাম পড়বে ডিজাইন ও দোকানভেদ ১০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে। নিউ মার্কেট, মৌচাক, বিভিন্ন সুপার শপ, আর্চিস ও হলমার্কে থেকে খুব সহজেই বেছে নিন আপনার পছন্দের উইন্ড চাইম আর ভেসে যান সুরের টুং টাং শব্দে।
তাসনুভা মেঘ
সূত্র: দৈনিক ইত্তেফাক, মার্চ ১৬, ২০১০
Leave a Reply